মদনপুর ইউনিয়ন, বন্দর
মদনপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত একটি প্রশাসনিক এলাকা।[1]
মদনপুর ইউনিয়ন, বন্দর | |
---|---|
![]() ![]() | |
স্থানাঙ্ক: ২৩.৬২৯৬৪৩° উত্তর ৯০.৫২৬১০৯° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নারায়ণগঞ্জ জেলা |
উপজেলা | বন্দর উপজেলা ![]() |
ইউনিয়ন | মদনপুর |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান ও সীমানা
ইতিহাস
প্রশাসনিক এলাকা
১।মদনপুর (উত্তর) ২। মদনপুর(দক্ষিণ) ৩। কলাবাড়ী ৪। ছোটবাগ ৫। দেওয়ানবাগ ৬।চাঁনপুর ৭। পূর্ব ফুলহর ৮। লাউসার ৯। নেহালসরদারেরবাগ ১০। পূর্ব কেওঢালা ১১। পশ্চিম কেওঢালা ১২। বাগদোবাড়ীয়া ১৩। যাত্রাভিটা ১৪।পুকুনিয়াবাড়ী ১৫। দোবাড়ীয়া ১৬। কাইনলিভীটা।
আয়তন ও জনসংখ্যা
জনসংখ্যা- ১৯,২০০ জন (আদমশুমারি-২০০১)।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠাণ
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠাণ
- প্রাথমিক বিদ্যালয়: ৬ টি।
- উচ্চমাধ্যামিক বিদ্যালয়: ১ টি।
- মাদ্রাসার সংখ্যা: ১০ টি ।
- কলেজের সংখ্যা: ১ টি।
- মসজিদের সংখ্যা:২৭ টি।
দর্শনীয় স্থান
- শাইরা গার্ডন
কৃতী ব্যক্তিত্ব
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- এম এ সালাম
ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | নাজিম উদ্দিন ভূইয়া | ১৯৭১-১৯৭৪ |
০২ | আলতাফ হোসেন ভূইয়া | ১৯৭৪-১৯৭৭ |
০৩ | আব্দুস সাত্তার ভূইয়া (সাবেক সংসদ সদস্য) | ১৯৭৭-১৯৮১ |
০৪ | সিরাজ মিয়া (ভারপ্রাপ্ত) | ১৯৮১-১৯৮৪ |
০৫ | নাজিমউদ্দিন ভূইয়া | ১৯৮৪-১৯৯০ |
০৬ | নাজিমউদ্দিন ভূইয়া | ১৯৯০-২০০৫ |
০৭ | আ: হাই ভূঞা (ভারপ্রাপ্ত) | ২০০৫-২০১১ |
০৮ | এম. এ. সালাম | ২০১১-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "মদনপুর ইউনিয়ন"। modonpurup.narayanganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.