রূপগঞ্জ উপজেলা

রূপগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

রূপগঞ্জ
উপজেলা
রূপগঞ্জ
বাংলাদেশে রূপগঞ্জ উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৭′৫২″ উত্তর ৯০°৩১′৫″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানারায়ণগঞ্জ জেলা
আয়তন
  মোট২৩৪.৭৬ কিমি (৯০.৬৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট৪,০৩,৬২৯
  জনঘনত্ব১৭০০/কিমি (৪৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৬৭ ৬৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

রূপগঞ্জ উপজেলার অবস্থান ২৩.৭৯৩১° উত্তর ৯০.৫১৬৭° পূর্ব / 23.7931; 90.5167। রাজধানী ঢাকার পূর্ব সীমানায় শীতলক্ষ্যার নদীর তীরে গড়ে উঠা জনপদ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা। ভৌগোলিক ভাবে এ উপজেলার উত্তরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও নরসিংদী জেলার পলাশ উপজেলা, পশ্চিমে রাজধানী ঢাকার ডেমরা, সবুজবাগ ও গুলশান থানা, দক্ষিণে সোনারগাঁও উপজেলা ও পূর্বে আড়াইহাজার উপজেলাসোনারগাঁও উপজেলা। আয়তন প্রায় ১৭৬ বর্গকিলোমিটার বা ৬৮.০২ বর্গমাইল।

ইতিহাস

রূপগঞ্জ নামের সঠিক ইতিহাস পাওয়া যায় না। অনুসন্ধানে ভিন্নি ভিন্ন মত পাওয়া গেছে। কথিত আছে রূপবাবু নামে এ এলাকায় একজন প্রভাবশালী জমিদার ছিলেন যার নামানুসারে রূপগঞ্জের নামকরণ করা হয়েছে।

এলাকা সংক্রান্ত তথ্য

আয়তন২৩৪.৭৬ বর্গ কিলোমিটার।
ইউনিয়নের সংখ্যা০৭ টি
পৌরসভার সংখ্যা০২টি
গ্রামের সংখ্যা২২২টি
মৌজার সংখ্যা১৪৫টি
মোট ভূমির পরিমান২,৭৫,৩৩৩ একর
ভোটার সংখ্যা২,৭৪,৭০৭ জন

পুরুষ-১,৩৮,২০৯জন

মহিলা-১,৩৬,৪৯৮ জন

ইউনিয়ন সংখ্যা

  1. ভোলাব ইউনিয়ন
  2. মুড়াপাড়া ইউনিয়ন
  3. ভুলতা ইউনিয়ন
  4. গোলাকান্দাইল ইউনিয়ন
  5. দাউদপুর ইউনিয়ন
  6. রূপগঞ্জ ইউনিয়ন
  7. কায়েতপাড়া ইউনিয়ন
  8. কাঞ্চন পৌরসভা
  9. তারাবো পৌরসভা

উপজেলার দর্শনীয় স্থান

  1. রাসেল পার্ক রূপগঞ্জ
  2. জিন্দা পার্ক
  3. মুড়াপাড়া রাজবাড়ি
  4. চারিতালুক, পাল বাড়ী
  5. সুবর্ণগ্রাম

জনসংখ্যা বিষয়ক তথ্য

জনসংখ্যা৪,০৩,৬২৯ জন
পুরুষ২,১৫,০১৯ জন
মহিলা১,৮৮,৬১০ জন
খানার সংখ্যা৮১,৭৬৪
পরিবার প্রতি গড় লোকসংখ্যা৪.৯৪ জন
জনসংখ্যার ঘনত্ব২,২৯১ জন
পুরুষ ও নারীর অনুপাত১১৪:১০০
মোট ভোটার২,৭৪,৭০৭ জন
পুরুষ ভোটার১,৩৮,২০৯জন
মহিলা ভোটার১,৩৬,৪৯৮ জন

যোগাযোগ

পাকা রাস্তা১৩৮ কি.মি
আধা পাকা রাস্তা৪৪ কি.মি
কাচা রাস্তা৪১৯ কি.মি
নদী পথ৪৫ কি.মি
মোট রাস্তা সংখ্যা৩৫৯ টি
মোট ব্রীজ ও কালর্ভাট১৪১টি

শিক্ষা

শিক্ষার হার৯৮%
সরকারী প্রাথমিক বিদ্যালয়৮২টি
মাধ্যমিক বিদ্যালয়২৭টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়০২টি
মহাবিদ্যালয়০৩টি
দাখিল মাদ্রাসা০৮টি
আলীম মাদ্রাসা০৪টি
ফাজিল মাদ্রাসা০৭টি
এবতেদায়ী মাদ্রাসা২৮টি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.