পাংশা উপজেলা
পাংশা বাংলাদেশের রাজবাড়ী জেলার অন্তর্গত একটি উপজেলা।
পাংশা | |
---|---|
উপজেলা | |
![]() ![]() পাংশা | |
স্থানাঙ্ক: ২৩°৪৭′১৬″ উত্তর ৮৯°২৫′৩″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | রাজবাড়ী জেলা |
আয়তন | |
• মোট | ২৫১.৩৭ কিমি২ (৯৭.০৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২,৪১,০৬৭ |
• জনঘনত্ব | ৯৬০/কিমি২ (২৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪০.০১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৭২০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৮২ ৭৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
উত্তরে পাবনা জেলার সুজানগর উপজেলা, পূর্বে কালুখালী উপজেলা, দক্ষিণে বালিয়াকান্দি উপজেলা এবং পশ্চিমে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা।
প্রশাসনিক এলাকা
পাংশা উপজেলায় ১০ টি ইউনিয়ন। এগুলো হলো:
- হাবাসপুর
- বাহাদুরপুর
- যশাই
- বাবুপাড়া
- মাছপাড়া
- কলিমহর
- সরিষা
- কসবামাজাইল
- মৌরাট
- পাট্টা
ইতিহাস
কসবামাজাইল ইউনিয়ন একটি জনবহুল এলাকা।মেজর জেনারেল এস এম মতিউর রহমান। এখানে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। বর্তমানে তিনি সেনাবাহিনীর জিওসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
জনসংখ্যার উপাত্ত
শিক্ষা
উপজেলায় প্রতিষ্ঠিত এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ।
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
- মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, (১৮৮৮ - ১৫ ডিসেম্বর ১৯৪০) - প্রখ্যাত সাহিত্যিক;
- কাজী মোতাহার হোসেন (৩০ জুলাই, ১৮৯৭ - ৯ অক্টোবর, ১৯৮১) একজন বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- মোহাম্মদ আবু হেনা - বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার;
বিবিধ
চিত্রশালা
- পাংশা সরকারি কলেজ ক্যাম্পাস।।
- পাংশা উপজেলা কমপ্লেক্স ভবন।
- পাংশা উপজেলায় অবস্থিত স্বাধীনতা শহিদদের ভাস্কর্য।
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে পাংশা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
পাট্টা ইউনিয়ন
- বাংলাপিডিয়ায় পাংশা উপজেলা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- পাংশা উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.