২০১৯ ক্রিকেট বিশ্বকাপ কর্মকর্তাবৃন্দ
২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্যে খেলা পরিচালনাকারী কর্মকর্তাদেরকে ‘আম্পায়ার বাছাই তালিকা’ থেকে মনোনীত করা হবে। ২৬ এপ্রিল, ২০১৯ তারিখে এ তথ্য প্রকাশ করা হয়। আম্পায়ার বাছাই তালিকায় এ বিশ্বকাপের জন্যে ১৬জন আম্পায়ারকে অন্তর্ভূক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে চারজন, ইংল্যান্ড থেকে পাঁচজন, এশিয়া থেকে চারজন, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন এ তালিকায় স্থান পেয়েছেন। এছাড়াও, ছয়জন ম্যাচ রেফারি এ প্রতিযোগিতা পরিচালনার জন্যে রাখা হয়েছে।[1]
আম্পায়ার
নির্বাচিত বারোজন আম্পায়ারকে আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা থেকে নেয়া হয়েছে। বাদ-বাকী চারজনকে আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা থেকে অন্তর্ভূক্ত করা হয়েছে।[1] আইসিসি’র সেরা আম্পায়ার তালিকার অন্যতম সদস্য ইয়ান গোল্ড ইতোমধ্যে ঘোষণা করেছেন যে, এ প্রতিযোগিতা শেষে তিনি আম্পায়ারের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করবেন।[2]
রেফারি
নির্বাচিত তালিকা থেকে ছয়জন রেফারিকে মনোনীত করা হয়েছে। নির্বাচিত সকল রেফারিকেই আইসিসি রেফারিদের সেরা তালিকা থেকে নেয়া হয়েছে।[1]
রেফারি | দেশ | খেলা | বিশ্বকাপের খেলা (২০১৯ সালের পূর্বে) | ২০১৯ সালে বিশ্বকাপ |
---|---|---|---|---|
ডেভিড বুন | ![]() | – | ১০ | নির্ধারিত হয়নি |
ক্রিস ব্রড | ![]() | ২৫৩ | ৩১ | |
জেফ ক্রো | ![]() | ২০৭ | ২৯ | |
রঞ্জন মাদুগালে | ![]() | ২৮৮ | ৫৪ | |
অ্যান্ডি পাইক্রফট | ![]() | – | ০ | |
রিচি রিচার্ডসন | ![]() | – | ০ | |
সর্বশেষ হালনাগাদ:[5][6] |
তথ্যসূত্র
- "Match officials for ICC Men's Cricket World Cup 2019 announced"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- "Umpire Ian Gould to retire after World Cup"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- "Statistics / Statsguru / ICC World Cup / Umpire and referee records"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN CricInfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN CricInfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।