নওগাঁ সরকারি কলেজ

নওগাঁ সরকারি কলেজে বা নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ, নওগাঁ জেলায় অবস্থিত একটি সরকারী কলেজ। এটি নওগাঁ জেলার উত্তর-পূর্বে অবস্থিত এবং এটি জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে পরিচালিত।

নওগাঁ সরকারি কলেজ
ধরনসরকারি
স্থাপিত১৯৬২
অধ্যক্ষপ্রফেসর এস. এম. জিল্লুর রহমান [1]
শিক্ষায়তনিক কর্মকর্তা
প্রশাসনিক কর্মকর্তা
১০৫+
শিক্ষার্থী২০,০০০+
ঠিকানা
বাঙ্গাবাড়িয়া
, ,
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইট

ইতিহাস

নওগাঁ সরকারি কলেজের জন্মবেদনা সূচিত হয় ১৯৫৯ খ্রিষ্টাব্দে। তৎকালিন মহকুমা প্রশাসক জনাব আব্দুল বাতেন ই.পি.সি.এস নওগাঁ শহরের উত্তর প্রান্তে এই কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কলেজের পরিকল্পনা বাস্তবায়িত হয় অক্লান্তকর্মী মহকুমা প্রশাসক আব্দুর রব চৌধুরী বি.এস.পি-এর প্রচেষ্টায়। ১৯৬২ খ্রিষ্টাব্দে স্থানীয় জনসাধারণের অথার্নুকূল্যে ৩ বছর মেয়াদী স্নাতক কোর্স ভিত্তিক একটি ডিগ্রী কলেজ স্থাপিত হয়। ১৯৮০ খ্রিষ্টাব্দে বি.এম.সি কলেজ সহ ডিগ্রী কলেজকে যৌথভাবে সরকারি আত্তীকরণ করা হয়। এর বর্তমান নাম নওগাঁ সরকারি কলেজ।

শহীদ মিনার
একাডেমিক কাম এক্সামিনেশন হল

বিভাগ ও অনুষদ

নওগাঁ সরকারি কলেজে বর্তমানে ড্রিগ্রী, স্নাতক এবং স্নাতকোত্তর চালু রয়েছে। এছাড়া চালু রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম। এই কলেজে ১৪টি বিষয়ে স্নাতক ও ১০টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। স্নাতক পর্যায়ের বিষয়গুলোর মধ্যে রয়েছে:

কলা অনুষদঃ

  • বাংলা
  • ইংরেজী
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • দর্শন

সমাজিক বিজ্ঞান অনুষদঃ

  • রাষ্ট্রবিজ্ঞান
  • অর্থনীতি

বাণিজ্য অনুষদঃ

  • হিসাব বিজ্ঞান
  • ব্যবস্থাপনা

বিজ্ঞান অনুষদঃ

  • গনিত
  • পদার্থ বিজ্ঞান
  • রসায়ন
  • উদ্ভিদবিদ্যা
  • প্রাণিবিদ্যা
  • ভূগোল ও পরিবেশ

স্নাতকোত্তর পর্যায়ের বিষয়সমূহের মধ্যে রয়েছে:

তথ্যসূত্র

  1. "তথ্য সেবায় নওগাঁ সরকারি কলেজ"। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.