বালিয়াকান্দি উপজেলা
বালিয়াকান্দি বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার অন্তর্গত একটি উপজেলা।
বালিয়াকান্দি | |
---|---|
উপজেলা | |
![]() ![]() বালিয়াকান্দি | |
স্থানাঙ্ক: ২৩°৩৮′ উত্তর ৮৯°৩২′ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | রাজবাড়ী জেলা |
আয়তন | |
• মোট | ২২৫ কিমি২ (৮৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২,০৭,০৮৬ |
• জনঘনত্ব | ৯২০/কিমি২ (২৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪০.০৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৭৩০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৮২ ০৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
বালিয়াকান্দি রাজবড়ী জেলার অন্তর্গত একটি উপজেলা। বালিয়াকান্দির উত্তরে রাজবাড়ীর পাংশা উপজেলা, পশ্চিমে মাগুরার শ্রীপুর উপজেলা, দক্ষিণে ফরিদপুরের মধুখালী উপজেলা এবং পূর্বে রাজবাড়ী সদর উপজেলা ।
প্রশাসনিক এলাকা
ইউনিয়ন সমূহ ৭ টি, জামালপুর, বহরপুর, ইসলামপুর, নবাবপুর, জঙ্গল, নারুয়া, ও বালিয়াকান্দি ।
== ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ: বালিয়াকান্দি সরকারি কলেজ, মীর মোশাররফ হসেন ডিগ্রী কলেজ,জামালপুর ডিগ্রি কলেজ,বহরপুর ডিগ্রি কলেজ ও আরো কিছু কলেজ রয়েছে।
অর্থনীতি
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৭১.৪%, অকৃষি শ্রমিক ২.২৭%, শিল্প ০.৪৮%, ব্যবসা ১১.৯%, পরিবহন ও যোগাযোগ ৩.২%, চাকরি ৪.৬৮%, নির্মাণ ০.৯%, ধর্মীয় সেবা ০.১৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.২৭% এবং অন্যান্য ৪.৭৪%।
প্রধান কৃষি ফসল ধান, পাট, আখ, তৈলবীজ, খয়ের।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি কার্পাস, জাফরান।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, নারিকেল, কলা।
কৃতী ব্যক্তিত্ব
- মীর মোশাররফ হোসেন - সাহিত্যিক।
- ডঃ মোঃ আব্দুল ওহাব - গবেষক
,,,,,পরিচালক ,,,,,,
বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউটের
- কাঙালিনী সুফিয়া
কালজয়ী শিল্পী। বহরপুর,বালিয়াকান্দি।
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বালিয়াকান্দি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।