৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৩৪তম আয়োজন; যা ২৩ জুলাই ২০১১ সালে দেওয়া হয়।[1] ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে; যেখানে সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।

৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯
পুরস্কার দেওয়া হয়২০০৯ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
উপস্থাপিততথ্য মন্ত্রণালয়
উপস্থাপন২৩ জুলাই ২০১১
স্থানঢাকা, বাংলাদেশ
আয়োজকরিয়াজশমী কায়সার
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রমনপুরা
শ্রেষ্ঠ অভিনেতাফেরদৌস আহমেদচঞ্চল চৌধুরী
গঙ্গাযাত্রামনপুরা
শ্রেষ্ঠ অভিনেত্রীসাদিকা জাহান পপি
গঙ্গাযাত্রা
সর্বাধিক পুরস্কারগঙ্গাযাত্রা (৮)
 < ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৩৫তম > 

সারাংশ

২৩ জুলাই ২০১১ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মাধ্যমে ২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রঅঞ্জন চৌধুরীমনপুরা
শ্রেষ্ঠ পরিচালকসৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডগঙ্গাযাত্রা
শ্রেষ্ঠ অভিনেতাফেরদৌস আহমেদ
চঞ্চল চৌধুরী
গঙ্গাযাত্রা
মনপুরা
শ্রেষ্ঠ অভিনেত্রীপপিগঙ্গাযাত্রা
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাশহীদুল আলম সাচ্চুবৃত্তের বাইরে
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীনিপুণচাঁদের মত বউ
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতামামুনুর রশীদমনপুরা
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতাএটিএম শামসুজ্জামানমন বসে না পড়ার টেবিলে
শ্রেষ্ঠ শিশুশিল্পীসৈয়দা ওয়াহিদা সাবরীনাগঙ্গাযাত্রা
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকআলম খানএবাদত
শ্রেষ্ঠ সুরকারকুমার বিশ্বজিৎস্বামী-স্ত্রীর ওয়াদা
শ্রেষ্ঠ গীতিকারকবির বকুলএকটা চাঁদ ছাড়া রাত (স্বামী-স্ত্রীর ওয়াদা)
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীতশিল্পীকুমার বিশ্বজিৎএকটা চাঁদ ছাড়া রাত (স্বামী-স্ত্রীর ওয়াদা)
শ্রেষ্ঠ নারী সঙ্গীতশিল্পীচন্দনা মজুমদার
কাজী কৃষ্ণকলি ইসলাম
সোনারো পালঙ্কের ঘরে (মনপুরা (চলচ্চিত্র))[2]

কারিগরী পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীসৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ডগঙ্গাযাত্রা
শ্রেষ্ঠ সংলাপমুজতবা সউদচাঁদের মত বউ
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারগিয়াস উদ্দিন সেলিমমনপুরা (চলচ্চিত্র)
শ্রেষ্ঠ নৃত্য পরিচালকতানজিল আলম[3]আমার প্রাণের প্রিয়া
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতামাহফুজুর রহমান খানবৃত্তের বাইরে
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকমোহাম্মদ কলন্তরগঙ্গাযাত্রা
শ্রেষ্ঠ সম্পাদকজুনায়েদ হালিমবৃত্তের বাইরে
শ্রেষ্ঠ শব্দগ্রাহকসুজন মাহমুদবৃত্তের বাইরে
শ্রেষ্ঠ সাজসজ্জাদিলীপ সিংগঙ্গাযাত্রা
শ্রেষ্ঠ মেক-আপম্যানখলিলুর রহমানগঙ্গাযাত্রা[2]

বিশেষ পুরস্কার

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৭
  2. নূর এ সাদিয়া (২০১১-০৭-২৮)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯"দৈনিক জনকণ্ঠ। অক্টোবর ৩, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫
  3. "সেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী"www.prothom-alo.com। ২১ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৯
  4. "একজন সুলতানা জামান"দৈনিক জনকণ্ঠ। ২০১১-০৭-২৮। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.