করিমগঞ্জ উপজেলা
করিমগঞ্জ উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
করিমগঞ্জ | |
---|---|
উপজেলা | |
![]() ![]() করিমগঞ্জ | |
স্থানাঙ্ক: ২৪°২৭′১৭″ উত্তর ৯০°৫২′৫৩″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ২০০.৫২ কিমি২ (৭৭.৪২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২,৫১,৮২০ |
• জনঘনত্ব | ১৩০০/কিমি২ (৩৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ ৪২ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
কিশোরগঞ্জ জেলার মোট ১৩ টি উপজেলা আছে। এর মধ্যে করিমগঞ্জ একটি উপজেলা, যার উত্তরে তাড়াইল উপজেলা, দক্ষিণে নিকলী উপজেলা এবং কটিয়াদি উপজেলা, পূর্বে ইটনা উপজেলা ও মিটামইন উপজেলা আর পশ্চিমে কিশোরগঞ্জ সদর উপজেলা।
প্রশাসনিক এলাকা
বর্তমানের করিমগঞ্জ উপজেলাটি একটি থানা, যা ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে একটি উপজেলা পরিষদ ও ১১ টি ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়নসমূহ -
- কাদিরজঙ্গল ইউনিয়ন
- গুজাদিয়া ইউনিয়ন
- কিরাটন ইউনিয়ন
- বারঘরিয়া ইউনিয়ন
- নিয়ামতপুর ইউনিয়ন
- দেহুন্দা ইউনিয়ন
- সুতারপাড়া ইউনিয়ন
- গুনধর ইউনিয়ন
- জয়কা ইউনিয়ন
- জাফরাবাদ ইউনিয়ন
- নোয়াবাদ ইউনিয়ন
ইতিহাস
ঐতিহাসিক ভাবে করিমগঞ্জের জঙ্গলবাড়ি নামটি রয়েছে । এটি ছিল বাংলার বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এখানে রয়েছে একটি প্রাসাদ , একটি শাহি মসজিদ ও একটি দুর্গ (যা ঈশা খাঁর দুর্গ নামে পরিচিত)।
জনসংখ্যার উপাত্ত
শিক্ষা
সরকারী কলেজ
- করিমগঞ্জ মহাবিদ্যালয়
উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান
- কান্দাইল উচ্চ বিদ্যালয়
- নানশ্রী উচ্চ বিদ্যালয়
- দেহুন্দা উচ্চ বিদ্যালয় ,
- গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়(প্রতিষ্ঠাকাল ১৯৫২),
- শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নিকেতন (প্রতিষ্ঠাকাল ২০০৬),
- করিমগঞ্জ বয়েজ এন্ড গার্লস স্কুল,
- জাফরাবাদ উচ্চ বিদ্যালয়,
- জংগলবাড়ি উচ্চ বিদ্যালয়
- ন্যায়ামতপুর উচ্চ বিদ্যালয়,
- আশুতিয়াপাড়া উচ্চ বিদ্যালয়
- বালিয়া উচ্চ বিদ্যালয়
- চাতল এস.সি উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠাকাল ১৯৪০ খ্রিঃ),
- উরদিঘী উচ্চ বিদ্যালয়,( স্থাপিত: ১৯৯৫)
- উরদিঘী দাখিল মাদ্রাসা
- গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- পিটুয়া অাদর্শ উচ্চ বিদ্যালয়
- ভাটিয়া উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠিত ১৯৯৩)
অর্থনীতি
করিমগঞ্জের প্রধান অর্থনীতি হলো কৃষি ও মৎস।
কৃতী ব্যক্তিত্ব
- ডঃ এম ওসমান গনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর
- ড. এম ওসমান ফারুক (সাবেক শিক্ষা মন্ত্রী)
- ড. মিজানুল হক (সাবেক এমপি)
- মুজিবুল হক চুন্নু (প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)
- ড. সাইদুজ্জামান (সাবেক অর্থ মন্ত্রী)
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে করিমগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.