সখিপুর উপজেলা

সখিপুর উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটি প্রশাসনিক এলাকা।

সখিপুর
উপজেলা
সখিপুর
বাংলাদেশে সখিপুর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৯′০″ উত্তর ৯০°১০′৫″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
আয়তন
  মোট৪২৯.৭৮ কিমি (১৬৫.৯৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট২,৭৫,৯৮৬
  জনঘনত্ব৬৪০/কিমি (১৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৩.৪১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৯৫০
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৯৩ ৮৫
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
সখিপুর তালতলা চত্বর

অবস্থান

এই উপজেলার ভৌগলিক স্থানাক ২৪.৩১৬৭° উত্তর ৯০.১৭৫০° পূর্ব / 24.3167; 90.1750। এর উত্তরে ঘাটাইল উপজেলা, দক্ষিণে মির্জাপুর ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, পূর্বে ময়মনসিংহের ভালুকা উপজেলা এবং পশ্চিমে কালিহাতিবাসাইল উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা

সখিপুর উপজেলায় রয়েছে ১টি পৌরসভা এবং ০৮ টি ইউনিয়ন; এগুলো হলোঃ

  1. কাকড়াজান
  2. বহুরিয়া ইউনিয়ন,
  3. কালিয়া,
  4. গজারিয়া,
  5. দাড়িয়াপুর,
  6. বহেড়াতৈল,
  7. যাদবপুর এবং
  8. হাতীবান্ধা[2]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সনের আদমশুমারী তথ্য অনুযায়ী সখিপুর উপজেলার জনতাত্ত্বিক পরিসংখ্যান নিম্নরূপঃ

উপজেলার নামজনসংখ্যাজনসংখ্যা বৃদ্ধির হারজনসংখ্যার ঘনত্বশিক্ষার হারআয়তনতনগরায়নের হার
সখিপুর উপজেলা২৮৮৭১৫১.৩৮৬৩৮৪১.১%৪৩৫.১৯ বর্গ কি.মি১৬.৪৪%

শিক্ষা

এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেঃ

  • সরকারী মুজিব কলেজ
  • সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজ
  • সরকারী মুজিব কলেজ
  • বোয়ালী ডিগ্রি কলেজ
  • হতেয়া মহাবিদ্যালয়
  • বি.এ.এফ. শাহীন স্কুল এন্ড কলেজ
  • নলুয়া বাছেত খানঁ উচ্চ বিদ্যালয়
  • বি সি বাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়
  • সরকারি সখিপুর পি এম পাইলট মডেল হাই স্কুল এন্ড কলেজ
  • সখিপুর পাইলট বালিকাউচ্চ বিদ্যালয়
  • কালিয়াপাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়
  • হতেয়া এইচ এস ইউউচ্চ বিদ্যালয়
  • দাড়িয়াপুর এস এ উচ্চ বিদ্যালয়
  • কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয়
  • জনতা উচ্চ বিদ্যালয়
  • ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়
  • ইছাদিঘী দাখিল মাদ্রাসা
  • বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সখিপুর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "ইউনিয়ন সমূহ"tangail.gov.bd। ২২ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.