কাশিয়ানী উপজেলা

কাশিয়ানী বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

কাশিয়ানী
উপজেলা
কাশিয়ানী
বাংলাদেশে কাশিয়ানী উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৮৯°৪২′৯″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
আয়তন
  মোট২৯৯.৬৪ কিমি (১১৫.৬৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট২,০৭,৬১৫
  জনঘনত্ব৬৯০/কিমি (১৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৮১৩০
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৩৫ ৪৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

কাশিয়ানী উপজেলা ৩০১৪' উত্তর অক্ষাংশ এবং  ৮৯১২' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। কাশিয়ানী উপজেলার উত্তরে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা, পশ্চিমে আলফাডাংগা, পূর্বে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এবং দক্ষিণে গোপালগঞ্জ সদর উপজেলা ।  মধুমতি ও  বারাশিয়া নদী কাশিয়ানীকে অন্য উপজেলা হতে পৃথক করেছে ।

প্রশাসনিক এলাকা

কাশিয়ানী উফজেলায় মোট ১৪ ইউনিয়ন ও ১৫৩ টি মৌজা আছে।

ইতিহাস

এককালের একটি বিখ্যাত গ্রাম৷ এখন গোপালগঞ্জ জেলার একটি উপজেলা৷ এটি ৩০°১৪' উত্তর অক্ষাংশ এবং ৮৯°১২' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত৷ কাশিয়ানী-ভাটিয়াপাড়া রেলপথ এই উপজেলার যোগাযোগের একটি বড় মাধ্যম৷ মধুমতি নদী এবং বারাশিয়া নদীও এই উপজেলার মুখ্য নৌপথ৷ নওয়াব আলীবর্দি খাঁর আমলে এই গ্রামের জমিদার ছিলেন বাবু দর্পনারায়ণ সেন৷ নিজ গ্রামে তিনি স্থাপন করেছিলেন কাশীনাথ দেবের ৫টি মূর্তি সহ ৫টি সুদৃশ্য মন্দির৷ কাশীনাথ দেবের নামানুসারে দর্পনারায়ণ সেনের গ্রামটির নাম হয়ে যায় কাশিয়ানী৷ অন্যমতে শোনা যায় যে, এ অঞ্চলে পূর্বে প্রচুর কাশফুল হতো, এজন্য এ উপজেলার নাম হযেছে কাশিয়ানী৷ ভটিয়াপাড়া ও ফুকরা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, ওড়াকান্দি ঠাকুরবাড়ী সমধিক পরিচিত তীর্থস্থান৷ ১৯০৮ সালে মুকসুদপুরকে ভেঙ্গে কাশিয়ানী একটি সতন্ত্র থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়৷ ১৯৮৩ সালে কাশিয়ানী মানউনি্নত থানায় রম্নপান্তরিত হয়৷

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যা ২,২৮,৬৪৭ জন। ঘনত্ব- ৭৬২ জন (প্রতি ব:কি:মি:)৷

শিক্ষা প্রতিষ্ঠান

° সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যাল, সাজাইল, কাশিয়ানী, গোপালগঞ্জ- ১৯২৯।

  • পিংগলিয়া সিদ্দিকিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা

(কাশিয়ানি গোপালগঞ্জ)

  • বাথান ডাঙ্গা উচ্চ বিদ্যালয়

(বাথান ডাঙ্গা বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ)

  • গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা(গোয়ালগ্রাম, কাশিয়ানী, গোপালগঞ্জ)
  • জয়নগর ইয়ার আলী খাঁন ডিগ্রি কলেজ(জয়নগর বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ)
  • জয়নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়(জয়নগর বাজার,কাশিয়ানী,গোপালগ)
  • জয়নগর বালিকা বিন্যালয়(জয়নগর বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ)
  • জয়নগর এম ইউ সিনিয়র মাদ্রাসা(জয়নগর বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ)
  • ফুকরা মদনমোহন একাডেমী।
  • কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়।
  • রামদিয়া সরকারি এস কে কলেজ।
  • এম এ খালেক কলেজ, কাশিয়ানী।
  • ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, ভাটিয়াপাড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ। স্থাপিতঃ ১৯৬১ সাল
  • এম. এ. খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জ।

নদনদী

কাশিয়ানী উপজেলায় দুটি নদী আছে। সেগুলো হচ্ছে মধুমতি নদী এবং চন্দনা-বারাশিয়া নদী[2][3]

কৃতী ব্যক্তিত্ব

  1. হরিচাঁদ ঠাকুর, মতুয়া ধর্মের প্রবর্তক
  2. কাজী হায়াৎ পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক এবং অভিনেতা[4]
  3. ফিরোজা বেগম প্রখ্যাত নজরুল শিল্পী।
  4. রকিবুল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক
  5. হানিফ মাহমুদ : কাশিয়ানীর প্রথম সংবাদপত্র ‘কাশিয়ানী বার্তা’র প্রকাশক ও সম্পাদক।
  6. সুফী আব্দুস সাত্তার: প্রতিষ্ঠাতা গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা।
  7. গুরুচাঁদ ঠাকুর, নমঃ শুদ্র জাতির জনক
  8. মোঃ ফায়েকুজ্জামান। সাংবাদিক ও সমাজসেবক।
  9. জয়া আহসান - মডেল ও অভিনেত্রী

বিবিধ

  • নির্বাচনী এলাকা- ২১৫ গোপালগঞ্জ- ১, ২১৬ গোপালগঞ্জ-২
  • ইউনিয়ন - ১৪টি৷
  • মৌজা-১৫৩ টি৷
  • সরকারি হাসপাতাল- ১টি৷
  • স্বাস্থ্যকেন্দ্র/ক্লিনিক- ০৯টি৷
  • পোস্ট অফিস- ১৩টি৷
  • নদ-নদী- ০৩টি৷
  • হাটবাজার- ১৭টি৷
  • ব্যাংক- ০৮টি৷

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কাশিয়ানী"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৪ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯৮, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৬। আইএসবিএন 984-70120-0436-4।
  4. http://www.bmdb.com.bd/person/26/

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.