কুলিয়ারচর উপজেলা
কুলিয়ারচর উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
কুলিয়ারচর | |
---|---|
উপজেলা | |
![]() ![]() কুলিয়ারচর | |
স্থানাঙ্ক: ২৪°৭′ উত্তর ৯০°৫২′ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ১০৪.০১ কিমি২ (৪০.১৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ১,৬৫,০৬০ |
• জনঘনত্ব | ১৬০০/কিমি২ (৪১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ ৫৪ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
এর উত্তরে বাজিতপুর উপজেলা, দক্ষিণে বেলাবো এবং ভৈরব উপজেলা; পূর্বে ভৈরব এবং বাজিতপুর উপজেলা ও পশ্চিমে কটিয়াদি এবং বেলাবো উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়ন রয়েছে; এগুলো হলোঃ
- উছমানপুর ইউনিয়ন,
- রামদী ইউনিয়ন,
- গোবরীয়াআব্দুল্লাহপুর ইউনিয়ন,
- সালুয়া ইউনিয়ন,
- ছয়সূতি ইউনিয়ন,
- ফরিদপুর ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
- ত্রৈলোক্যনাথ চক্রবর্তী - ব্রিটিশ বিরোধী নেতা।
- এ,এফ,এম নূরুল্লাহ (খান সাহেব)-বৃটিশ বিরোধী নেতা ও সাবেক পার্লামেন্ট সেক্রেটারী।
- ড.হামিদ উদ্দিন খাঁন।
- কর্নেল সাফায়েত জামিল(বীরউত্তম)।
- খান বাহাদুর আজহার আলী।
- ড.নূরুল মোমেন।
- মাহফুজ ছোবহান(সাবেক সচিব)।
- এ,এইচ ছায়েদুল্লাহ্-মুসলমানদের মধ্যে প্রথম বি,এ পাশ।
- হাছান আলী পি,টি।
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কুলিয়ারচর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.