নীলফামারী সদর উপজেলা
নীলফামারী সদর বাংলাদেশের নীলফামারী জেলার অন্তর্গত একটি উপজেলা।
নীলফামারী সদর | |
---|---|
উপজেলা | |
![]() ![]() নীলফামারী সদর | |
স্থানাঙ্ক: ২৫°৫৬′৩৬″ উত্তর ৮৮°৫০′৫৫″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | নীলফামারী জেলা |
সংসদীয় আসন | নীলফামারী-২ |
সরকার | |
• সাংসদ | আসাদুজ্জামান নূর (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৩৯.১৪ কিমি২ (৯২.৩৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ৪,২৭,৯১৩ |
• জনঘনত্ব | ১৮০০/কিমি২ (৪৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৭৩ ৬৪ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
নীলফামারী সদর উপজেলার ভৌগোলিক অবস্থান অক্ষাংশ ২৩°২৯' উত্তর এবং ২৩°৪২' উত্তর; দ্রাঘিমাংশ ২৬°১৯ পূর্ব এবং ৯১°০৫' পূর্ব। আয়তন ২৩৯.১৪ বর্গ কিলোমিটার। এই উপজেলার উত্তরে ডোমার উপজেলা ও জলঢাকা উপজেলা, দক্ষিণে সৈয়দপুর উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ উপজেলা ও জলঢাকা উপজেলা, পশ্চিমে খানসামা উপজেলা ও দেবীগঞ্জ উপজেলা।
প্রশাসনিক এলাকা
- মোট পৌরসভাঃ ০১ টি, নীলফামারী পৌরসভা
- মোট ইউনিয়নঃ ১৫ টি।
ইউনিয়ন সমূহঃ
- চওড়া বড়গাছা
- গোড়গ্রাম
- খোকশাবাড়ি
- পলাশবাড়ী
- রামনগর
- কচুকাটা
- পঞ্চপুকুর
- ইটাখোলা
- কুন্দুপুকুর
- সোনারায়
- সংগলশী
- চড়াইখোলা
- চাপড়া সরমজানী
- টুপামারী
- লক্ষীচাপ
ইতিহাস
নীলফামারী সদর উপজেলা নীলফামারী জেলার অন্তর্গত। এটি ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রাচীনকালে এখানে নীল চাষ করা হত। ১৯৭৫ সালে নীলফামারী থানা বর্তমান উপজেলার অন্তর্গত ১৩নং চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানি মৌজায় (জে,এল নং-৮৭) সর্বপ্রথম স্থাপিত হয়।এবং পরে থানা সদর নীলফামারী টাউন মৌজায় (যে, এল, নং-৫৮) স্থানান্তর করা হয়। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে নীলফামারী থানা, নীলফামারী সদর উপজেলা হিসেবে তার প্রশাসনিক কার্যক্রম শুরু করে।
ব্রিটিশ উপনিবেশিক শাসনামিলে রংপুর অঞ্চলের অন্তর্গত নীলফামারীতে নীল চাষের অনূকুল পরিবেশ ছিল। ব্রিটিশরা নীলফামারীতে নীলের খামার স্থাপিত করে। এখানে বিরাট নীলের খামার ছিল। বর্তমান নীলফামারী স্টেশন থেকে অদূরে এটি অবস্থিত। কথিত আছে, ‘নীল খামার’ থেকে “নীলফামারী” নামের উৎপত্তি। [2]
জনসংখ্যার উপাত্ত
শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠান
- নীলফামারী মেডিকেল কলেজ
- নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী
- নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী
- নীলফামারী সরকারি মহিলা কলেজ,
- মশিঊর রহমান ডিগ্রী কলেজ
- নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়
- নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়।
- কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, নীলফামারী
- ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ
অর্থনীতি
প্রাকৃতিক সম্পদ সমূহঃ
ক্রমিক নং | শিরোনাম | উপাত্ত |
---|---|---|
০১ | মোট জমির পরিমাণ | ২৩,৮৩৪ হেক্টর |
০২ | নীট ফসলী জমি | ১৬,৫০০ হেক্টর |
০৩ | মোট ফসলী জমি | ৩৯,১০৩ হেক্টর |
০৪ | এক ফসলী জমি | ৩,০১৫ হেক্টর |
০৫ | দুই ফসলী জমি | ৪,৩৬৭ হেক্টর |
০৬ | তিন ফসলী জমি | ৯,১১৮ হেক্টর |
০৭ | বস্নক সংখ্যা | ৫৪ টি |
০৮ | বাৎসরিক খাদ্য চাহিদা | ৭৮,২৬৭ মেঃ টন |
কৃতী ব্যক্তিত্ব
- আসাদুজ্জামান নূর, নাট্য ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী (মেয়াদ কাল ২০১৩-২০১৮)
- খয়রাত হোসেন, সাবেক মন্ত্রী;
দর্শনীয় স্থান
নীলসাগর: নীলফামারী সদর উপজেলা থেকে উত্তর-পশ্চিম কোণে ১৪ কিমিঃ দূরত্বে গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত৷।
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে নীলফামারী সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "নীলফামারী সদর উপজেলার ইতিহাস"। nilphamari.gov.bd।
- "প্রাকৃতিক সম্পদ সমূহ"। http://nilphamarisadar.nilphamari.gov.bd।
|কর্ম=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
বহিঃসংযোগ
- {{বাংলাপিডিয়া}} টেমপ্লেটে আইডি অনুপস্থিত ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই।