বন্দর উপজেলা

বন্দর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

বন্দর
উপজেলা
বন্দর
বাংলাদেশে বন্দর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৮′ উত্তর ৯০°৩০′ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানারায়ণগঞ্জ জেলা
আয়তন
  মোট৫৪.৩৯ কিমি (২১.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট৩,১২,৮৪১
  জনঘনত্ব৫৮০০/কিমি (১৫০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৮.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৬৭ ০৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

উপজেলার অবস্থান ২৩°৩৫′৩৫″ উত্তর ০৯০°৩১′১৩″ পূর্ব। এ উপজেলার পূর্ব ও উত্তরে সোনারগাঁও উপজেলা, পশ্চিমে শীতলক্ষ্যা নদী ও নারায়ণগঞ্জ সদর উপজেলাএবং দক্ষিণে ধলেশ্বরী নদী ও মুন্সিগঞ্জ সদর উপজেলা

প্রশাসনিক এলাকা

বন্দর উপজেলা ও শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের সদর থানা কে নিয়ে নারায়ণ গঞ্জ-৫ সংসদীয় আসন গঠিত। এছাড়া ভুতপূর্ব কদমরসুল পৌরসভা ও শীতলক্ষ্যা নদীর অন্য পাড়ের সদর থানা কে একত্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের পর একবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান রয়েছেন। পুলিশ স্টেশন, ফাঁড়ী ও একটি জল পুলিশ ফাঁড়ী রয়েছে।

ইউনিয়ন সমূহ

০১ কলাগাছিয়া ইউনিয়ন
০২ বন্দর ইউনিয়ন
০৩ মুছাপুর ইউনিয়ন, বন্দর
০৪ ধামগড় ইউনিয়ন
০৫ মদনপুর ইউনিয়ন, বন্দর

ইতিহাস

চিত্তাকর্ষক স্থান :

  • সোনাকান্দা কেল্লা বা "দূর্গ"
  • ত্রিবেণী খাল
  • ত্রিবেণী মুঘল সেতু
  • সোনাকান্দা হাট
  • বাবা সালেহ মসজিদ বা, "বন্দর শাহী মসজিদ"
  • হাজী বাবা সালেহ মসজিদ
  • বাবা সালেহ (রা) সমাধি
  • শাহী মসজিদ পুকুর বা, "গায়েবানা পুকুর"
  • খাদেম হজরত মোজাফ্ফর হোসেইন চিশতী (রহ.) সমাধি
  • ব্রিটিশ ঔপনিবেশিক কুঠি-বাড়ি
  • শীতলক্ষ্যা নদী
  • কত্রাভু লবন গোলার অবশিষ্ট্যাংশ
  • কাঠ গোলাপ স্থান
  • কদম রসূল দরগাহ
  • কদম রসূল দরগাহ মসজিদ বা, দরগাহ বাড়ি মসজিদ
  • মহানবী হযরত মুহাম্মদ (সা) এর পাথর সংরক্ষিত ঘর
  • হজরত সৈয়্যদ বোরহান উদ্দীন (রহ) সমাধি
  • খাদেম হাজী নূর মোহাম্মদ ও তার সহধর্মিনীর সমাধি
  • মুঘল সেনাপতি মীর্যা নাথান ও তার পিতার সমাধি
  • ঔপনিবেশিক স্থাপনা - বড়বাড়ি মসজিদ
  • ঔপনিবেশিক স্থাপনা - ঈদগাহ
  • ঔপনিবেশিক স্থাপনা -সরদার বাড়ি
  • ঔপনিবেশিক স্থাপনা -চৌধুরী বাড়ি
  • ঔপনিবেশিক স্থাপনা -চেয়ারম্যান বাড়ি
  • ঔপনিবেশিক স্থাপনা -কাজী বাড়ি, কাজী বাড়ি দীঘি ও ঘাট
  • ক্বিয়ামুদ্দি শাহ (রহ) সমাধি ও দরবার শরীফ

শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পৃথক বালক/বালিকা উচ্চবিদ্যালয়, সমন্বিত মাদ্রাসা, প্রাথমিক ও প্রাক-প্রাথমিক বিদ্যালয় এবং একটি মহিলা কলেজ। নাবিকদের জন্য একটি সরকারী মেরিন টেকনোলজী ইন্সটীউট ও একটি বেসরকারী মেরিন একাডেমী রয়েছে যা কারিগরী বোর্ডের অধীন।

উল্ল্যেখযোগ্য বিদ্যালয়ঃ

ঢাকেশ্বরী মিলস হাই স্কুল এন্ড কলেজ

  • সোনাকান্দা উচ্চ বিদ্যালয় 
  • মেরিন ডিজেল এন্ড টেকনোলজী ইনস্টিটিউট
  • বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ
  • বন্দর মহিলা কলেজ
  • বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ
  • ৪৯ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • বন্দর শিশু নিকেতন (কিন্ডারগার্টেন)
  • হাজী আলমচান উচ্চ বিদ্যালয় ও কলেজ
  • বুরুন্দী প্রাথমিক বিদ্যালয়
  • গিয়াসউদ্দিন প্রাক-প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন)
  • লাইসিয়াম উচ্চ বিদ্যালয়
  • নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়
  • সরকারী কদম রসুল কলেজ
  • ফরাজীকান্দা প্রাথমিক বিদ্যালয়
  • ৫০নং সোনাকান্দা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল, শাহীমসজিদবাড়ী, বন্দর।
  • সাধারন পাঠাগার, শাহীমসজিদবাড়ী, বন্দর।
  • ২৮ নং আদমপুর সরকারি প্রথমিক বিদ্যালয়
  • আলী নগর সরকারি প্রথমিক বিদ্যালয়

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বন্দর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.