এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়

এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় (এছাড়াও এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজ নামে পরিচিত) বাংলাদেশের নড়াইলে অবস্থিত চারুকলা মহাবিদ্যালয়, যেটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।

এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়
অন্যান্য নাম
এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজ
স্থাপিত১০ আগস্ট ২০০৯ (2009-08-10)
প্রতিষ্ঠাতাবেঙ্গল ফাউন্ডেশন
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ঠিকানা
সুলতান কমপ্লেক্স, শিশুস্বর্গ ভবন
,
২৩.১৫৮২০৩৯° উত্তর ৮৯.৫০১৩৪৭৫° পূর্ব / 23.1582039; 89.5013475
ওয়েবসাইটbengalfoundation.org/s-m-sultan-bengal-art-college

পটভূমি

বিংশ শতাব্দীর বাঙালি অ্যাভা-গার্ড শিল্পী এস এম সুলতানের নামকরণে ২০০৯ সালের ১০ আগস্ট বেঙ্গল ফাউন্ডেশন ও গবেষণা কার্যক্রমের অধীনে এস এম সুলতান আর্ট কলেজ (পরবর্তীতে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়) প্রতিষ্ঠা করা হয়।[1][2] সুলতান ছিলেন একজন বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী, যিনি সংস্কৃতিতে অবদানের জন্য ১৯৮২ সালে বাংলাদেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক এবং ১৯৯৩ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন।

২০০৯ সালে প্রতিষ্ঠানটি গড়ে উঠলেও এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০১৩ সালের ১৫ নভেম্বর।[3] এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালু করে। খুলনা বিভাগের নড়াইল জেলার মাছিমদিয়া গ্রামে চিত্রা নদীর তীরে সুলতান কমপ্লেক্সের শিশুস্বর্গ ভবনে[4][5] অস্থায়ীভাবে মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিলো।[2] বর্তমানে এই মহাবিদ্যালয়ে চারুকলা বিষয়ে ৫ বছর মেয়াদী[6] স্নাতকোত্তর স্তর পর্যন্ত শিক্ষাক্রম চালু রয়েছে।[5]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "নড়াইলের এস এম সুলতান কমপ্লেক্স: লোকবল–সংকট, নষ্ট হচ্ছে চিত্রকর্ম"প্রথম আলো। ১৮ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯
  2. ইসলাম, শামীমূল (১০ অক্টোবর ২০১৭)। "তবু এগিয়ে যাচ্ছে সুলতানের স্বপ্ন"। নড়াইল: দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯
  3. Ponuel S Bose (২৭ নভেম্বর ২০১৩)। "SM Sultan Bengal Art College starts its journey"। Narail: দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯
  4. "SM Sultan remembered"ডেইলি সান। ১০ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯
  5. "S M Sultan Bengal Art College"bengalfoundation.comবেঙ্গল ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯
  6. "এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের যাত্রা শুরু"। ডিটিবাংলা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.