পলাশ উপজেলা
পলাশ বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা।
পলাশ | |
---|---|
উপজেলা | |
![]() ![]() পলাশ | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′০″ উত্তর ৯০°৩৭′৩০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নরসিংদী জেলা |
আয়তন | |
• মোট | ৯৪.৪৩ কিমি২ (৩৬.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২,১২,৬১২ |
• জনঘনত্ব | ২৩০০/কিমি২ (৫৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৬৮ ৬৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
নরসিংদী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হল পলাশ উপজেলা। ইহা নরসিংদী জেলা শহর হতে ১০ কি:মি: দূরে অবস্থিত। এর মোট আয়তন ৯৪.৪৩ বর্গ কি:মি:। নরসিংদী ও গাজীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে পলাশ উপজেলা অবস্থিত। উত্তরে শিবপুর উপজেলা , পূর্বে শিবপুর উপজেলা ও নরসিংদী সদর উপজেলা , দক্ষিণে নরসিংদী সদর উপজেলা এবং নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
মোট লোকসংখ্যা : ২১২৬১২ জন। পুরুষ= ১,০৭,৫১৮ জন ; মহিলা = ১,০৫,০৯৪ জন।
একনজরে পলাশ
উপজেলার আয়তন | ৯৪.৪৩ বর্গ কি:মি: |
ইউনিয়ন সংখ্যা | ৪ টি |
পৌরসভা | ১ টি |
মৌজা সংখ্যা | ৬১ টি |
গ্রাম | ১০৪ টি |
ইউনিয়ন ভূমি অফিস সংখ্যা | ৪ টি |
ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র | ৪ টি |
পৌর ভূমি অফিস সংখ্যা | ১ টি |
হাট-বাজারের সংখ্যা | ১৪ টি |
পুলিশ স্টেশন | ১ টি |
পুলিশ ফাঁড়ি সংখ্যা | ২ টি |
ডাকঘর সংখ্যা | ১১ টি |
টেলিফোন এক্সচেঞ্জ সংখ্যা | ১ টি |
বাণিজ্যিক ব্যাংক | ১৯ টি |
মসজিদ | ৪০৭ টি |
মন্দির | ২৭ টি |
খাদ্য গুদাম | ৮ টি |
সিনেমা হল | ২ টি |
ডাক বাংলো | ১ টি |
ক্লাব | ৩২ টি |
অর্থনীতি
অর্থনীতিতে পলাশ গুরুত্বপূর্ণ অবদান রাখে।ঘোড়াশাল সার কারখানা, জনতা জুট মিল, প্রান কোম্পানী এবং দেশবন্ধু সুগার মিলসহ অনেক শিল্প কারখানা আছে পলাশে।
দর্শনীয় স্থান
- লক্ষণ সাহার জমিদার বাড়ি
- মনু মিয়ার জমিদার বাড়ি (ঘোড়াশাল জমিদার বাড়ি)
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে পলাশ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.