মামুদনগর ইউনিয়ন

মামুদনগর ইউনিয়ন হচ্ছে একটি ইউনিয়ন পরিষদ যেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার অন্তর্গত। এটি টাঙ্গাইল শহরের ২৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এর উত্তরে সহবতপুর, দক্ষিণে দৌলতপুর উপজেলা, পূর্বে নাগরপুর, পশ্চিমে মোকনা

মামুদনগর
ইউনিয়ন
মামুদনগর
বাংলাদেশে মামুদনগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২′৫৩″ উত্তর ৮৯°৫৩′২৫″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলানাগরপুর উপজেলা
প্রতিষ্ঠাকাল১৯৮৪
সরকার
  চেয়ারম্যানমোঃ আনোয়ার হোসেন
আয়তন
  মোট৩২.২ কিমি (১২.৪ বর্গমাইল)
উচ্চতা১৪ মিটার (৪৬ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৮,৪১০
  জনঘনত্ব১২০০/কিমি (৩১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৯৩৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

জনসংখ্যাতত্ত্ব

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত আদমশুমারি ২০১১ অনুযায়ী, মামুদনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৮৪১০ জন। এই ইউনিয়নে মোট ঘরসংখ্যা ৯১১২ টি।[1]

শিক্ষা

মামুদনগর ইউনিয়নের গড় সাক্ষরতার হার শতকরা ৩২.৫ ভাগ (পুরুষ-৩৫.৮%, মহিলা-২৯.৬%)।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Tangail Table C-01 : Area, Households, Population, Density by Residence and Community" [টাঙ্গাইল টেবিল সি-০১: আবাসিক এবং সম্প্রদায় অনুযায়ী অঞ্চল, গৃহস্থালী, জনসংখ্যা, ঘনত্ব] (PDF)bbs.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৪-১১-১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-০১
  2. "Tangail Table C-06 : Distribution of Population aged 7 years and above by Literacy, Sex, Residence and Community" [টাঙ্গাইল টেবিল সি-০৬: শিক্ষার হার, লিঙ্গ, বাসস্থান এবং সম্প্রদায় অনুযায়ী ৭ বছর এবং তাঁর উপরের বয়সের জনসংখ্যার সংস্থান] (PDF)bbs.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৪-১১-১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.