কাশিয়ানী উপজেলা
কাশিয়ানী বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
কাশিয়ানী | |
---|---|
উপজেলা | |
![]() ![]() কাশিয়ানী | |
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৮৯°৪২′৯″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ২৯৯.৬৪ কিমি২ (১১৫.৬৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২,০৭,৬১৫ |
• জনঘনত্ব | ৬৯০/কিমি২ (১৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৮১৩০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৩৫ ৪৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
কাশিয়ানী উপজেলা ৩০০১৪' উত্তর অক্ষাংশ এবং ৮৯০১২' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। কাশিয়ানী উপজেলার উত্তরে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা, পশ্চিমে আলফাডাংগা, পূর্বে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এবং দক্ষিণে গোপালগঞ্জ সদর উপজেলা । মধুমতি ও বারাশিয়া নদী কাশিয়ানীকে অন্য উপজেলা হতে পৃথক করেছে ।
প্রশাসনিক এলাকা
কাশিয়ানী উফজেলায় মোট ১৪ ইউনিয়ন ও ১৫৩ টি মৌজা আছে।
ইতিহাস
এককালের একটি বিখ্যাত গ্রাম৷ এখন গোপালগঞ্জ জেলার একটি উপজেলা৷ এটি ৩০°১৪' উত্তর অক্ষাংশ এবং ৮৯°১২' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত৷ কাশিয়ানী-ভাটিয়াপাড়া রেলপথ এই উপজেলার যোগাযোগের একটি বড় মাধ্যম৷ মধুমতি নদী এবং বারাশিয়া নদীও এই উপজেলার মুখ্য নৌপথ৷ নওয়াব আলীবর্দি খাঁর আমলে এই গ্রামের জমিদার ছিলেন বাবু দর্পনারায়ণ সেন৷ নিজ গ্রামে তিনি স্থাপন করেছিলেন কাশীনাথ দেবের ৫টি মূর্তি সহ ৫টি সুদৃশ্য মন্দির৷ কাশীনাথ দেবের নামানুসারে দর্পনারায়ণ সেনের গ্রামটির নাম হয়ে যায় কাশিয়ানী৷ অন্যমতে শোনা যায় যে, এ অঞ্চলে পূর্বে প্রচুর কাশফুল হতো, এজন্য এ উপজেলার নাম হযেছে কাশিয়ানী৷ ভটিয়াপাড়া ও ফুকরা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, ওড়াকান্দি ঠাকুরবাড়ী সমধিক পরিচিত তীর্থস্থান৷ ১৯০৮ সালে মুকসুদপুরকে ভেঙ্গে কাশিয়ানী একটি সতন্ত্র থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়৷ ১৯৮৩ সালে কাশিয়ানী মানউনি্নত থানায় রম্নপান্তরিত হয়৷
জনসংখ্যার উপাত্ত
জনসংখ্যা ২,২৮,৬৪৭ জন। ঘনত্ব- ৭৬২ জন (প্রতি ব:কি:মি:)৷
শিক্ষা প্রতিষ্ঠান
° সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যাল, সাজাইল, কাশিয়ানী, গোপালগঞ্জ- ১৯২৯।
- পিংগলিয়া সিদ্দিকিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা
(কাশিয়ানি গোপালগঞ্জ)
- বাথান ডাঙ্গা উচ্চ বিদ্যালয়
(বাথান ডাঙ্গা বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ)
- গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা(গোয়ালগ্রাম, কাশিয়ানী, গোপালগঞ্জ)
- জয়নগর ইয়ার আলী খাঁন ডিগ্রি কলেজ(জয়নগর বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ)
- জয়নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়(জয়নগর বাজার,কাশিয়ানী,গোপালগ)
- জয়নগর বালিকা বিন্যালয়(জয়নগর বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ)
- জয়নগর এম ইউ সিনিয়র মাদ্রাসা(জয়নগর বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ)
- ফুকরা মদনমোহন একাডেমী।
- কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়।
- রামদিয়া সরকারি এস কে কলেজ।
- এম এ খালেক কলেজ, কাশিয়ানী।
- ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, ভাটিয়াপাড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ। স্থাপিতঃ ১৯৬১ সাল
- এম. এ. খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জ।
নদনদী
কাশিয়ানী উপজেলায় দুটি নদী আছে। সেগুলো হচ্ছে মধুমতি নদী এবং চন্দনা-বারাশিয়া নদী।[2][3]
কৃতী ব্যক্তিত্ব
- হরিচাঁদ ঠাকুর, মতুয়া ধর্মের প্রবর্তক
- কাজী হায়াৎ পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক এবং অভিনেতা[4]
- ফিরোজা বেগম প্রখ্যাত নজরুল শিল্পী।
- রকিবুল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক
- হানিফ মাহমুদ : কাশিয়ানীর প্রথম সংবাদপত্র ‘কাশিয়ানী বার্তা’র প্রকাশক ও সম্পাদক।
- সুফী আব্দুস সাত্তার: প্রতিষ্ঠাতা গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা।
- গুরুচাঁদ ঠাকুর, নমঃ শুদ্র জাতির জনক
- মোঃ ফায়েকুজ্জামান। সাংবাদিক ও সমাজসেবক।
- জয়া আহসান - মডেল ও অভিনেত্রী
বিবিধ
- নির্বাচনী এলাকা- ২১৫ গোপালগঞ্জ- ১, ২১৬ গোপালগঞ্জ-২
- ইউনিয়ন - ১৪টি৷
- মৌজা-১৫৩ টি৷
- সরকারি হাসপাতাল- ১টি৷
- স্বাস্থ্যকেন্দ্র/ক্লিনিক- ০৯টি৷
- পোস্ট অফিস- ১৩টি৷
- নদ-নদী- ০৩টি৷
- হাটবাজার- ১৭টি৷
- ব্যাংক- ০৮টি৷
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কাশিয়ানী"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৪ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯৮, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৬। আইএসবিএন 984-70120-0436-4।
- http://www.bmdb.com.bd/person/26/