নাগবাড়ী ইউনিয়ন
নাগবাড়ী ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত কালিহাতি উপজেলার একটি ইউনিয়ন।[1]
নাগবাড়ী | |
---|---|
ইউনিয়ন | |
![]() ![]() নাগবাড়ী | |
স্থানাঙ্ক: ২৪°২০′৩৩″ উত্তর ৯০°২′৪৮″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
উপজেলা | কালিহাতি উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ভৌগলিক উপাত্ত
নাগবাড়ী ইউনিয়নের মোট আয়তন ৬২১১একর।ঘরবাড়ির সংখ্যা ৭৮৬৬ টি।[2]
জনসংখ্যার উপাত্ত
বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী নাগবাড়ী ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১২৯৪ জন।এদের মধ্যে ১৫১২৩ জন পুরূষ এবং ১৬১৭১জন মহিলা।[3] প্রতি ব:কি: এ ১২৪৫ জন লোক বাস করে।[2]
ইতিহাস
এই ইউনিয়নে শিক্ষা মান অনেক উন্নত বতমানে বিভিন্ন সরকারি বৈসরকারী প্রতিষ্ঠান তৈরীতে মান অনেক বেড়েছে == শিক্ষা == ১.লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ, ২.ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যলয়, ৩.নাগবাড়ি হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়, ৪.আলাউদ্দিন সিদ্দিকী কলেজ, ৫.রতনগন্জ সরকারী উচ্চ বিদ্যালয়
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
এই ইউনিয়নে বিভিন্ন কৃতি ব্যাক্তি জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে ১/ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি (মরহুম আবু সাইদ চৌধুরী) ২/ মহান মুক্তিকামী বঙবীর আব্দুল কাদের সিদ্দিকী ৩/ বাংলাদেশ সরকারের সাবেক মএী (আব্দুল লতিফ সিদ্দিকী
যোগাযোগমাধ্যম
এই ইউনিয়নে থেকে সদর উপজেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। এই ইউনিয়নে অনেক রাস্তাই ভালো উন্নত পাকা সড়ক। এই ইউনিয়নে থেকে দেশের যে কোন জায়গায় সহজেই যাওয়া যায়।
আরও দেখুন
বহিঃসংযোগ
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৩।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (PDF)। ৩ মে ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৩।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (PDF)। ৩ মে ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৩।