বোদা উপজেলা
বোদা উপজেলা বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত একটি উপজেলা।
বোদা | |
---|---|
উপজেলা | |
![]() ![]() বোদা | |
স্থানাঙ্ক: ২৬°১২′৪৬″ উত্তর ৮৮°৩৩′৩৮″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
আয়তন | |
• মোট | ৩৪৯.৪৭ কিমি২ (১৩৪.৯৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২,০০,৬৯৩ |
• জনঘনত্ব | ৫৭০/কিমি২ (১৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৮৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৭৭ ২৫ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
এই উপজেলার উত্তরে পঞ্চগড় সদর উপজেলা, পূর্বে দেবীগঞ্জ উপজেলা, পশ্চিমে আটোয়ারী উপজেলা, এবং দক্ষিণে ঠাকুরগাঁও সদর উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
এই উপজেলার ইউনিয়ন সমূহ হল -
- ঝলইশালশিরি
- ময়দানদীঘি
- বেংহারী বনগ্রাম
- কাজলদীঘি কালিয়াগঞ্জ
- বড়শশী
- মাড়েয়া বামনহাট
- চন্দনবাড়ী
- বোদা
- সাকোয়া
- পাচপীর
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো ১৮৮৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত বোদা পাইলট উচ্চ বিদ্যালয় । যেটি বর্তমানে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়েছে ।
অর্থনীতি
এখানকার অর্থনীতি কৃষি নির্ভর । প্রধান ফসলের মধ্যে ধান, পাট, বাদাম, মরিচ উল্লেখযোগ্য ।
শিল্প প্রতিষ্ঠান
এখানে অটো রাইস মিল এবং জুট মিল আছে ।
নদীসমূহ
বোদা উপজেলায় ৩টি নদী রয়েছে। নদীগুলো হচ্ছে করতোয়া নদী,টাঙ্গন নদী এবং পাথরাজ নদী।[2][3]
কৃতী ব্যক্তিত্ব
- কমরেড মোহাম্মদ ফরহাদ - বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক
- নুরুল ইসলাম সুজন - সংসদ সদস্য, পঞ্চগড়-২, বর্তমান রেল মন্ত্রী
বিবিধ
বোদা উপজেলার প্রান কেন্দ্র নাসির মন্ডল হাট।
আরও দেখুন
তথ্যসুত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে বোদা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১ জানুয়ারী ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৪০৫, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬১৭। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.