ইটনা উপজেলা

ইটনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

ইটনা
উপজেলা
ইটনা
বাংলাদেশে ইটনা উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩১′৪৩″ উত্তর ৯১°৫′১″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
আয়তন
  মোট৫০৩ কিমি (১৯৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ [1])
  মোট১,৪৮,০৪০
সাক্ষরতার হার
  মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৪৮ ৩৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাটির আয়তন ৪০১.৯৪বর্গ কি.মি.যার উত্তরে মদন উপজেলাখালিয়াজুড়ি উপজেলা, দক্ষিণে মিঠামইন উপজেলা এবং করিমগঞ্জ উপজেলা; পূর্বে আজমিরীগঞ্জ উপজেলাশাল্লা উপজেলা আর পশ্চিমে তাড়াইল উপজেলাকরিমগঞ্জ উপজেলা

প্রশাসনিক এলাকা

এই উপজেলার ইউনিয়ন সমূহ -

  1. রায়টুটি
  2. ধনপুর
  3. মৃগা
  4. ইটনা
  5. বড়িবাড়ী
  6. বাদলা
  7. এলংজুড়ি
  8. জয়সিদ্ধি
  9. চৌগাংগা[2]

ইতিহাস

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যাঃ ১৩২৯৪৮; পুরুষ ৫২.১৪%, মহিলা ৪৭.৮৬%; মুসলিম ৮০%, হিন্দু ১৮%, বৌদ্ধ০.১২%, খ্রীষ্টান০.১২%;অন্যান্য ১.৭৬%।

শিক্ষা

শিক্ষার জন্য রয়েছে স্কুল,কলেজ। প্রায় ৬৫% মানুষ শিক্ষিত। [1]

কলেজ ১টি, উচ্চ বিদ্যালয় ৮টি, মাদ্রাসা ২১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৪টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০টি।

গড় সাক্ষরতা ২১.৫%; পুরুষ ২২.১%, মহিলা ২০.৭%।

অর্থনীতি

কৃতী ব্যক্তিত্ব

  • আনন্দ মোহন বসু
  • গুরু দয়াল সরকার
  • শহীদ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা
  • শহীদ ওমর ফারুক, মুক্তিযোদ্ধা।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে ইটনা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "ইউনিয়ন সমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.