সাঘাটা উপজেলা
সাঘাটা বাংলাদেশের সর্ব উত্তরের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার অন্তর্গত একটি উপজেলা। [2]
সাঘাটা | |
---|---|
উপজেলা | |
![]() ![]() সাঘাটা | |
স্থানাঙ্ক: ২৫°৬′৩০″ উত্তর ৮৯°৩৫′২৭″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
আয়তন | |
• মোট | ২৩১.০২ কিমি২ (৮৯.২০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২,৭১,০৪৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৭৫১ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৩২ ৮৮ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
সাঘাটা উপজেলার উত্তরে ফুলছড়ি উপজেলা, দক্ষিণে বগুড়ার সোনাতলা উপজেলা, পূর্বে যমুনা নদী দ্বারা জামালপুরের সাথে বিভক্ত ও পশ্চিমে গোবিন্দগঞ্জ উপজেলা।
প্রশাসনিক এলাকা
সাঘাটা উপজেলার মোট ১০ টি ইউনিয়ন রয়েছে।
- পদুমশহর
- ভরতখালী,
- সাঘাটা,
- মুক্তিনগর,
- কচুয়া,
- ঘুড়িদহ,
- হলদিয়া,
- জুমারবাড়ী,
- কামালেরপাড়া এবং
- বোনারপাড়া[3]
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
২০১১ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত আদমশুমারীর প্রাথমিক হিসাব অনুযায়ী মোট জনসংখ্যা ২৩২১১৮ জন । জনগোষ্ঠির প্রধান ধর্মবিশ্বাস ইসলাম (৮৯ শতাংশ) ; এর পরেই রয়েছে হিন্দু ধর্ম (৯ শতাংশ)। বাকি ১ শতাংশ মানুষ বৌদ্ধ, খ্রিস্টান, অথবা অগ্নিউপাসক। মুসলমানদের মধ্যে অধিকাংশ সুন্নি মতাবলম্বী।
শিক্ষা
এখনে ৩৩ টি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে । [4] এসবের মধ্যে [[কাজী আজহার আলি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়]], জুমারবাড়ী উচ্চ বিদ্যালয়,সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীর হাট উচ্চ বিদ্যালয় ও কচুয়া হাট উচ্চ বিদ্যালয় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
অর্থনীতি
সাঘাটা উপজেলা মূলত কৃষি নির্ভর অর্থনীতির উপর নির্ভরশীল । এখানকার অধিকাংশ লোকই কৃষি কাজে যুক্ত । এখানকার প্রধান কৃষিজ ফসলের মধ্যে রয়েছে ধান ও পাট । এখানে আউশ, আমন, বোরো এবং ইরি ধান উৎপন্ন হয়ে থাকে।
কৃতী ব্যক্তিত্ব
- আলহাজ্জ এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ।
- আখতারুজ্জামান ইলিয়াস, কথাসাহিত্যিক, লেখক
বিবিধ
সাঘাটা উপজেলায় কোন সরকারি পাবলিক লাইব্রেরি না থাকলেও বে-সরকারী উদ্যোগে কয়েকটি পাবলিক লাইব্রেরি রয়েছে। এগুলোর মধ্যে মুন্সীর হাট পাবলিক লাইব্রেরি উল্লেখযোগ্য । ইহার কয়েক হাজার বই এবং নিজস্ব পাকা ভবন রয়েছে।
রেল স্টেশন
*বোনার পাড়া রেলওয়ে জংশন
*ভরত খালী (বন্ধ)
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সাঘাটা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।
- http://archive.prothom-alo.com/detail/date/2010-01-25/news/37570 প্রথম আলো, রংপুরকে বিভাগ ঘোষণা, তারিখ: ২৫-০১-২০১০
- "ইউনিয়ন সমূহ"। gaibandha.gov.bd।
- http://www.dinajpureducationboard.gov.bd/?page_id=76 দিনাজপুর শিক্ষা বোর্ড, সাঘাটা উপজেলা