সাভার বিশ্ববিদ্যালয় কলেজ

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা জেলার সাভার পৌরসভায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সাভার উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রাখালচন্দ্র সাহার স্ত্রী প্রিয়বালা সাহার দানকৃত জমির উপর কলেজটি অবস্থিত।[1] ২০১৭ সালে সাভার কলেজকে সরকারিকরণ করা হয়।[2] সাভারের বেশ কয়েকজন স্বনামধন্য রাজনীতিবিদ এই কলেজের ছাত্র ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক সংসদ সদস্য জনাব তৌহিদ জং মুরাদ এবং সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ
অবস্থান
সাভার পৌরসভা, ঢাকা জেলা
বাংলাদেশ
স্থানাঙ্ক২৩.৮৪০৩১৭° উত্তর ৯০.২৪৯৯৩৪° পূর্ব / 23.840317; 90.249934
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৬৭ সাল
ওয়েবসাইটsavarcollege.org

তথ্যসূত্র

  1. Help for Disability and Distress (HDD) কর্তৃক প্রকাশিত বই : সাভার ডিরেক্টরি (সাভার উপজেলার তথ্য সংবলিত বই); প্রকাশকাল: ডিসেম্বর, ২০১২ ইং
  2. "সাভার কলেজ সরকারীকরণ হওয়ায় একশ' ২২ কোটি টাকার সম্পদ সরকারের কাছে জমা- ফুলকি নিউজ টুয়েনটিফোর ( ১২ মে, ২০১৭ তারিখে প্রকাশিত)"। ৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.