নীলফামারী সরকারি কলেজ
নীলফামারী সরকারি কলেজ বাংলাদেশের নীলফামারী জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি নীলফামারী শহরের প্রানকেন্দ্রে অবস্থিত। এ কলেজটির মোট আয়তন ২৪.২৫ একর। কলেজটিতে বর্তমানে দিনাজপুর শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করা হয়।
নীলফামারী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ | |
![]() | |
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৫৮ |
অধ্যক্ষ | দেবীপ্রসাদ রায় |
প্রশাসনিক কর্মকর্তা | ৭১ জন |
শিক্ষার্থী | ১১,৬০০ জন |
অবস্থান | , , ২৫.৯৩১৬২০° উত্তর ৮৮.৮৪২২৯০° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহর |
রঙসমূহ | |
সংক্ষিপ্ত নাম | নীলফামারী কলেজ NGC |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, |
ওয়েবসাইট | কলেজ ওয়েবসাইট |
![]() | |
ইতিহাস
নীলফামারী সরকারি কলেজ ১৯৫৮ সালের ১৬ মে, তৎকালিন রংপুর জেলার নীলফামারী মহাকুমা সদরে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালিন সময়ে এটি রাজশাহী শিক্ষা বোর্ডের ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি নিয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক কোর্সের ডিগ্রি প্রদান করে। কলেজটি ১৯৭৯ সালে সরকারিকরণ হয়। বর্তমানে ১৪ টি বিষয়ে এখানে অনার্স পাঠদান করা হয়। এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্য্যক্রমে ব্যাপক পরিবর্তন আসে নীলফামারী মহাকুমাকে নীলফামারী জেলায় রূপান্তরের মাধ্যমে। [1] বর্তমানে এটি দিনাজপুর বোর্ডের অন্তর্গত এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।
অনুষদ ও বিভাগ
কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্নাতকোত্তর শ্রেণীতে শিক্ষা প্রদান করে।
উচ্চ মাধ্যমিক
- মানবিক বিভাগ
- বিজ্ঞান বিভাগ
- ব্যবসায় শিক্ষা বিভাগ
স্নাতক (সম্মান)
কলা অনুষদ
- ইংরেজি বিভাগ
- বাংলা বিভাগ
- অর্থনীতি বিভাগ
- ইতিহাস বিভাগ
- ইসলাম ইতিহাস
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বানিজ্য অনুষদ
- ব্যবস্থাপনা বিভাগ
- হিসাব বিজ্ঞান বিভাগ
স্নাতক
- বিএ (কলা)
- বিএসএস (সামাজিক বিজ্ঞান)
- বিবিএস (ব্যবসায় শিক্ষা)
স্নাকোত্তর
স্নাকোত্তর রেগুলার ও প্রিমিনারি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।
সুযোগ সুবিধা
হোস্টেল
কলেজে ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য একটি মোট ২টি হোস্টেল আছে।
লাইব্রেরী
খেলার মাঠ
কলেজ ক্যাম্পাসে রয়েছে নিজস্ব খেলার মাঠ। নীলফামারী স্টেডিয়াম কলেজ ক্যাম্পাসের সাথে অবস্থিত।
ছাত্র সংগঠন
নীলফামারী সরকারি কলেজে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করে।
সামাজিক সংগঠন
- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
- রোভার স্কাউট
- যুব রেড ক্রিসেন্ট
- বাঁধন
তথ্যসূত্র
- "Nilphamari Govt. College"। ১৪ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৫।