মির্জাপুর উপজেলা
মির্জাপুর বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা।[2]
মির্জাপুর | |
---|---|
উপজেলা | |
![]() ![]() মির্জাপুর | |
স্থানাঙ্ক: ২৪°৬′৪৩″ উত্তর ৯০°৫′২৪″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
আয়তন | |
• মোট | ৩৭৩.৮৮ কিমি২ (১৪৪.৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ৪,২৩,৭০৮ |
• জনঘনত্ব | ১১০০/কিমি২ (২৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৯৩ ৬৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
ঢাকা থেকে ৬৮ কিলোমিটার দূরে এবং টাংগাইল সদর থেকে ২৭ কিলো পুর্ব দিকে এ উপজেলাটির অবস্থান ২৪.১০৮৩° উত্তর ৯০.০৯১৭° পূর্ব। মির্জাপুর উপজেলার উত্তরে সখিপুর উপজেলা, দক্ষিণে ধামরাই উপজেলা, পুর্বে কালিয়াকৈর উপজেলা এবং পশ্চিমে দেলদুয়ার উপজেলা অবস্থিত। মির্জাপুরকে বলা হয় উত্তরবংগের দরজা। ঢাকা থেকে টাংগাইল এর যে কোন উপজেলায় যাবার একমাত্র রাস্তাটি মির্জাপুরের উপর দিয়ে চলে গেছে। মির্জাপুরের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে বংশাই নদী এবং দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী।
প্রশাসনিক এলাকা
১৪ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা (মির্জাপুর নিয়ে মির্জাপুর উপজেলা গঠিত।
ইতিহাস
১৯৮২ সালে বাংলাদেশের প্রথম ‘‘ উন্নীত থানা ’’ হিসেবে তৎকালীন রাষ্ট্রপ্রধান এটি উদ্বোধন করেন।
শিক্ষা
মির্জাপুর শিক্ষার দিক দিয়ে শুধু টাংগাইল নয় বাংলাদেশের অন্যতম উপজেলা। এই উপজেলার সাক্ষরতার হার ৮৫%ও শিক্ষার হার ৮০%। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ - মির্জাপুর সরকারি কলেজ, হাড়িয়া উচ্চ বিদ্যালয়,বানিয়ারা উচ্চ বিদ্যালয়, মসদই উচ্চ বিদ্যালয়, মির্জাপুর এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়, দেওহাটা এ, জে উচ্চ বিদ্যালয়, মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়, বন্দ্য কাওয়ালজানী খাদেম আলী উচ্চ বিদ্যালয় আরও অনেক ।
অর্থনীতি
গত দুই দশক ধরে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে বেশ কিছু ভারি শিল্প কারখানা গড়ে উঠেছে।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব ছিলেন। আর. পি. সাহা নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন।
- অমৃতলাল সরকার, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব বিপ্লবী অনুশীলন দলের সভ্য।
- প্রতিভা মুৎসুদ্দি, বাংলাদেশের একজন শিক্ষাবিদ ও ভাষা সংগ্রামী। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি ২০০২ সালে একুশে পদক লাভ করেন।
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মির্জাপুর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - মির্জাপুর পরিচিতি