বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাংলাদেশের একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। সংগঠনটি আদর্শিকভাবে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে সংযুক্ত।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা | |
---|---|
![]() | |
সভাপতি | জি. এম. শাহাদাত হোসাইন মানিক[1] |
মহাসচিব | ইমরান হুসাইন তুষার |
প্রতিষ্ঠা | ২১ জানুয়ারি ১৯৮০[2][3] |
সদর দপ্তর | ২০৫/৫, আল-বশীর প্লাজা, ফকিরাপুল, বক্স কালভার্ট রোড, ঢাকা |
ভাবাদর্শ | সুন্নী |
আন্তর্জাতিক অন্তর্ভুক্তি | না |
ওয়েবসাইট | http://www.chattrasena.org.bd |
প্রতিষ্ঠা
আহ্বায়কসহ মোট এগারোজন সদস্য নিয়ে ১৯৮০ সালের ২১ জানুয়ারি চট্টগ্রামে চট্টগ্রাম কলেজের পশ্চিমে দেবপাহাড়ে আহলা দরবার শরিফের খানকায়[4] এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন মুহাম্মদ আব্দুল মান্নান।
লোগো
লোগোতে একটি অর্ধ চাঁদের উপরে একটি তারা আছে এবং নিচে কোরআনের একটি আয়াতাংশ-"জা'ল হক ওয়া জা'হাকাল বাতিল" (সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে) লেখা আছে
পতাকা
পতাকায় লম্বালম্বিভাবে সাদা ও আড়াআড়িভাবে উপরে কালো ও নিচে সবুজ রঙ থাকবে
উদ্দেশ্য ও লক্ষ্য
কুরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা।
মূলনীতি
ঈমান, আক্বিদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ ও সেবা।
তথ্যসূত্র
- "ইসলামী ছাত্রসেনার নতুন কমিটি"। বাংলাদেশ প্রতিদিন। ২৯ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৯।
- "বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
- "চট্টগ্রামে ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সমাবেশ"। দৈনিক ইনকিলাব। ২২ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৮।
- এম. এ. মতিন (২০১০)। সুন্নি জাগরণের সূচনায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। ২০৫/৫, আল বশির প্লাজা, ফকিরাপুল, ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা (প্রকাশিত হয় ২০১০-০৭-০৩)। পৃষ্ঠা ৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.