টংগিবাড়ী উপজেলা
টংগিবাড়ী উপজেলা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
টংগিবাড়ী | |
---|---|
উপজেলা | |
![]() ![]() টংগিবাড়ী | |
স্থানাঙ্ক: ২৩°২৯′৫৯″ উত্তর ৯০°২৭′৪৪″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সিগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ১৪৯.৮৩ কিমি২ (৫৭.৮৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ১,৯৭,১৭৩ |
• জনঘনত্ব | ১৩০০/কিমি২ (৩৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৫৯ ৯৪ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
এই উপজেলার উত্তরে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলা, পূর্বে মুন্সিগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে পদ্মা নদী এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা এবং পশ্চিমে লোহজং , সিরাজদীখান উপজেলা।
প্রশাসনিক এলাকা
টংগিবাড়ী উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১৩ টি।
ধীপুর, পাঁচগাও, কাঠাদিয়া-শিমুলিয়া, সোনারং-টংগিবাড়ী, বেতকা, আব্দুল্লাপুর, যশলং, কামারখাড়া, দিঘিরপাড়, হাসাইল-বানারী, আউটশাহী, আড়িয়ল, বালিগাঁও
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
শিক্ষা
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
- মোঃ মোশাররফ হোসেন খাঁন - ইংলিশ চ্যানেল পার হওয়া দ্বিতীয় বাংলাদেশী;[2]
- সত্যেন সেন - সাংস্কৃতিক ব্যক্তিত্ব;[3]
- ফখরুদ্দীন আহমদ - সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক।
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে টংগিবাড়ী উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৪ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "প্রখ্যাত ব্যাক্তিত্ব"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৭।
- "সেন, সত্যেন"। বাংলপিডিয়া, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৭।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.