২১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

২১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২১তম আয়োজন; যা ১৯৯৬ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[1]

২১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৯৬ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
উপস্থাপিততথ্য মন্ত্রণালয়
উপস্থাপন১৯৯৬
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রপোকা মাকড়ের ঘর বসতি
শ্রেষ্ঠ অভিনেতাসোহেল রানা
অজান্তে
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবনাজ
নির্মম
সর্বাধিক পুরস্কারঅজান্তে (৫)
 < ২০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২২তম > 

এই বছর ১৪টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[2]

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রববিতা (প্রযোজক)পোকা মাকড়ের ঘর বসতি[3]
শ্রেষ্ঠ পরিচালকআখতারুজ্জামানপোকা মাকড়ের ঘর বসতি
শ্রেষ্ঠ অভিনেতাসোহেল রানাঅজান্তে
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবনাজনির্মম
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাবুলবুল আহমেদদীপু নাম্বার টু
শ্রেষ্ঠ শিশুশিল্পীঅরুণ সাহাদীপু নাম্বার টু
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকসত্য সাহাঅজান্তে
শ্রেষ্ঠ গীতিকারগাজী মাজহারুল আনোয়ারঅজান্তে
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পীএন্ড্রু কিশোরকবুল

কারিগরী পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীকারসেলিনা হোসেনপোকা মাকড়ের ঘর বসতি
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খানপোকা মাকড়ের ঘর বসতি
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাদিলীপ বিশ্বাসঅজান্তে
শ্রেষ্ঠ সম্পাদকআমিনুল ইসলাম মিন্টুঅজান্তে
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকউত্তম গুহঅন্য জীবন

তথ্যসূত্র

  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮
  3. আলাউদ্দিন মজিদ (২০১৫-১০-১৭)। "সাফল্যে ভিন্ন স্বাদের ছবি"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ অক্টোবর ২৫, ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.