এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ
এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ (ইংরেজি: Eyakub Ali Chowdhury Biddyapith) বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। পাংশা উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় ৩ একর জমির উপর বিদ্যালয়টি অবস্থিত। ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ Yakub Ali Chowdhury Biddapith | |
---|---|
এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ | |
অবস্থান | |
পাংশা উপজেলা, রাজবাড়ী জেলা বাংলাদেশ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি বিদ্যালয় মাধ্যমিক |
স্থাপিত | ১৯৮৫ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
বিদ্যালয় জেলা | রাজবাড়ী জেলা |
সেশন | জানুয়ারি - ডিসেম্বর |
প্রধান শিক্ষক | মোঃ মোতাহার হোসেন |
অনুষদ |
|
লিঙ্গ | বালক এবং বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ১০০০ জনের বেশি। |
শ্রেণী | ৬-১০ |
শিক্ষাদানের মাধ্যম | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষার মাধ্যম | বাংলা-মাধ্যম শিক্ষা |
ভাষা | বাংলা |
আয়তন | ২ একর |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
প্রতিষ্ঠার ইতিহাস
বিদ্যালয়টি স্থানীয় শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যাক্তিগনের মহতী উদ্যাগে লেখক এয়াকুব আলী চৌধুরীর নামে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করা হয়।
একাডেমিক কোর্স চালুর ইতিহাস
ক্যাম্পাস
বিদ্যালয়ে ১টি পুরাতন টিনশেড ভবন ও একটি দ্বিতল ভবন নিয়ে গঠিত। ছাত্রদের কোলাহলে প্রায় ২ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত।
শিক্ষক-শিক্ষার্থী
স্কুলে বর্তমানে ৩০ জনের বেশি শিক্ষক আছে এবং ১০০০ এর বেশি ছাত্র ছাত্রী আছে।
একাডেমিক কোর্স
স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.