সুচন্দা

কোহিনূর আক্তার সুচন্দা ( জন্মঃ ১৯ সেপ্টেম্বর, ১৯৪৭) যশোরে জন্ম নেয়া বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ১৯৬০ এর দশকে অভিনয় জীবন শুরু করেন। তার ছোট বোন ববিতাচম্পা ঢালিউডের দুই অভিনেত্রী। অভিনেতা রিয়াজ তার চাচাত ভাই।

সুচন্দা
Shuchanda
জন্ম
কোহিনুর আক্তার চাটনি

(1947-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৪৭[1]
শিক্ষাউচ্চ মাধ্যমিক
যেখানের শিক্ষার্থীঢাকা সিটি কলেজ
কার্যকাল১৯৬৫২০০৫
দাম্পত্য সঙ্গীজহির রায়হান (বি. ১৯৬৮১৯৭১)
এম. রেজাউল মালিক (বি. ১৯৭৬)
সন্তানআরাফাত রায়হান (ছেলে)
তপু রায়হান (ছেলে)
রাফাইয়াৎ মালিক (মেয়ে)
রাফাইয়া মালিক (মেয়ে)[2]
পিতা-মাতাএ.এস.এম নিজামউদ্দীন আইয়ূব (পিতা)
বেগম জাহান আরা (মাতা)
আত্মীয়ববিতা (বোন)
চম্পা (বোন)
রিয়াজ (চাচাত ভাই)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

অভিনয় জীবন

সুচন্দা ১৯৬৫ সালে অভিনয় শুরু করেন প্রখ্যাত অভিনেতা কাজী খালেকের একটা প্রামাণ্যচিত্রে। সুভাষ দত্ত পরিচালিত কাগজের নৌকা চলচ্চিত্রের মাধ্যমে ১৯৬৬ সালে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরবর্তীকালে, ১৯৬৭ সালে হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে চলচ্চিত্র বেহুলায় অভিনয় করেন। এতে তিনি রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য ছবি জীবন থেকে নেয়া। এছাড়াও ৬০ এর দশকের শেষের দিকে গোলাম মুস্তফার বিপরীতে চাওয়া পাওয়া, আজিমের বিপরীতে নয়নতারা, রাজ্জাকের বিপরীতে সুয়োরানী দুয়োরানী এবং ৭০ এর দশকে যে আগুনে পুড়ি, কাচের স্বর্গ, অশ্রু দিয়ে লেখা তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। অভিনয়ের পাশপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। জহির রায়হানের জীবদ্দশায় টাকা আনা পাইপ্রতিশোধ চলচ্চিত্র দুটি প্রযোজনা করেন। এছাড়াও তিনকন্যা, বেহুলা লখীন্দর, বাসনাপ্রেমপ্রীতি চলচ্চিত্রগুলো প্রযোজনা করেন।[3] তার পরিচালিত প্রথম সিনেমা ‘সবুজ কোট কালো চশমা’। ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আলোকে চলচ্চিত্র নির্মাণ করেন এবং সেরা প্রযোজক ও পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।[4]

চলচ্চিত্রের তালিকা

মুক্তির সাল শিরোনাম চরিত্র পরিচালক সহ-শিল্পী টীকা
১৯৬৬কাগজের নৌকাসুভাষ দত্তআক্তার হোসেন, সৈয়দ হাসান ইমামপ্রথম চলচ্চিত্র
১৯৬৭বেহুলাবেহুলাজহির রায়হানরাজ্জাকরাজ্জাকের সাথে প্রথম চলচ্চিত্র
আনোয়ারাআনোয়ারারাজ্জাক
চাওয়া পাওয়াগোলাম মুস্তাফা
নয়নতারানয়নকাজী জহিরআজিম
১৯৬৮দুই ভাইরাজ্জাক
সুয়োরানী দুয়োরানীরাজকন্যা মনিমালারাজ্জাক
কুচবরণ কন্যারাজ্জাক
জুলেখারাজ্জাক
সংসাররাজ্জাক
পরশমনিমান্নান
আয়না ও অবশিষ্টআজিম
পয়সে
রাখাল বন্ধু
জরিনা সুন্দরী
১৯৬৯মনের মত বউরাজ্জাক
সখিনারাজ্জাক
১৯৭০যোগ বিয়োগরাজ্জাক
যে আগুনে পুড়িআমির হোসেনরাজ্জাক
জীবন থেকে নেয়াবিথীজহির রায়হানরাজ্জাক
কোথায় যেন দেখেছিআনোয়ার হোসেন
অন্তরঙ্গরহমান
সুখ দুঃখ
১৯৭২প্রতিশোধবাবুল চৌধুরীরাজ্জাকপ্রযোজক
জীবন সংগীতরাজ্জাক
অশ্রু দিয়ে লেখাকামাল আহমেদরাজ্জাক, সুজাতা
কাচের স্বর্গউজ্জ্বল
নতুন নামে ডাকো
জীবন তৃষ্ণা
১৯৭৩দয়াল মুরশিদ
শনিবারের চিঠিউজ্জ্বল
১৯৭৪সংগ্রামচাষী নজরুল ইসলাম
বিচার
পরিণতি
১৯৭৫ধীরে বহে মেঘনাআলমগীর কবিরবুলবুল আহমেদ, ববিতা
১৯৭৮অশান্ত ঢেউ
দিনের পর দিন
১৯৭৯রাজবন্দি
বেলা শেষের গান
১৯৮২বড় বাড়ির মেয়ে
১৯৮৪পেনশনরফিকুল বারী চৌধুরীবুলবুল আহমেদ, ববিতা
প্রিন্সেস টিনা খানরানুআখতারুজ্জামানওয়াসিম, টিনা খান
১৯৮৫চন্দ্রনাথসুলচনাচাষী নজরুল ইসলামরাজ্জাক, দোয়েল
রামের সুমতিনেত্রাববিতা, প্রবির মিত্র
তিন কন্যাশিবলী সাদিকববিতা, চম্পাপ্রযোজক
চোর
কথা দিলাম
পরান পাখী
দেনা-পাওনা
ফুলশয্যা
আপোস
খামোশ
দোষী
আওয়ারা
কলমীলতা
চ্যালেঞ্জ
রাজাসাহেব
বড় মা
জিপসি সর্দার
সকাল সন্ধ্যা
আশীর্বাদ
সৎমা
সম্রাট
রাজবধূ
শরিফ বদমাশ
ফুলের মত বউ
২০০৫হাজার বছর ধরেটুনির মাসুচন্দাএটিএম শামসুজ্জামান, রিয়াজ, শশী

পুরস্কার ও সম্মাননা

বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
২০০৬মেরিল প্রথম আলো পুরস্কারসেরা চলচ্চিত্রহাজার বছর ধরে (২০০৫)বিজয়ী
২০০৮জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক)হাজার বছর ধরে (২০০৫)বিজয়ী[5]
সেরা পরিচালকহাজার বছর ধরে (২০০৫)বিজয়ী[6]
২০১০সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডআজীবন সম্মাননা-বিজয়ী[7]
২০১৭ দশম স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার জীবনের জয়গান আজীবন সম্মাননা বিজয়ী[8]
২০১৯ ফজলুল হক স্মৃতি পুরস্কার চলচ্চিত্রে বিশেষ অবদান বিজয়ী[9]

তথ্যসূত্র

  1. "শুভ জন্মদিন সুচন্দা-সালমান"বাংলা মুভি ডেটাবেজ নিউজ। ১৯ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬
  2. হাসানূজ্জামান বিপুল; রাজিবুর রহমান তপু (১৬ জানুয়ারি ২০১৪)। "কোহিনুর আক্তার সুচন্দা"যশোর ইনফো। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬
  3. লিয়াকত হোসেন খোকনর (১৯ মে ২০১০)। "কিং ব দ ন্তি : তিন কন্যা'র বড় কন্যা সুচন্দা"দৈনিক আমার দেশ। ১২ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬
  4. চিন্তামন তুষার (৯ মার্চ ২০১৫)। "সময় থাকতে পুরস্কৃত করুন: সুচন্দা"বিডিনিউজ। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬
  5. "National Film Awards for the last fours years announced"দ্য ডেইলি স্টার। ১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১১
  6. এরশাদ কমল (১১ সেপ্টেম্বর ২০০৮)। "Shuchanda on her National Award winning film 'Hajar Bochhor Dhorey'"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১১
  7. হোসাইন আব্দুল হাই। "সিজেএফবি'র আজীবন সম্মাননা পেলেন চলচ্চিত্র তারকা সুচন্দা'"ডয়চে ভেলে। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬
  8. "'জীবনের জয়গান'-এ সম্মানিত হচ্ছেন তাঁরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৬
  9. "ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন সুচন্দা"প্রথম আলো। ২০১৯-১২-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯

বহিঃ সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.