করিমগঞ্জ উপজেলা

করিমগঞ্জ উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।

করিমগঞ্জ
উপজেলা
করিমগঞ্জ
বাংলাদেশে করিমগঞ্জ উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৭′১৭″ উত্তর ৯০°৫২′৫৩″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
আয়তন
  মোট২০০.৫২ কিমি (৭৭.৪২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট২,৫১,৮২০
  জনঘনত্ব১৩০০/কিমি (৩৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৪৮ ৪২
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

কিশোরগঞ্জ জেলার মোট ১৩ টি উপজেলা আছে। এর মধ্যে করিমগঞ্জ একটি উপজেলা, যার উত্তরে তাড়াইল উপজেলা, দক্ষিণে নিকলী উপজেলা এবং কটিয়াদি উপজেলা, পূর্বে ইটনা উপজেলা ও মিটামইন উপজেলা আর পশ্চিমে কিশোরগঞ্জ সদর উপজেলা

প্রশাসনিক এলাকা

বর্তমানের করিমগঞ্জ উপজেলাটি একটি থানা, যা ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে একটি উপজেলা পরিষদ ও ১১ টি ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়নসমূহ -

  1. কাদিরজঙ্গল ইউনিয়ন
  2. গুজাদিয়া ইউনিয়ন
  3. কিরাটন ইউনিয়ন
  4. বারঘরিয়া ইউনিয়ন
  5. নিয়ামতপুর ইউনিয়ন
  6. দেহুন্দা ইউনিয়ন
  7. সুতারপাড়া ইউনিয়ন
  8. গুনধর ইউনিয়ন
  9. জয়কা ইউনিয়ন
  10. জাফরাবাদ ইউনিয়ন
  11. নোয়াবাদ ইউনিয়ন

ইতিহাস

ঐতিহাসিক ভাবে করিমগঞ্জের জঙ্গলবাড়ি নামটি রয়েছে । এটি ছিল বাংলার বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এখানে রয়েছে একটি প্রাসাদ , একটি শাহি মসজিদ ও একটি দুর্গ (যা ঈশা খাঁর দুর্গ নামে পরিচিত)।

জনসংখ্যার উপাত্ত

শিক্ষা

সরকারী ক‌লেজ
  • ক‌রিমগঞ্জ মহা‌বিদ্যালয়
উচ্চমাধ্য‌মিক শিক্ষা প্র‌তিষ্ঠান
  • কান্দাইল উচ্চ বিদ্যালয়
  • নানশ্রী উচ্চ বিদ্যালয়
  • দেহুন্দা উচ্চ বিদ্যালয় ,
  • গুজা‌দিয়া আব্দুল হে‌কিম মাধ্য‌মিক বিদ্যালয়(প্র‌তিষ্ঠাকাল ১৯৫২),
  • শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নি‌কেতন (প্র‌তিষ্ঠাকাল ২০০৬),
  • ক‌রিমগঞ্জ ব‌য়েজ এন্ড গার্লস স্কুল,
  • জাফরাবাদ উচ্চ বিদ্যালয়,
  • জংগলবাড়ি উচ্চ বিদ্যালয়
  • ন্যায়ামতপুর উচ্চ বিদ্যালয়,
  • আশু‌তিয়াপাড়া উচ্চ বিদ্যালয়
  • বালিয়া উচ্চ বিদ্যালয়
  • চাতল এস.সি উচ্চ বিদ্যালয় (প্র‌তিষ্ঠাকাল ১৯৪০ খ্রিঃ),
  • উরদিঘী উচ্চ বিদ্যালয়,( স্থাপিত: ১৯৯৫)
  • উরদিঘী দাখিল মাদ্রাসা
  • গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
  • পিটুয়া অাদর্শ উচ্চ বিদ্যালয়
  • ভাটিয়া উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠিত ১৯৯৩)

অর্থনীতি

করিমগঞ্জের প্রধান অর্থনীতি হলো কৃষি ও মৎস।

কৃতী ব্যক্তিত্ব

  • ডঃ এম ওসমান গনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর
  • ড. এম ওসমান ফারুক (সাবেক শিক্ষা মন্ত্রী)
  • ড. মিজানুল হক (সাবেক এমপি)
  • মুজিবুল হক চুন্নু (প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)
  • ড. সাইদুজ্জামান (সাবেক অর্থ মন্ত্রী)

বিবিধ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে করিমগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.