গাজীপুর সদর উপজেলা
গাজীপুর সদর উপজেলা বাংলাদেশের গাজীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।
গাজীপুর সদর | |
---|---|
উপজেলা | |
![]() ![]() গাজীপুর সদর | |
স্থানাঙ্ক: ২৪°০′০″ উত্তর ৯০°২৫′৩০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গাজীপুর জেলা |
আয়তন | |
• মোট | ১৪১.১৯ কিমি২ (৫৪.৫১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ১,৯৪,২৯৭ |
• জনঘনত্ব | ১৪০০/কিমি২ (৩৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৩৩ ৩০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
গাজীপুর জেলা মূলত ঢাকার উত্তর পাশের জেলা। গাজীপুর সদর উপজেলাটি গাজীপুর জেলার সর্ব দক্ষিণের উপজেলা। এ উপজেলার উত্তরে শ্রীপুর উপজেলা, দক্ষিণে গাজীপুর সিটি করপোরেশন, পূর্বে কালীগঞ্জ ও শ্রীপুর উপজেলা এবং পশ্চিমে কালিয়াকৈর উপজেলা অবস্থিত।
ইতিহাস
প্রশাসনিক এলাকা
এই উপজেলাটি ৫টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত।[2] এগুলো হলোঃ
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুসারে গাজীপুর সদর উপজেলার মোট জনসংখ্যা ১,৯৪,২৯৭ জন; যার মধ্যে পুরুষ ১,০১,৬৩৮ জন এবং নারী - ৯২,৬৫৯ জন।
শিক্ষা
এখানকার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলোঃ
- স্কুল ও কলেজ
- রাণী বিলাসমণি সরকারী বালক উচ্চ বিদ্যালয়,
- গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়,
- জয়দেরপুর সরকারি গার্লস স্কুল,
- সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়,
- গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ,
- ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, *গাজীপুর সরকারি মহিলা কলেজ,
- কাজী আজিম উদ্দিন সরকারি কলেজ,
- বিশ্ববিদ্যালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়,
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়,
- ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি,
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- মডেল ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি।
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
- মোঃ আহ্সানউল্লাহ মাস্টার - রাজনীতিবিদ;
- জাহিদ আহসান রাসেল - রাজনীতিবিদ;
- এডভোকেট আ ক ম মোজাম্মেল হক - রাজনীতিবিদ;
- এম এ মান্নান রাজনীতিবিদ;
- তাজউদ্দিন আহমেদ - রাজনীতিবিদ;
- সোহেল তাজ - রাজনীতিবিদ;
- ইকবাল হোসেন সবুজ - রাজনীতিবিদ
দর্শনীয় এবং গুরুত্বপুর্ণ স্থানসমূহ
- বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট,
- বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট,
- ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি,
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট),
- বাংলাদেশ সমরাস্ত্র কারখানা,
- বাংলাদেশ সিকিউরিটি প্রিণ্টিং প্রেস (টাকশাল),
- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী,
- ভাওয়াল রাজবাড়ী,
- দত্তপাড়া জমিদার বাড়ি,
- পুবাইল জমিদারবাড়ী (বর্তমানে পুবাইলের সি এস অফিস),
- কাশিমপুর জমিদার বাড়ি,
- বলধা জমিদার বাড়ি,
- বীজ প্রত্যয়ন এজেন্সী,
- জাতীয় বিশ্ববিদ্যালয়,
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
- মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট,
- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১,২ ও ৩,
- টিএসএস,
- কিশোর ও কিশোরী সংশোধনী প্রতিষ্ঠান,
- রাজেন্দ্রপুর সেনানিবাস,
- ইকো পার্ক,
- ভাওয়াল জাতীয় উদ্যান,
- জিন্দা পার্ক।
- গাজীপুর সাফারি পার্ক।
- প্যাদা টিং টিং রিসোর্ট পালের পাড়া, মীরবহর, চান্দনা চৌরাস্তা, গাজীপুর
বিবিধ
আরও দেখুন
তহ্যসুত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ইউনিয়নসমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.