হাসান ফকরী

হাসান ফকরী (জন্মঃ ৭ অক্টোবর, ১৯৫২) বাংলাদেশের একজন কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি ১৯৯৩ সালে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার অর্জন করেন।[1] তিনি মাওবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী একজন কর্মী।[2] তিনি পর্যাস নামে একটি পত্রিকা সম্পাদনা করেন।[3] তিনি সাংস্কৃতিক সংগঠন গণমুক্তির গানের দলের সহ সভাপতি।[4]

হাসান ফকরী
হাসান ফকরী
জন্মবাবলু
(1952-10-07) ৭ অক্টোবর ১৯৫২
মুন্সিগঞ্জ
পেশাসাংস্কৃতিক কর্ম, রাজনীতি, চাকুরী, লেখক
জাতীয়তাবাংলাদেশী
বিষয়কবিতা, নাটক, প্রবন্ধ, সঙ্গীত
উল্লেখযোগ্য রচনাবলিতানোর এখন সারা দেশ, (১৯৮০) পলিটিকস বনাম পলিট্রিকস, (১৯৯৯)
উল্লেখযোগ্য পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৯৯৩

স্বাক্ষর

শৈশব ও পেশাগতজীবন

তিনি রিকাবী বাজার মুন্সীগঞ্জ এ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল করিম এবং মাতার নাম মজিলাল বেগম। পেশাগত জীবনে তিনি মুভিটোন অডিও, ভিজুয়াল প্রমোটার্সের মহাব্যবস্থাপক ছিলেন।[3] হাসান ফকরী ১৯৯৩ সালে কাজী হায়াৎ পরিচালিত চাঁদাবাজ চলচ্চিত্রের "মুক্তিযোদ্ধা কোথায় তুমি" গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।[5]

সাহিত্য জীবন

তানোর এখন সারাদেশ গ্রন্থের প্রচ্ছদ

তার কয়েকটি গ্রন্থের নাম হলোঃ

কবিতা

  • মুঠো মুঠো কান্না (১৯৭০),
  • হাসান ফকরীর কবিতা ও গান (২০০২);[3]

নাটক

  • বাঁচতে চাই (১৯৭২),
  • একখণ্ড বাংলাদেশ (১৯৭২),
  • এপোয়েন্ট মেন্ট লেটার (১৯৭৫),
  • ক্রাশ ফারাক্কা (১৯৭৬),
  • রাক্ষুস সাবধান (১৯৭৭),
  • সারেঙ লঞ্চ ঘোরাও (১৯৮০),
  • তানোর এখন সারা দেশ, (১৯৮০);
  • যদি এমন হতো (১৯৮২),
  • খর বায়ু বয় (১৯৮৩),
  • ভোটের ভ্যাট (১৯৮৬)

কাব্যনাট্য

  • একুশের গান গা’ক মেশিনগান, (১৯৭৪),
  • ঈদ পাখিটার মাংস খাবো (১৯৭৫),
  • সব শতাব্দীর ঈশ্বর আমি (১৯৭৫)
  • প্রেয়সীরা চায় রক্তশাড়ী (১৯৭৬)

প্রবন্ধ ও গবেষণা

  • প্রকৃত শিক্ষা কী (১৯৭৬),
  • প্রগতিশীল সাহিত্য ও শিল্পের সংকট এবং সম্ভাবনা (১৯৯৪),
  • পলিটিকস বনাম পলিট্রিকস, (১৯৯৯)।
  • ধর্ম ও ঈশ্বর অস্বীকারে বাধা কোথায় (২০০৭)
  • এসো বিদ্রোহ করি (২০০৯)।

কর্মকাণ্ড

পলিটিক্স বনাম পলিট্রিক্স গ্রন্থের প্রচ্ছদ

হাসান ফকরী শিল্পী মাহবুব কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ৩১ আগস্ট, ২০১২ অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন।[6] তিনি চুনারুঘাটে গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০১২ সালের ডিসেম্বরে অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন।[7] ২০১৩ সালের আগস্টে সাভার রানা প্লাজা স্থলে শহীদ বেদি নির্মাণ অনুষ্ঠান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।[8] এছাড়াও তিনি ২০১৫ সালের ডিসেম্বরে ফয়েজ আহমেদ-এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ৩য় তলায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন।[4] হাসান ফকরী আগস্ট ১৯, ২০১৬ তারিখে বাংলাদেশে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চীনের সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের ৫০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।[9]

তথ্যসূত্র

  1. "হাসান ফকরী"মুন্সীগঞ্জ। মুন্সীগঞ্জ: http://www.munshigonj.com। অনুল্লেখিত। ২০১৭-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2017-02-07 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য); |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. আহাম্মেদ, কামাল (ডিসেম্বর ২৯, ২০১৬)। "কাছের মানুষ হাসান ফকরী"মুন্সীগঞ্জ নিউজ ডট কম। মুন্সীগঞ্জ: অনুল্লেখিত। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৭
  3. সৈয়দ মোহাম্মদ শাহেদ ও অন্যান্য সম্পাদিত; বাংলা একাডেমী লেখক অভিধান; বাংলা একাডেমী, ঢাকা; সেপ্টেম্বর, ২০০৮; পৃষ্ঠা- ৪৫৩
  4. "ঢাবিতে ফয়েজ আহমদ স্মরণসভা"বাংলানিউজ টুয়েন্টফোর ডট কম। ঢাকা: বাংলানিউজ। ২০১৫-০২-২০। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৭
  5. "যে গান কোথাও বাজে না"http://munshigonj.com। অক্টোবর ১৩, ২০১৩। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০১৩ |সংবাদপত্র= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  6. "নারায়ণগঞ্জে মাহবুব কামরান স্মরণসভা"দৈনিক কালের কণ্ঠ। ঢাকা: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। ১ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৭
  7. প্রতিনিধি, হবিগঞ্জ (ডিসেম্বর ২৬, ২০১২)। "চুনারুঘাটে গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উদযাপন"দৈনিক যায়যায়দিন। ঢাকা: অনুল্লেখিত। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৭
  8. প্রতিনিধি, সাভার (ঢাকা) (আগষ্ট ৩, ২০১৩)। "সাভার রানা প্লাজা স্থলে শহীদ বেদি নির্মাণ"দৈনিক যায়যায়দিন। ঢাকা: যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৭
  9. বিজ্ঞপ্তি, প্রেস (আগস্ট ১৯, ২০১৬)। "চীনের সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের ৫০তম বার্ষিকী উদযাপিত"দ্বন্দ্ব। ঢাকা: http://dwandwa.com। ২০১৭-০১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৭ |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.