সাভার পৌরসভা
সাভার পৌরসভা ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল যা রাজধানী ঢাকার সবচেয়ে কাছের পৌরসভা হিসেবে বিবেচিত। ১১৯২ সালে সাভার পৌরসভা গঠিত হয়। এটি একটি প্রথম শ্রেণির পৌরসভা।[2]
সাভার পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
![]() সাভার বাজার রোড এলাকার দৃশ্য | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা |
জেলা | ঢাকা |
উপজেলা | সাভার |
প্রতিষ্ঠাকাল | ১৯৯২ |
আসন | ঢাকা- ১৯ |
সরকার | |
• চেয়ারম্যান | আলহাজ্ব আব্দুল গণি[1] |
আয়তন | |
• মোট | ১৪.০৮ কিমি২ (৫.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৫০,০০০[1] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৩৪০ ![]() |
প্রশাসনিক এলাকা
পৌরসভা কার্যালয়ের অবস্থান | ১ নং আনন্দপুর, সাভার, ঢাকা |
আয়তন | ১৪.০৮ বর্গ কি.মি. |
ওয়ার্ড | ৯ টি |
মহল্লা | ৫৫ টি |
মৌজা | ৪৪ টি |
পৌরসভার সীমানা
উত্তরে - ঘোড়াদিয়া, মল্লিরটেক, টেউটি, বনপুকুর
দক্ষিণে - কর্ণপাড়া, ব্যাংক টাউন
পূর্বে - ধরেন্ডা মৌজা, বনগাঁও ইউনিয়ন
পশ্চিমে - বংশী ও ধলেশ্বরী নদী[2]
চিত্রশালা
- সাভার পৌরসভার ভাগলপুরে একটি খেলার মাঠ
- পৌরসভার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে বংশী নদী
- সাভার কাঁচাবাজার বাসস্ট্যান্ড
তথ্যসূত্র
- সাভার পৌরসভা - সাভারবার্তা২৪.কম (সংগৃহীতঃ০১ ডিসেম্বর, ২০১৬)
- Help for Disability and Distress (HDD) কর্তৃক প্রকাশিত বই: সাভার ডিরেক্টরি (সাভার উপজেলার তথ্য সংবলিত বই); প্রকাশকাল: ডিসেম্বর, ২০১২ ইং
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.