কাকড়াজান ইউনিয়ন

কাকড়াজান ইউনিয়ন টাঙ্গাইল জেলার অন্তর্গত সখিপুর উপজেলার একটি ইউনিয়ন।[1][2]

কাকড়াজান
ইউনিয়ন
কাকড়াজান
বাংলাদেশে কাকড়াজান ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৪′৬″ উত্তর ৯০°৭′৩৬″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাসখিপুর উপজেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ভৌগলিক উপাত্ত

কাকড়াজান ইউনিয়নের মোট আয়তন ১৬৫০৯ একর।ঘরবাড়ির সংখ্যা ৯৬৭৬ টি।[3] গ্রাম সংখ্যা ৩৭।[2]

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী কাকড়াজান ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৬৭২২ জন।[1] প্রতি ব:কি: এ ৫৭৬ জন লোক বাস করে।[3]

যোগাযোগ ব্যবস্থা

সখিপুর উপজেলা হইতে দুরত্ব প্রায়-১০কি.মি।[2]

হাটবাজার

হামিদপুর চৌরাস্তা বাজার,বাঘের বাড়ি বাজার, হামিদপুর আকন্দ বাজার, ইন্দারজানী বাজার, গড়বাড়ী বাজার, পলাশতলী বাজার, মহানন্দপুর ও খুংগারচালা বাজার, বৈলারপুর বাজার, রাজনীতির মোড় শ্রীপুর, মামুদ নগর বাজার,কাকড়াজান(চেয়ারম্যান বাজার),মরিচা বাজার,আলিশা বাজার।[4]

হাসপাতাল

বাঘের বাড়ি সরকারী স্বাস্থ্যকেন্দ্র।

শিক্ষা

হামিদপুর গন উচ্চ বিদ্যালয়, বাঘের বাড়ি কাকড়াজান উচ্চ বিদ্যালয় , মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়, জমশেরনগর ভি,এস,আই উচ্চ বিদ্যালয়, ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়, ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়, মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলবাগ জি.আই দাখিল মাদ্রাসা, দিঘীরচালা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসা, জিতাশ্বরী রশীদিয়া দাখিল মাদ্রাসা , বুড়িচালা (কটামারা) দাখিল মাদ্রাসা,সুরির চালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ,[5]

দর্শনীয় স্থান

পলাশতলী ব্রিজ ও প্রকৃতি , দিঘির চালার ছোট দিঘি ও বড় দিঘি,কাকড়াজান বিল ও সবুজে আচ্ছাদিত গজারী বন।[2]

অর্থনীতি

শাইল সিন্ধু নদীতে মাছ চাষ,কাকড়াজান বিলে মাছ চাষের প্রজেক্ট,মুরগির ফার্ম,লাকড়ী ও কাঠ,সবজি চাষ সহ সব রকমের সবজি ও সল্প পরিসরে ধান চাষ হয় এখানে।

কৃতী ব্যক্তিত্ব

বিবিধ

আরও দেখুন

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. উপজেলা ভিত্তিক ইউনিয়ন তালিকা
  2. এক নজরে কাকড়াজান
  3. http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/Census2011/Dhaka/Tangail/Tangail_C01.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মে ২০১৩ তারিখে | টাঙ্গাইল জেলার তথ্য
  4. হাটবাজারের তালিকা
  5. শিক্ষা প্রতিষ্ঠান
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.