মিল্টন খন্দকার

মিল্টন খন্দকার হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র গীতিকার, সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক।[5][6] ২০১২ সালে তিনি খোদার পরে মা চলচ্চিত্রে গীত রচনার জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পুরস্কার লাভ করেন।[7]

মিল্টন খন্দকার
জন্ম (1967-06-25) ২৫ জুন ১৯৬৭[1]
জাতীয়তাবাংলাদেশী
পেশাসঙ্গীত পরিচালক, গীতিকার
কার্যকাল১৯৮৮–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
খোদার পরে মা
দাম্পত্য সঙ্গীলুবনা ইয়াসমিন চৌধুরী[3]
পরিবারজাইবা নাহিয়ান খন্দকার (মেয়ে) ও জারা (মেয়ে)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ম বার)[4]

নির্বাচিত চলচ্চিত্রসমূহ

  • উথ্যান পতন - ১৯৯২
  • ঘটক - ১৯৯৪
  • কমান্ডার - ১৯৯৪
  • পাপী শত্রু - ১৯৯৫
  • এই ঘর এই সংসার - ১৯৯৫
  • শিল্পী - ১৯৯৫
  • বিচার হবে - ১৯৯৬
  • প্রিয়জন - ১৯৯৬
  • নির্মম - ১৯৯৬
  • পালাবি কোথায় - ১৯৯৭
  • ম্যাডাম ফুলি - ১৯৯৭
  • পাগলা ঘন্টা - ১৯৯৯
  • অনন্ত ভালবাসা - ১৯৯৯
  • যোদ্ধা - ২০০০
  • কারাগার - ২০০০
  • ত্যাগ - ২০০৪
  • লাল সবুজ - ২০০৫
  • চেহারা ভন্ড- ২ - ২০১০
  • এভাবেই ভালবাসা হয় - ২০১০
  • লোকনায়ক কাঙ্গাল হরিনাথ - ২০১০
  • খোদার পরে মা - ২০১২

উল্লেখযোগ্য গানসমূহ

  • সবুজের বুকে লাল উড়বেই চিরকাল
  • আমি পাথরে ফুল ফোটাবো
  • রঙচটা জিন্সের প্যান্ট পরা
  • ও সাথীরে যেও না কখনো দূরে
  • তোমরা কাউকে বলো না
  • আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু
  • তোমার কোন দোষ নেই
  • খ্রিষ্টান হইলে কফিনে
  • চাল নেই চুলো নেই
  • জানি আর কোন দিনও আমার হবে না
  • সুখে থাকা হলো না আমার
  • লাল বেনারসি
  • আজকে তোমার গায়ে হলুদ
  • ও প্রিয়জন বড় আয়োজন করে
  • মা তুমি আমার আগে যেও না গো মরে
  • আমি যাচ্ছি বাবা
  • খুব কাছাকাছি তুমি আমি আছি

পুরস্কার ও মনোনয়ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বছরবছরবিভাগচলচ্চিত্রফলাফল
২০১২জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ গীতিকারখোদার পরে মাবিজয়ী[8]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.