১৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

১৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ১৪তম আয়োজন; যা ১৯৮৯ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[1] এই বছর ১৬টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[2] এই বছর শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়নি।

১৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৮৯ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
উপস্থাপিততথ্য মন্ত্রণালয়
উপস্থাপন১৯৮৯
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রপুরস্কার প্রদান করা হয়নি
শ্রেষ্ঠ অভিনেতাআলমগীর
ক্ষতিপূরণ
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবানা
রাঙ্গাভাবি
সর্বাধিক পুরস্কারসত্য মিথ্যা (৫)
 < ১৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৫তম > 

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রপুরস্কার প্রদান করা হয়নি
শ্রেষ্ঠ পরিচালকএজে মিন্টুসত্য মিথ্যা
শ্রেষ্ঠ অভিনেতাআলমগীরক্ষতিপূরন
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবানারাঙ্গাভাবি
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাব্লাক আনোয়ারব্যথার দান
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীখালেদা আক্তার কল্পনাজ্বীনের বাদশা
শ্রেষ্ঠ শিশুশিল্পীজনসনসত্য মিথ্যা
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকআলী হোসেনব্যথার দান
শ্রেষ্ঠ গীতিকারমনিরুজ্জামান মনিরচেতনা
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীতশিল্পীএন্ড্রু কিশোরক্ষতিপূরণ
শ্রেষ্ঠ নারী সঙ্গীতশিল্পীরুনা লায়লাএক্সিডেন্ট

কারিগরী পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকআব্দুস সবুরবিরহ ব্যথা
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারএজে মিন্টুসত্য মিথ্যা
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকঅরুণ রায়ভাইজান
শ্রেষ্ঠ সম্পাদকমুজিবুর রহমান দুলুসত্য মিথ্যা
শ্রেষ্ঠ শব্দ গ্রাহকমফিজুল হকক্ষতিপূরন
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাছটকু আহমেদসত্য মিথ্যা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.