বেলাবো উপজেলা

বেলাবো বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা

বেলাবো
উপজেলা
বেলাবো
বাংলাদেশে বেলাবো উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫′২১″ উত্তর ৯০°৫০′৪৫″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানরসিংদী জেলা
আয়তন
  মোট১১৬.৩১ কিমি (৪৪.৯১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১,৯০,০৮৬
  জনঘনত্ব১৬০০/কিমি (৪২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৬৮ ০৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ভৌগোলিক সীমানা

এই উপজেলার উত্তরে কিশোরেগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা ও কুলিয়ারচর উপজেলা, দক্ষিণে রায়পুরা উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলাভৈরব উপজেলা এবং পশ্চিমে শিবপুর উপজেলামনোহরদী উপজেলা অবস্থিত। বেলাব উপজেলা অবস্থান ২৪.০৯১৭° উত্তর ৯০.৮৫০০° পূর্ব / 24.0917; 90.8500

ইতিহাস

ইতিহাস থেকে জানা যায়, এককালে এখানে প্রচুর পরিমাণে ফলফলাদি জন্মাত। এসব ফলের মধ্যে সুমিষ্ট ও ঔষধি ফল হিসাবে বেল অতি সুপরিচিত বলে বেলের নাম অনুসারে এ উপজেলার নামকরণ করা হয়েছে বেলাব।

এলাকা সংক্রান্ত তথ্য

পৌরসভানাই
ইউনিয়ন সংখ্যা৮টি
গ্রাম সংখ্যা৯৯টি
মৌজা৫২ টি
ইজারাকৃত হাট-বাজার০৭টি
ডাকঘর১৪টি
খাসজমির পরিমাণ১৩১০.৩৩একর (কৃষি ৩৯৭.০৯ একর ও অকৃষি ৯১৩.২৪ একর)
খাসজমি বন্দোবস্ত১৩০.২৫৫ একর (কৃষি ১২০.৯৭একর ও অকৃষি ৯.২৮৫০একর)
কমিউনিটি তথ্য কেন্দ্র১টি
ইউনিয়ন ভূমি অফিস৭টি
প্রেক্ষাগৃহ১টি
নদী৩টি
বিল২টি
সিএনজি স্টেশন১টি
টেলিফোন একচেঞ্জ১টি
খাদ্য গুদাম৩টি
ডাকবাংলো২টি
এনজিও৮টি
সমবায় সমিতি৩৪০টি
ফায়ার সার্ভিস১টি

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২৫%। জনসংখ্যার ঘনত্ব: ১৭৪৪ জন/বর্গকি:মি:।

শিক্ষা

কিন্ডার গার্ডেন১০টি
কমিউনিটি প্রা: বিদ্যালয়নাই
রেজি:প্রাথমিক বিদ্যালয়নাই
সরকারি প্রাথমিক বিদ্যালয়৮১টি
মাদরাসা০৬টি
টেকনিক্যাল ইনষ্টিটিউট০৮টি
বেসরকারি মাধ্যমিক স্কুল২৩টি
মহাবিদ্যালয়০৭টি

চিকিৎসা ব্যবস্থা

  1. বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

যোগাযোগ ব্যবস্থা

জেলা সদর হতে দূরত্ব৩৫ কিলোমিটার
পাকা সড়ক১১৬ কিলোমিটার
আধা পাকা সড়ক২০ কিলোমিটার
কাচা সড়ক২৭৬ কিলোমিটার
পাকা ব্রীজ৫ টি
বেইলী ব্রীজ১ টি
কালভার্ট৮৬ টি

দর্শনীয় স্থান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বেলাব"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.