কিশোরগঞ্জ উপজেলা
কিশোরগঞ্জ বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার অন্তর্গত একটি উপজেলা।
কিশোরগঞ্জ উপজেলা | |
---|---|
উপজেলা | |
![]() ![]() কিশোরগঞ্জ উপজেলা | |
স্থানাঙ্ক: ২৫°৫৪′২৪″ উত্তর ৮৯°১′৩১″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | নীলফামারী জেলা |
আয়তন | |
• মোট | ২৬৪.৯৮ কিমি২ (১০২.৩১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২,৬১,০৬৯ |
• জনঘনত্ব | ৯৯০/কিমি২ (২৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৭৩ ৪৫ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
কিশোরগঞ্জ উপজেলা নীলফামারী জেলাধীন পূর্বে অবস্থিত একটি উপজেলা । উপজেলার উত্তরে জলঢাকা উপজেলা, পূর্বে রংপুর জেলার গংগাচড়া উপজেলা, দক্ষিণে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা ও পশ্চিমে নিলফামারী সদর উপজেলা ও সৈয়দপুর উপজেলা।
প্রশাসনিক এলাকা
উপজেলা পরিষদ চেয়ারম্যান:
কিশোরগঞ্জ উপজেলা ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত।
- ইউনিয়ন সমূহ-
- বড়ভিটা ইউনিয়ন
- পুটিমারী ইউনিয়ন
- নিতাই ইউনিয়ন
- বাহাগিলি ইউনিয়ন
- চাঁদখানা ইউনিয়ন
- কিশোরগঞ্জ সদর ইউনিয়ন
- রনচন্ডি ইউনিয়ন
- গাড়াগ্রাম ইউনিয়ন
- মাগুড়া ইউনিয়ন
ইতিহাস
কিশোরগঞ্জ উপজেলা প্রথমতঃ থানা হিসাবে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে উপজেলায় রুপান্তরিত হয়। একসময় এখানে একটি প্রভাবশালী জমিদার পরিবার বাস করত এবং জমিদারের নাম ছিল কিশোরী মোহন রায়। সাধারণ লোকের ধারণা যে উপজেলার নামের উৎপত্তিতে "কিশোরী" নামের সাথে "গঞ্জ" শব্দটি যোগ হয়ে কিশোরীগঞ্জ হয়েছিল যা পরবর্তীতে কিশোরগঞ্জ নামে পরিবর্তিত হয়েছে।
জনসংখ্যার উপাত্ত
- মোটঃ ২,৬১,০৬৯ জন
- পুরুষঃ ১,৩০,৯৩১ জন
- মহিলাঃ ১,৩০,১৩৮ জন[2]
শিক্ষাঃ
এ উপজেলায় শিক্ষার হার ৫৪%। উপজেলার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান :-
- কিশোরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়
- কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ
- কিশোরগঞ্জ ডিগ্রী কলেজ
অর্থনীতি
এই উপজেলার অর্থনীতির শতকরা প্রায় ৭১ ভাগ কৃষিনির্ভর। বাকি ২৯ ভাগ বিভিন্ন পেশার উপর নির্ভরশীল। কিশোরগঞ্জ এর উর্বর ভূমি প্রধানত আলু, চাল, আদা ও ভুট্টা চাষের জন্য উপযোগী।
প্রশাসন
ইউনিয়ন ৯টি, গ্রাম ৫৩টি।
কৃতী ব্যক্তিত্ব
বিবিধ
২০১৫ সালে কিশোরীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। তবে মানিকখালি, গচিহাটা এলাকায় কিছুসংখ্যক ভিক্ষুকদের অস্তিত্ব লক্ষ্য করা যায়।
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে কিশোরগঞ্জ উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (PDF)। ১৩ নভেম্বর ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২।