ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর বাংলাদেশের একটি প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান । ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। দেশে ক্রমবর্ধমান আধুনিক প্রকৌশল বিদ্যার প্রয়োজনীয়তা বিবেচনা করে এই বিশ্ববিদ্যালয় পুরকৌশল, যন্ত্রকৌশল এবং তড়িৎ কৌশল অনুষদের অধীনে আটটি বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী প্রদান করে আসছে।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Dhaka University of Science and Technology

প্রাক্তন নাম
কলেজ অব ইঞ্জিনিয়ারিং
ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ
বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি, ঢাকা
নীতিবাক্যপ্রযুক্তিই প্রগতি
ধরনসরকারি
স্থাপিত১৯৮০ (1980)
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যডঃ মোঃ আলাউদ্দিন
শিক্ষায়তনিক কর্মকর্তা
৩০০
শিক্ষার্থী৩০০০+
ঠিকানা, ,
১৭০০
,
২৪.০১৯২৯০° উত্তর ৯০.৪১৭৮৯৯° পূর্ব / 24.019290; 90.417899
শিক্ষাঙ্গন২০.২৯ একর (৮.২১ হেক্টর)
সংক্ষিপ্ত নামডুয়েট (DUET)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটduet.ac.bd

ইতিহাস

১৯৮০ সালে ১২০ জন শিক্ষার্থী নিয়ে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় কলেজ অব ইঞ্জিনিয়ারিং হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সেসময় এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী অর্জন করা যেতো। ১৯৮৩ সালে কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর নাম পরিবর্তন করে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ (ডিইসি) নামে গাজীপুরের বর্তমান ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা মোকাবেলায় ১৯৮৬ সালে সরকারের অর্ডিন্যান্সের মাধ্যমে ডিইসিকে বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি (বিআইটি) ঢাকাতে রুপান্তরিত করা হয়। সর্বশেষ ২০০৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।[1]

অবস্থান

রাজধানী ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরে এবং গাজীপুর শহর থেকে তিন কিলোমিটার উত্তরে ভাওয়াল গড় এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টি ২০.২৯ একর জমির উপর অবস্থিত।

বিভাগ সমূহ

বর্তমানে ডুয়েটে তিনটি অনুষদের অধীনে নয়টি বিভাগ রয়েছে। এখানে স্নাতক পর্যায়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং স্নাতকোত্তর পর্যায়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারীরা এই বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল এবং স্থাপত্যবিদ্যার বিভিন্ন শাখায় ব্যাচেলর ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হতে পারে। এছাড়া বাংলাদেশের নয়টি পিএইচডি ডিগ্রী প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হল ডুয়েট।

অনুষদ সমূহ

  • পুরকৌশল অনুষদ
  • ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ
  • কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদ
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদ
  • ম্যাথমেটিক্স অনুষদ
  • পদার্থবিজ্ঞান অনুষদ
  • রসায়ন অনুষদ
  • মানবিক অনুষদ

আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম

  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • আর্কিটেকচার
  • আই পি ই ইঞ্জিনিয়ারিং
  • কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং
  • মেটারিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং

গ্রাজুয়েট প্রোগ্রাম

  • এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী - (মেয়াদ ৩ বছর)
  • এম ফিল ডিগ্রী - (মেয়াদ ৪ বছর)
  • পি এইচ ডি ডিগ্রী - (মেয়াদ ৪ বছর)

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং

ছাত্র সংগঠন ও সংঘ সমূহ

রাজনৈতিক

বিজ্ঞান সংগঠন

  • ডুয়েট বিজ্ঞান ক্লাব
  • ডুয়েট নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ক্লাব
  • ডুয়েট অটোমোবাইল ক্লাব
  • ডুয়েট এনার্জি ক্লাব
  • ডুয়েট টেক্সটাইল ক্লাব

সাংস্কৃতিক সংগঠন

  • ডুয়েট ড্রামা সোসাইটি
  • ডুয়েট মূর্ছনা

ভর্তি প্রক্রিয়া

প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬২০ জন ছাত্রছাত্রী প্রকৌশল এবং স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হয়ে থাকে। প্রতিবছর ভর্তি পরীক্ষায় প্রায় ১০০০০ জন পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ৬% ছাত্রছাত্রী এখানে ভর্তির সুযোগ পেয়ে থাকে।[2] এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা প্রায় ৩০০ জন।

তথ্যসূত্র

  1. "ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর আইন,২০০৩"। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৬
  2. "7,645 candidates vie for 600 places in DUET admission test"The Daily Star। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৬

বহিঃসংযোগ

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.