পলাশ উপজেলা

পলাশ বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা

পলাশ
উপজেলা
পলাশ
বাংলাদেশে পলাশ উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৭′০″ উত্তর ৯০°৩৭′৩০″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানরসিংদী জেলা
আয়তন
  মোট৯৪.৪৩ কিমি (৩৬.৪৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট২,১২,৬১২
  জনঘনত্ব২৩০০/কিমি (৫৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৬৮ ৬৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

নরসিংদী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হল পলাশ উপজেলা। ইহা নরসিংদী জেলা শহর হতে ১০ কি:মি: দূরে অবস্থিত। এর মোট আয়তন ৯৪.৪৩ বর্গ কি:মি:। নরসিংদী ও গাজীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে পলাশ উপজেলা অবস্থিত। উত্তরে শিবপুর উপজেলা , পূর্বে শিবপুর উপজেলানরসিংদী সদর উপজেলা , দক্ষিণে নরসিংদী সদর উপজেলা এবং নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা অবস্থিত।

জনসংখ্যার উপাত্ত

মোট লোকসংখ্যা : ২১২৬১২ জন। পুরুষ= ১,০৭,৫১৮ জন ; মহিলা = ১,০৫,০৯৪ জন।

একনজরে পলাশ

উপজেলার আয়তন৯৪.৪৩ বর্গ কি:মি:
ইউনিয়ন সংখ্যা৪ টি
পৌরসভা১ টি
মৌজা সংখ্যা৬১ টি
গ্রাম১০৪ টি
ইউনিয়ন ভূমি অফিস সংখ্যা৪ টি
ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র৪ টি
পৌর ভূমি অফিস সংখ্যা১ টি
হাট-বাজারের সংখ্যা১৪ টি
পুলিশ স্টেশন১ টি
পুলিশ ফাঁড়ি সংখ্যা২ টি
ডাকঘর সংখ্যা১১ টি
টেলিফোন এক্সচেঞ্জ সংখ্যা১ টি
বাণিজ্যিক ব্যাংক১৯ টি
মসজিদ৪০৭ টি
মন্দির২৭ টি
খাদ্য গুদাম৮ টি
সিনেমা হল২ টি
ডাক বাংলো১ টি
ক্লাব৩২ টি

অর্থনীতি

অর্থনীতিতে পলাশ গুরুত্বপূর্ণ অবদান রাখে।ঘোড়াশাল সার কারখানা, জনতা জুট মিল, প্রান কোম্পানী এবং দেশবন্ধু সুগার মিলসহ অনেক শিল্প কারখানা আছে পলাশে।

দর্শনীয় স্থান

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে পলাশ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.