টাঙ্গাইল জেলা

টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর জনসংখ্যা প্রায় ৩৮ লক্ষ এবং আয়তন ৩৪১৪.৩৫ বর্গ কিলোমিটার। টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ এবং জনসংখ্যার ভিত্তিতে ২য় সর্ববৃহৎ জেলা।

টাঙ্গাইল
জেলা
টাঙ্গাইল জেলার উপজেলাসমূহ
বাংলাদেশে টাঙ্গাইল জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৮′০″ উত্তর ৮৯°৫৫′১২″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
আসনটাংগাইল ১-৮
আয়তন
  মোট৩৪১৪.৩৫ কিমি (১৩১৮.২৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট৪৪,৪৯,০৮৫
সাক্ষরতার হার
  মোট৪৬.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৯৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি ১৯৭৬ সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জিলা (টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাথে বর্তমান বিভাগ) প্রদর্শন করছে

১৯৬৯ খ্রিষ্টাব্দ অবধি টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা; ১৯৬৯ খ্রিষ্টাব্দে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। এটি একটি নদী বিধৌত কৃষিপ্রধান অঞ্চল। এই জেলা যমুনা নদীর তীরে অবস্থিত এবং এর মাঝ দিয়ে লৌহজং নদী প্রবাহমান।

অবস্থান ও আয়তন

টাংগাইল জেলা ঢাকা হতে প্রায় ৯২ কি মি দূরে অবস্থিত। এই জেলার পূর্বে রয়েছে ময়মনসিংহগাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা, উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকামানিকগঞ্জ জেলা। এর আয়তন ৩৪১৪.৩৮ বর্গ কি.মি.।

প্রশাসনিক এলাকাসমূহ

টাঙ্গাইল শহর, জেলার বাণিজ্যিক কেন্দ্রবিন্দু

টাঙ্গাইল জেলায় মোট উপজেলার সংখ্যা ১২ টি এবং মোট ইউনিয়নের সংখ্যা ১১৮ টি।

টাঙ্গাইল সদর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১২ টি।

করটিয়া, ঘারিন্দা, গালা, পোড়াবাড়ী, সিলিমপুর, কাকুয়া, কাতুলী, মগড়া, মাহামুদনগর, হুগড়া, দাইন্যা এবং বাঘিল

কালিহাতি উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১৩ টি।

কোকডহড়া, গোহালিয়াবাড়ী, দশকিয়া, দুর্গাপুর, নাগবাড়ী, নারান্দিয়া, পাইকড়া, পারখি, বল্লা, বাংড়া, বীরবাসিন্দা, সল্লা, সহদেবপুর

ঘাটাইল উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১১ টি।

দেউলাবাড়ী, ঘাটাইল, জামুরিয়া, দিগড়, দিঘলকান্দি, আনেহলা, দেওপাড়া, ধলাপাড়া, সন্ধানপুর, লোকেরপাড়া এবং রসুলপুর

বাসাইল উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৬ টি।

কাউলজানী, কাঞ্চনপুর, কাশিল, ফুলকী, বাসাইল এবং হাবলা

গোপালপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৭ টি।

হাদিরা, নগদাশিমলা, ঝাওয়াইল, হেমনগর, আলমনগর, মির্জাপুর এবং ধোপাকান্দি

মির্জাপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১৪ টি।

মহেড়া, ফতেপুর, জামুর্কী, বানাইল, আনাইতারা, ভাতগ্রাম, ওয়ার্শী, বহুরিয়া, গোড়াই, তরফপুর, আজগানা, বাঁশতৈল, লতিফপুর, ভাওড়া

ভূঞাপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৬ টি।

ফলদা, অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী, অলোয়া, নিকরাইল

নাগরপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১২ টি।

নাগরপুর, ভাররা, সহবতপুর, গয়হাটা, বেকড়া, সলিমাবাদ, ধুবরিয়া, ভাদ্রা, দপ্তিয়র, মামুদনগর, পাকুটিয়া এবং মোকনা

মধুপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৬ টি।

আলোকদিয়া, আরণখোলা, আউশনাড়া, গোলাবাড়ী, মির্জাবাড়ী, শোলাকুড়ি

সখিপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৮ টি।

কাকড়াজান, কালমেঘা, কালিয়া, গজারিয়া, দাড়িয়াপুর, বহেড়াতৈল, যাদবপুর এবং হাতীবান্ধা

বাসাইল উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৮ টি।

আটিয়া, ডুবাইল, ফাজিলহাটি, পাথরাইল, লাউহা্টী, দেলদুয়ার, দেউলী এবং এলাসিন

ধনবাড়ী উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৭ টি।

বীরতারা, বানিয়াজান, পাইস্কা, ধোপাখালী, যদুনাথপুর, মুশুদ্দি এবং বলিভদ্র

নামকরণ

টাঙ্গাইলের নামকরণ বিষয়ে রয়েছে বহুজনশ্রুতি ও নানা মতামত। ১৭৭৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিষ্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিষ্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে। টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মতে, ইংরেজ আমলে এদেশের লোকেরা উচু শব্দের পরিবর্তে ‘টান’শব্দই ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি। এখনো টাঙ্গাইল অঞ্চলে ‘টান’শব্দের প্রচলন আছে। এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়ে হয়েছিল টান আইল। আর সেই টান আইলটি রূপান্তরিত হয়েছে টাঙ্গাইলে।

অর্থনীতি

দর্শনীয় স্থান

রাবার বাগান, পীরগাছা, টাঙ্গাইল

চিত্র:Jomuna Bridge.jpg

বিশিষ্ট ব্যক্তিত্ব

আবদুল হামিদ খান ভাসানী
শামসুল হক

মুক্তিযুদ্ধের অন্যতম অধিনায়ক, বাতেন বাহিনীর প্রধান, সাবেক সংসদসদস্য টাঙ্গাইল-৬

শিক্ষা

শিক্ষার হার :- ৭১.২১% উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:

  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • শেখ হাসিনা মেডিকেল কলেজ & হসপিটাল,
  • বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
  • মির্জাপুর ক্যাডেট কলেজ,
  • কুমুদিনী মহিলা মেডিকেল কলেজ,
  • কুমুদিনী সরকারী কলেজ
  • সরকারি এম.এম আলী কলেজ
  • সরকারি সা'দত কলেজ
  • কালিহাতি শাহজাহান সিরাজ কলেজ
  • প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সরকারি কলেজ
  • সরকারী সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ
  • বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়,
  • বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,
  • সন্তোষ জান্হবী উচ্চ বিদ্যালয়
  • মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যাল, মধুপুর।
  • সরকারী শেখ ফাজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ
  • মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ
  • কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়
  • মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ, এলাসিন।
  • হাজী ইসমাইল খাঁ বেসরকারি কারিগরি কলেজ
  • ইবরাহীম খাঁ সরকারি কলেজ,ভূঞাপুর
  • টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট,
  • মসদই উচ্চ বিদ্যালয়,
  • বেলায়েৎ হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়,দেলদুয়ার
  • এলেঙ্গা উচ্চ বিদ্যালয়
  • সরকারী শামসুল হক কলেজ
  • মগড়া পালস্ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,
  • মগড়া বালিকা উচ্চ বিদ্যালয়,
  • বুলবুল রেসিডেন্সিয়াল মডেল স্কুল,টাঙ্গাইল সদর,টাঙ্গাইল।
  • টাংগাইল গভঃ গার্লস হাই স্কুল, ছয়ানী বাজার
  • পুলিশ লাইন্স হাই স্কুল
  • লাউহাটী এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
  • বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়
  • শিবনাথ উচ্চ বিদ্যালয়
  • জেলা সদর গার্লস হাই স্কুল
  • আনুহলা উচ্চ বিদ্যালয়
  • পিটিআই হাই স্কুল, শিমুলতলী
  • আদর্শ উচ্চ বিদ্যালয়, সাবালিয়া
  • বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাজিতপুর উচ্চ বিদ্যালয়
  • মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়, বশরাকান্দি
  • লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজ
  • বিবেকানন্দ কলেজ
  • টাঙ্গাইল কমার্স কলেজ
  • পুলিশ লাইন্স কলেজ
  • বুলবুল ক্যাডেট স্কুল
  • বুলবুল রেসিডেন্সিয়াল মডেল স্কুল,জালফৈ
  • Bulbul Residential Model School,Adalat-para,Tangail
  • সৃষ্টি কলেজ
  • শাহীন কলেজ
  • আলাউদ্দিন সিদ্দিকী কলেজ,
  • বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় & কলেজ
  • ৫৪ নং বেতডোবা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়
  • ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়
  • খিলদা উচ্চ বিদ্যালয়
  • পটল উচ্চ বিদ্যালয়
  • গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয়
  • রামপুর উচ্চ বিদ্যালয়
  • নাগরপুর যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়
  • নয়ান খান মেমোরিয়াল হাই স্কুল
  • সলিমাবাদ ইউনিয়ন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
  • সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
  • ঘুনিপাড়া উচ্চ বিদ্যালয়
  • চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়
  • ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়
  • অগ্রনী উচ্চ বিদ্যালয়
  • দেউপুর উচ্চ বিদ্যালয়
  • নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়
  • চৈথট্ট গণ উচ্চ বিদ্যালয়
  • পাকুটিয়া পাবলিক উচ্চ বালিকা বিদ্যালয়
  • এম, কে, ডি, আর গণ উচ্চ বিদ্যালয়
  • কালিহাতী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়
  • মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়
  • আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়
  • বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়
  • বাঘিল কে, কে, উচ্চ বিদ্যালয়
  • নারান্দিয়া টি আর কে এন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • রামপুর উচ্চ বিদ্যালয়
  • পাইকড়া এম, ইউ উচ্চ বিদ্যালয়
  • কোকডহরা উচ্চ বিদ্যালয়
  • চারান উচ্চ বিদ্যালয়
  • শহীদ জামাল উচ্চ বিদ্যালয়
  • ভরসরাই উচ্চ বিদ্যালয়
  • বল্লা বালিকা উচ্চ বিদ্যালয়
  • নরদহি উচ্চ বিদ্যালয়
  • দেওপাড়া গন উচ্চ বিদ্যালয়
  • ভবন দত্ত গণ উচ্চ বিদ্যালয়
  • ঘড়িয়া উচ্চ বিদ্যালয়
  • পালিমা আর এইচ কে উচ্চ বিদ্যালয়
  • লুহুরিয়া বি এইচ আর উচ্চ বিদ্যালয়
  • বিলবর্ণি মাধ্যমিক বিদ্যালয়
  • হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয়
  • আমজানী বালিকা উচ্চ বিদ্যালয়
  • ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়
  • শহীদ শাহেদ হাজারী উচ্চ বিদ্যালয়
  • লাঙ্গলজোড়া উচ্চ বিদ্যালয়
  • সোমজানী উচ্চ বিদ্যালয়
  • যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়
  • ঘোনাপাড়া ডঃ নরুর রহমান খান উচ্চ বিদ্যালয়, ঘোনাপাড়া, নাগরপুর।
  • কে.জি.কে উচ্চ বিদ্যালয়
  • পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়
  • বংশাই স্কুল এন্ড কলেজ
  • নিয়াতমপুর মাদ্রাসা
  • গোহালিয়াবাড়ী ফাযিল মাদ্রাসা
  • দেওপাড়া বাহরুন নেছা দাখিল মাদ্রাসা
  • বিরাহিমপুর হাফিজিয়া মাদরাসা
  • বাইচাইল ইসলামিয়া দাখিল মাদরাসা
  • ভোজদত্ত দাখিল মাদ্রাসা
  • দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসা
  • ব্রাক্ষাণশাসন এ.কে বালিকা উচ্চ বিদ্যালয়
  • আবু সাইদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
  • ঢালান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সৈয়দপুর উচ্চ বিদ্যালয়
  • আগচারান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ
  • শেহাব উদ্দিন কলেজ
  • যমুনা কলেজ
  • লুৎফর রহমান মতিন মহিলা কলেজ
  • কালিহাতী কলেজ
  • বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর সখিপুর
  • আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়,ঘাটাইল, টাঙ্গাইল
  • ভূয়াপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
  • ঘাটাইল মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
  • উখারিয়াবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ধনবাড়ী।
  • আউশনারা বোকার বাইদ দাখিল মাদ্রাসা, মধুপুর।
  • আউশনারা উচ্চ বিদ্যালয়, মধুপুর।
  • বঙ্গবন্ধু ক্যান্টনমেনট পাবলিক স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু সেতু, ভুয়াপুর
  • খাস বিয়ারা দাখিল মাদ্রাসা, বঙ্গবন্ধু সেতু, ভুয়াপুর
  • গরিলাবাড়ী, দাখিল মাদ্রাসা, বঙ্গবন্ধু সেতু, কালিহাতি
  • গহালিয়াবাড়ী ফাজিল মাদ্রাসা, কালিহাতি

তথ্যসূত্র

[2] [3] [4] [5] [6]

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে জেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "টাঙ্গাইল জেলার বিখ্যাত গুণীজন"দৈনিক সংগ্রাম। এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭। বৃহস্পতিবার ২৪ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ 2018-07-27 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "প্রখ্যাত ব্যক্তিত্ব"। ২০১৮-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৭
  4. "টাঙ্গাইল জেলার বিখ্যাত গুণীজন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৭
  5. "প্রখ্যাত ব্যক্তিত্ব"। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৭
  6. "টাঙ্গাইল জেলার বিখ্যাত গুণীজন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.