ডামুড্যা উপজেলা

ডামুড্যা বাংলাদেশের শরিয়তপুর জেলার অন্তর্গত একটি উপজেলা[1][2]

ডামুড্যা
উপজেলা
ডামুড্যা উপজেলা
ডামুড্যা
বাংলাদেশে ডামুড্যা উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৭′৫৫″ উত্তর ৯০°২৬′১৬″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাশরিয়তপুর জেলা
আয়তন
  মোট৯১.৭৬ কিমি (৩৫.৪৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৫)[1]
  মোট১,১৬,৬৪৩
  জনঘনত্ব১৩০০/কিমি (৩৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৮০৪০
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৮৬ ২৫
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

উত্তরে ভেদরগঞ্জ উপজেলা, পূর্বে ভেদরগঞ্জ উপজেলাগোসাইরহাট উপজেলা, দক্ষিণে গোসাইরহাট উপজেলা এবং পশ্চিমে কালকিনী উপজেলা[1][2]

প্রশাসনিক এলাকা

সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ডামুড্যা উপজেলা গঠিত।[1][2]

পৌরসভা
  • ডামুড্যা পৌরসভা
ইউনিয়ন

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ১,১৬,৬৪৩ জন (প্রায়); এর মধ্যে পুরুষ ৫৭,৭১৬ জন (প্রায়) এবং মহিলা ৫৮,৯২৭ জন (প্রায়)।[1]

শিক্ষা প্রতিষ্ঠান

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৪৫ টি
  • রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ১৫ টি
  • কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ০২ টি
  • জুনিয়র উচ্চ বিদ্যালয় ০৩ টি
  • উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা ০৯ টি
  • উচ্চ বিদ্যালয়(বালিকা) ০২ টি
  • দাখিল মাদ্রাসা ০৮টি
  • আলিম মাদ্রাসা ০১ টি
  • ফাজিল মাদ্রাসা ০১ টি
  • কামিল মাদ্রাসা ০১ টি
  • কলেজ (সহপাঠ) ০১টি‌

অর্থনীতি

কৃতী ব্যক্তিত্ব

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ডামুড্যা উপজেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৯ নভেম্বর ২০১৮। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯
  2. "ডামুড্যা উপজেলা"বাংলাপিডিয়া। ২৩ ডিসেম্বর ২০১৪। ৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.