সাঘাটা উপজেলা

সাঘাটা বাংলাদেশের সর্ব উত্তরের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার অন্তর্গত একটি উপজেলা[2]

সাঘাটা
উপজেলা
সাঘাটা
বাংলাদেশে সাঘাটা উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৬′৩০″ উত্তর ৮৯°৩৫′২৭″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
আয়তন
  মোট২৩১.০২ কিমি (৮৯.২০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট২,৭১,০৪৫
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৭৫১
প্রশাসনিক
বিভাগের কোড
৫৫ ৩২ ৮৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

সাঘাটা উপজেলার উত্তরে ফুলছড়ি উপজেলা, দক্ষিণে বগুড়ার সোনাতলা উপজেলা, পূর্বে যমুনা নদী দ্বারা জামালপুরের সাথে বিভক্ত ও পশ্চিমে গোবিন্দগঞ্জ উপজেলা

প্রশাসনিক এলাকা

সাঘাটা উপজেলার মোট ১০ টি ইউনিয়ন রয়েছে।

  1. পদুমশহর
  2. ভরতখালী,
  3. সাঘাটা,
  4. মুক্তিনগর,
  5. কচুয়া,
  6. ঘুড়িদহ,
  7. হলদিয়া,
  8. জুমারবাড়ী,
  9. কামালেরপাড়া এবং
  10. বোনারপাড়া[3]

ইতিহাস

জনসংখ্যার উপাত্ত

২০১১ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত আদমশুমারীর প্রাথমিক হিসাব অনুযায়ী মোট জনসংখ্যা ২৩২১১৮ জন । জনগোষ্ঠির প্রধান ধর্মবিশ্বাস ইসলাম (৮৯ শতাংশ) ; এর পরেই রয়েছে হিন্দু ধর্ম (৯ শতাংশ)। বাকি ১ শতাংশ মানুষ বৌদ্ধ, খ্রিস্টান, অথবা অগ্নিউপাসক। মুসলমানদের মধ্যে অধিকাংশ সুন্নি মতাবলম্বী।

শিক্ষা

এখনে ৩৩ টি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে । [4] এসবের মধ্যে [[কাজী আজহার আলি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়]], জুমারবাড়ী উচ্চ বিদ্যালয়,সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীর হাট উচ্চ বিদ্যালয়কচুয়া হাট উচ্চ বিদ্যালয় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।

অর্থনীতি

সাঘাটা উপজেলা মূলত কৃষি নির্ভর অর্থনীতির উপর নির্ভরশীল । এখানকার অধিকাংশ লোকই কৃষি কাজে যুক্ত । এখানকার প্রধান কৃষিজ ফসলের মধ্যে রয়েছে ধানপাট । এখানে আউশ, আমন, বোরো এবং ইরি ধান উৎপন্ন হয়ে থাকে।

কৃতী ব্যক্তিত্ব

বিবিধ

সাঘাটা উপজেলায় কোন সরকারি পাবলিক লাইব্রেরি না থাকলেও বে-সরকারী উদ্যোগে কয়েকটি পাবলিক লাইব্রেরি রয়েছে। এগুলোর মধ্যে মুন্সীর হাট পাবলিক লাইব্রেরি উল্লেখযোগ্য । ইহার কয়েক হাজার বই এবং নিজস্ব পাকা ভবন রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

সাঘাটা উপজেলায় সড়ক, রেল ও নদী পথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

রেল স্টেশন

*বোনার পাড়া রেলওয়ে জংশন

*ভরত খালী (বন্ধ)

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সাঘাটা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪
  2. http://archive.prothom-alo.com/detail/date/2010-01-25/news/37570 প্রথম আলো, রংপুরকে বিভাগ ঘোষণা, তারিখ: ২৫-০১-২০১০
  3. "ইউনিয়ন সমূহ"gaibandha.gov.bd
  4. http://www.dinajpureducationboard.gov.bd/?page_id=76 দিনাজপুর শিক্ষা বোর্ড, সাঘাটা উপজেলা

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.