ইটনা উপজেলা
ইটনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
ইটনা | |
---|---|
উপজেলা | |
![]() ![]() ইটনা | |
স্থানাঙ্ক: ২৪°৩১′৪৩″ উত্তর ৯১°৫′১″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ৫০৩ কিমি২ (১৯৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ [1]) | |
• মোট | ১,৪৮,০৪০ |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ ৩৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাটির আয়তন ৪০১.৯৪বর্গ কি.মি.যার উত্তরে মদন উপজেলা ও খালিয়াজুড়ি উপজেলা, দক্ষিণে মিঠামইন উপজেলা এবং করিমগঞ্জ উপজেলা; পূর্বে আজমিরীগঞ্জ উপজেলা ও শাল্লা উপজেলা আর পশ্চিমে তাড়াইল উপজেলা ও করিমগঞ্জ উপজেলা।
প্রশাসনিক এলাকা
এই উপজেলার ইউনিয়ন সমূহ -
- রায়টুটি
- ধনপুর
- মৃগা
- ইটনা
- বড়িবাড়ী
- বাদলা
- এলংজুড়ি
- জয়সিদ্ধি
- চৌগাংগা[2]
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
জনসংখ্যাঃ ১৩২৯৪৮; পুরুষ ৫২.১৪%, মহিলা ৪৭.৮৬%; মুসলিম ৮০%, হিন্দু ১৮%, বৌদ্ধ০.১২%, খ্রীষ্টান০.১২%;অন্যান্য ১.৭৬%।
শিক্ষা
শিক্ষার জন্য রয়েছে স্কুল,কলেজ। প্রায় ৬৫% মানুষ শিক্ষিত। [1]
কলেজ ১টি, উচ্চ বিদ্যালয় ৮টি, মাদ্রাসা ২১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৪টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০টি।
গড় সাক্ষরতা ২১.৫%; পুরুষ ২২.১%, মহিলা ২০.৭%।
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
- আনন্দ মোহন বসু
- গুরু দয়াল সরকার
- শহীদ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা
- শহীদ ওমর ফারুক, মুক্তিযোদ্ধা।
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে ইটনা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "ইউনিয়ন সমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.