খুলনা বিভাগ

খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী, বিভাগটির আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১৫,৫৬৩,০০০ জন। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহর। ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহরখুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা নদী এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনা শহরকে শিল্প নগরী হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা সমুদ্র বন্দর অবস্থিত। পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণাংশে অবস্থিত। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাটসাতক্ষীরা জেলায় সুন্দরবনের বিস্তৃতি ঘটেছে। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।[1][2] রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়কপথে ৩৩৩কি.মি.। রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের সংগে স্থলপথ, আকাশপথ, জলপথ ব্যবহার করা যায়। ১৯১২ সালে থেকে অত্র অঞ্চলে নদীপথে স্টিমার (স্টিমবোট) চলাচল করে।

খুলনা বিভাগ
বিভাগ
ডাকনাম: সাদা সোনার দেশ, বৃহত্তম ব-দ্বীপ, সুন্দরবনের দেশ
খুলনা বিভাগের মানচিত্র
স্থানাঙ্ক: ২২°৫৫′ উত্তর ৮৯°১৫′ পূর্ব
দেশ বাংলাদেশ
প্রতিষ্ঠা১৯৬০
বিভাগখুলনা
আয়তন
  মোট২২২৮৪.২২ কিমি (৮৬০৩.৯৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারি)
  মোট১,৫৬,৮৭,৭৫৯
  জনঘনত্ব৭০০/কিমি (১৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ মান সময় (ইউটিসি+৬)
আইএসও ৩১৬৬ কোডBD-D

প্রতিষ্ঠাকাল

১৯৪৭ এ দেশ ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ গঠিত হয়। বর্তমান খুলনা বিভাগ তখন রাজশাহী বিভাগের অন্তর্গত ছিলো এবং বরিশাল ছিলো ঢাকা বিভাগের অন্তর্গত। পরবর্তীতে ১৯৬০ সালে তৎকালীন রাজশাহী বিভাগের কুষ্টিয়া, যশোরখুলনা এবং ঢাকা বিভাগের বাখেরগঞ্জ নিয়ে খুলনা বিভাগের যাত্রা শুরু হয়।

ভৌগলিক অবস্থান

খুলনা বিভাগ এর পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা বিভাগবরিশাল বিভাগ এবং দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগরের উপর তটরেখা রয়েছে। এটি গঙ্গা নদীর দ্বীপ বা গ্রেটার বেঙ্গল ডেল্টার একটি অংশবিশেষ। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মধুমতি নদী, ভৈরব নদী ও কপোতাক্ষ নদী। এছাড়াও অঞ্চলের বঙ্গোপসাগরের কয়েকটি দ্বীপ রয়েছে।

প্রশাসনিক জেলা

খুলনা বিভাগ ৫৯টি উপজেলা (উপবিভাজন) ও নিম্নলিখিত ১০টি জেলা (জিলা) নিয়ে গঠিত হয়েছে:[3]

ক্রমজেলাপ্রশাসনিক
কেন্দ্র
এলাকা
কিমিবর্গ.
জনসংখ্যা
১৯৯১ আদমশুমারী
জনসংখ্যা
২০০১ আদমশুমারী
জনসংখ্যা
২০১১ আদমশুমারী <
কুষ্টিয়া জেলাকুষ্টিয়া জেলা১,৬০৮.৮০১,২০২,১২৬১,৭৪০,১৫৫১,৯৪৬,৮৩৮
খুলনা জেলাখুলনা৪,৩৯৪.৪৫২,০১০,৬৪৩২,৩৭৮,৯৭১২,৩১৮,৫২৭
চুয়াডাঙ্গা জেলাচুয়াডাঙ্গা জেলা১,১৭৪.১০৮০৭,১৬৪১,০০৭,১৩০১,১২৯,০১৫
ঝিনাইদহ জেলাঝিনাইদহ জেলা১,৯৬৪.৭৭১,৩৬১,২৮০১,৫৭৯,৪৯০১,৭৭১,৩০৪
নড়াইল জেলানড়াইল জেলা৯৬৭.৯৯৬৫৫,৭২০৬৯৮,৪৪৭৭২১,৬৬৮
বাগেরহাট জেলাবাগেরহাট জেলা৩,৯৫৯.১১১,৪৩১,৩২২১,৫৪৯,০৩১১,৪৭৬,০৯০
মাগুরা জেলামাগুরা জেলা১,০৩৯.১০৭২৪,০২৭৮২৪,৩১১৯১৮,৪১৯
মেহেরপুর জেলামেহেরপুর জেলা৭৫১.৬২৪৯১,৯১৭৫৯১,৪৩০৬৫৫,৩৯২
যশোর জেলাযশোর জেলা২,৬০৬.৯৪২,১০৬,৯৯৬২,৪৭১,৫৫৪২,৭৬৪,৫৪৭
১০সাতক্ষীরা জেলাসাতক্ষীরা জেলা৩,৮১৭.২৯১,৫৯৭,১৭৮১,৮৬৪,৭০৪১,৯৮৫,৯৫৯
মোট১০১০২২,২৮৪.২২১২,৬৮৮,৩৮৩২১৪,৭০৫,২২৩১৫,৬৮৭,৭৫৯

শিল্প প্রতিষ্ঠান

খুলনা বিভাগ শিল্পে সমৃদ্ধ একটি বিভাগ। খুলনা বিভাগের প্রধান সমৃদ্ধ জেলা হল কুষ্টিয়া এবং খুলনা। খুলনা বিভাগের কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলাতে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও বাগেরহাট সহ বাকি জেলা গুলোতে কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

কুষ্টিয়া জেলায় শিল্প প্রতিষ্ঠানঃ

  • বৃহৎ - ৩৯ টি
  • মাঝারী - ৮১ টি
  • ক্ষুদ্র - ৬২১২ টি
  • কুটির শিল্প- ২১৮৩৭ টি

শিক্ষা

বিভাগ সহ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ

বিশ্ববিদ্যালয়

সরকারি

বেসরকারি

মেডিকেল কলেজ

সরকারি

বেসরকারি

কলেজ

স্কুল

  • খুলনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ,খুলনা
  • খুলনা জিলা স্কুল
  • খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
  • খুলনা কলেজিয়েট স্কুল
  • মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • মাগুরা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
  • কুষ্টিয়া জিলা স্কুল
  • কুষ্টিয়া গার্লস স্কুল
  • করোনেশন গভ. গার্ল স্কুল
  • গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা
  • সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়
  • খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়,খুলনা
  • যশোর ক্যান্টেন্টমেন্ট পাবলিক স্কুল,
  • যশোর জিলা স্কুল
  • গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়.রামপাল. বাগেরহাট
  • জীবননগর বহুমুখী আদর্শ পাইলট মাধ্যমিক বিদ্যালয়
  • জীবননগর সরকারি গার্লস স্কুল
  • শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর
  • লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল,লক্ষ্মীখোলা,পাইকগাছা
  • পাইকগাছা কলেজ,পাইকগাছা
  • মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর,চুয়াডাঙ্গা
  • হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়
  • উথলী মাধ্যমিক বিদ্যালয় জীবননগর,চুয়াডাঙ্গা
  • ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর, চুয়াডাঙ্গা
  • কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর, চুয়াডাঙ্গা
  • লবণচরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়
  • মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়,নড়াইল
  • খালিশপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, ঝিনাইদহ
  • বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,বাঘারপাড়া

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

  1. যশোর পলিটেকনিক ইন্সটিটিউট
  2. মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট
  3. খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট
  4. খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট
  5. ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট
  6. কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট
  7. সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট
  8. মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজ
  9. বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়
  10. ম্যানগ্রোভ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি
  11. খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  12. সিটি পলিটেকনিক ইন্সটিটিউট

মাদ্রাসা

  1. [খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, খুলনা]
  2. দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা-খুলনা
  3. সরকারী আলিয়া মাদ্রাসা খুলনা
  4. ফয়লাহাট আছিয়া কারামতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা- রামপাল, বাগেরহাট।

অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান

খুলনায় ৬টি সমন্বিত সাধারণ ও বৃত্তিমূলক (আইজিভি) বিদ্যালয় রয়েছে এবং এবং ইউসেপ এর একটি টেকনিক্যাল স্কুল (অবহেলিত শিশুদের জন্য শিক্ষা), যা একটি অ-লাভজনক প্রতিষ্ঠান হিসেবে সেবা করে আসছে।

সংবাদপত্র ও পত্রিকা

খুলনা বিভাগ থেকে প্রকাশিত দৈনিক এবং সাপ্তাহিক খবরের কাগজ সমূহ:

  • দৈনিক পূর্বাঞ্চল,
  • দৈনিক খুলনাঞ্চল
  • দৈনিক দৃষ্টিপাত
  • দৈনিক দক্ষিনের মশাল
  • খুলনা নিউজ,
  • দৈনিক মাথাভাঙ্গা
  • দৈনিক সাতক্ষীরা নিউজ,
  • দৈনিক খেদমত
  • দৈনিক সময়ের খবর,
  • দৈনিক আমার একুশ
  • Daily Tribune,
  • দৈনিক জন্মভূমি,
  • দৈনিক অনির্বাণ,
  • দৈনিক প্রবাহ
  • দৈনিক তথ্য
  • পত্রদূত

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ

তথ্যসূত্র

  1. Marshall Cavendish Corporation (২০০৭)। World and Its Peoples: Eastern and Southern Asia। Marshall Cavendish। পৃষ্ঠা 491। আইএসবিএন 9780761476313।
  2. Girard, Luigi Fusco (২০০৩)। The Human Sustainable City: Challenges and Perspectives from the Habitat Agenda। Ashgate Publishing, Ltd। পৃষ্ঠা 298। আইএসবিএন 9780754609452।
  3. Census figures for 1991, 2001 and 2011 are from Bangladesh Bureau of Statistics, Population Census Wing. The 2011 Census figures are based on preliminary results.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.