বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকার তালিকা
এটি বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার তালিকা। জাতীয় সংসদের সাংসদগণ এইসব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের জাতীয় সংসদ ৩৫০টি আসন নিয়ে গঠিত, যেখানে মহিলাদের জন্য সংসদের ৫০টি আসন সংরক্ষিত আছে। দলীয় মানদণ্ডে মহিলা সংসদ সদস্যের কোটা নির্ধারিত হয়ে থাকে।

বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ সংবিধান দ্বারা "সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা"র জন্য দায়িত্বপ্রাপ্ত (৭ম অধ্যায়, অনুচ্ছেদ ১১৯)। এতে বলা হয়েছে “নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন।”[1]
এই তালিকাটি, সংসদের সীমানা পুনর্নির্ধারণ বিধান অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত।[2]
রংপুর বিভাগ
রাজশাহী বিভাগ
খুলনা বিভাগ
বরিশাল বিভাগ
ঢাকা বিভাগ
আসন নম্বর | নির্বাচনী এলাকার নাম | নির্বাচনী এলাকার বিস্তৃতি |
---|---|---|
১৩০ | টাঙ্গাইল-১ | মধুপুর উপজেলা এবং ধনবাড়ী উপজেলা |
১৩১ | টাঙ্গাইল-২ | গোপালপুর উপজেলা এবং ভুয়াপুর উপজেলা |
১৩২ | টাঙ্গাইল-৩ | ঘাটাইল উপজেলা |
১৩৩ | টাঙ্গাইল-৪ | কালিহাতি উপজেলা |
১৩৪ | টাঙ্গাইল-৫ | টাঙ্গাইল সদর উপজেলা |
১৩৫ | টাঙ্গাইল-৬ | দেলদুয়ার উপজেলা এবং নাগরপুর উপজেলা |
১৩৬ | টাঙ্গাইল-৭ | মির্জাপুর উপজেলা |
১৩৭ | টাঙ্গাইল-৮ | বাসাইল উপজেলা এবং সখিপুর উপজেলা |
ময়মনসিংহ বিভাগ
ঢাকা বিভাগ
সিলেট বিভাগ
চট্টগ্রাম বিভাগ
আরও দেখুন
তথ্যসূত্র
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, সপ্তম ভাগ। নির্বাচন কমিশন বাংলাদেশ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ৬ মে ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।