১৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

১৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ১৮তম আয়োজন; যা ১৯৯৩ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[1]

১৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৯৩ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
উপস্থাপিততথ্য মন্ত্রণালয়
উপস্থাপন১৯৯৩
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রপদ্মা নদীর মাঝি
শ্রেষ্ঠ অভিনেতারাইসুল ইসলাম আসাদ
পদ্মা নদীর মাঝি
শ্রেষ্ঠ অভিনেত্রীচম্পা
পদ্মা নদীর মাঝি
সর্বাধিক পুরস্কারপদ্মা নদীর মাঝি (৫)
 < ১৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৯তম > 

এই বছর দুটি বিশেষ পুরস্কারসহ মোট ১৯টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[2]

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রহাবিবুর রহমান খান (প্রযোজক)পদ্মা নদীর মাঝি
শ্রেষ্ঠ পরিচালকএ. জে. মিন্টুবাংলার বধু
শ্রেষ্ঠ অভিনেতারাইসুল ইসলাম আসাদপদ্মা নদীর মাঝি
শ্রেষ্ঠ অভিনেত্রীচম্পাপদ্মা নদীর মাঝি
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীআনোয়ারাবাংলার বধু
শ্রেষ্ঠ শিশুশিল্পীঅনিকমৌসুমী
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালখআজাদ রহমানচাঁদাবাজ
শ্রেষ্ঠ গীতিকারহাসান ফকরীচাঁদাবাজবাংলার বধু
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পীআজাদ রহমানচাঁদাবাজ
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পীফরিদা পারভিনঅন্ধ প্রেম

কারিগরী পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারএ. জে. মিন্টুবাংলার বধু
শ্রেষ্ঠ কাহিনীকারকাজী হায়াৎচাঁদাবাজ
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকএআর জাহাঙ্গীরঅবুজ সন্তান
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাসেলিম আল দ্বীনএকাত্তরের যীশু
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকমহিউদ্দিন ফারুকপদ্মা নদীর মাঝি
শ্রেষ্ঠ সম্পাদকমুজিবুর রহমান দুলু
শ্রেষ্ঠ শব্দগ্রাহকতাজউদ্দিন ভুইয়ামৌসূমি
শ্রেষ্ঠ নিত্য পরিচালকমাসুম বাবুদোলা
শ্রেষ্ঠ মেকআপম্যানমোহাম্মদ আলাউদ্দিনপদ্মা নদীর মাঝি

বিশেষ পুরস্কার

  • শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার - পপি (ত্যাগ)
  • বিশেষ পুরস্কার - নাজির আহমেদ (মরণোত্তর)

তথ্যসূত্র

  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.