কোকডহড়া ইউনিয়ন

কোকডহড়া ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত কালিহাতি উপজেলার একটি ইউনিয়ন।[1][2]

কোকডহড়া
ইউনিয়ন
কোকডহড়া
বাংলাদেশে কোকডহড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২০′৫০″ উত্তর ৯০°০′৫″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাকালিহাতি উপজেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ভৌগলিক উপাত্ত

কোকডহড়া ইউনিয়নের মোট আয়তন ৫১২৬ একর।ঘরবাড়ির সংখ্যা ৭২৭০ টি।[3]

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী কোকডহড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮৭৭০ জন।এদের মধ্যে ১৪০৬০ জন পুরূষ এবং ১৪৭১০ জন মহিলা।[4] প্রতি ব:কি: এ ১৩৮৭ জন লোক বাস করে।[3]

ইতিহাস

এই অঞ্চলে একসময় জমিদার প্রথা চালু ছিল। ঠাকুর পরিবার যেটি পরিচালনা করত।

শিক্ষা

এখানে শতবর্ষ পুরনো কোকডহড়া উচ্চবিদ্যালয় অবস্থিত।

অর্থনীতি

উক্ত অঞ্চলে কৃষি এবং ব্যবসায় মূলত প্রধান পেশা। ধান, পাট সহ অনেক রকমের কৃষি দ্রব্য উৎপাদন হয় এখানে। তাছাড়া তাঁত শিল্পের জন্যও এটি অধিক পরিচিত। বিভিন্ন মৃৎশিল্প পেশার লোকও আছেন এখানে। এই এলাকার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে কোকডহড়া বাজার পরিচিত।

কৃতী ব্যক্তিত্ব

বিবিধ

ঐতিহাসিক জমিদার ঠাকুরবাড়ি অবস্থিত কোকডহড়া ইউনিয়নের বাড্ডা গ্রামে।

আরও দেখুন

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৩
  2. "Kokdahara Union - কোকডহরা ইউনিয়ন"
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (PDF)। ৩ মে ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৩
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (PDF)। ৩ মে ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.