পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Pangsha George Pilot Model High School) বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। পাংশা উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় ৫একর৫৮শতাংশ জমির উপর বিদ্যালয়টি অবস্থিত। ১৯১৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।[1]

পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
Pangsha George Pilot Model High School.
জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
অবস্থান
পাংশা উপজেলা,
রাজবাড়ী জেলা
বাংলাদেশ
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি বিদ্যালয় মাধ্যমিক
স্থাপিত১৯১৬
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলারাজবাড়ী জেলা
সেশনজানুয়ারি - ডিসেম্বর
প্রধান শিক্ষকরাশেদা খাতুন
অনুষদ
  • মানবিক
  • বিজ্ঞান
  • বাণিজ্য
লিঙ্গবালক ও বালিকা
শিক্ষার্থী সংখ্যা১২৪৬ জন
শ্রেণী৬-১০
শিক্ষাদানের মাধ্যমজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষার মাধ্যমবাংলা-মাধ্যম শিক্ষা
ভাষাবাংলা
আয়তন৫একর৫৮ শতাংশ
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক
ওয়েবসাইটবর্তমান অফিসিয়াল ওয়েবসাইট,

প্রতিষ্ঠার ইতিহাস

বিদ্যালয়টি স্থানীয় শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যাক্তিগনের মহতী উদ্যাগে ১৯১৬ সালে প্রতিষ্ঠা করা হয়। যুগ যুগ ধরে শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।[1]

একাডেমিক কোর্স চালুর ইতিহাস

ক্যাম্পাস

বিদ্যালয়ে ১টি পুরাতন ভবন, ১টি তিনতলা ভবন, ২টি দ্বিতল ভবন নিয়ে গঠিত। ছাত্রদের কোলাহলে প্রায় ৩ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত।

শিক্ষক-শিক্ষার্থী

এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ৯৮০ জন।[2]

একাডেমিক কোর্স

স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ

তথ্যসূত্র

  1. "বিদ্যালয়ের ঐতিয্য এবং ইতিহাস"http://pjphs.edu.bd/। ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৫ |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়"http://pangsa.rajbari.gov.bd/। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৫ |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.