৪র্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

৪র্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৪র্থ আয়োজন; যা ১৯৭৯ সালে দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।

৪র্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৭৮ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
উপস্থাপিততথ্য মন্ত্রণালয়
ঘোষণা১০ সেপ্টেম্বর, ১৯৭৯
উপস্থাপন১৪ নভেম্বর, ১৯৭৯ (14 November, 1979)
স্থানরাষ্ট্রপতি ভবন, ঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগোলাপী এখন ট্রেনে
শ্রেষ্ঠ অভিনেতারাজ্জাকবুলবুল আহমেদ
অশিক্ষিতবধূ বিদায়
শ্রেষ্ঠ অভিনেত্রীকবরী
সারেং বৌ
সর্বাধিক পুরস্কারগোলাপী এখন ট্রেনে (৮)
 < ৩য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৫ম > 

এই বছর ১৭টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[1] ৩টি শাখায় কোন পুরস্কার দেয়া হয়নি।[2] আমজাদ হোসেনের বিখ্যাত চলচ্চিত্র ‘গোলাপী এখন ট্রেনে’ সর্বোচ্চ ১০ টি শাখায় পুরস্কার লাভ করে। আমজাদ হোসেন এই ছবির জন্য ৫ টি পুরষ্কার অর্জন করেন। ১০ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে পুরস্কার ঘোষণা করা হয়। ১৪ নভেম্বর, ১৯৭৯ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপ-রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৯৭৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করেন।

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রআমজাদ হোসেন (প্রযোজক)গোলাপী এখন ট্রেনে
শ্রেষ্ঠ পরিচালকআমজাদ হোসেনগোলাপী এখন ট্রেনে
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাআমজাদ হোসেনগোলাপী এখন ট্রেনে
শ্রেষ্ঠ অভিনেতারাজ্জাক
বুলবুল আহমেদ
অশিক্ষিত
বধূ বিদায়[3]
শ্রেষ্ঠ অভিনেত্রীকবরীসারেং বৌ
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাআনোয়ার হোসেনগোলাপী এখন ট্রেনে
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীআনোয়ারাগোলাপী এখন ট্রেনে
শ্রেষ্ঠ শিশুশিল্পীমাস্টার শাকিল
মাস্টার সুমন
ডুমুরের ফুল
অশিক্ষিত
শ্রেষ্ঠ সংগীত পরিচালকআলাউদ্দিন আলীগোলাপী এখন ট্রেনে
শ্রেষ্ঠ গীতিকারআমজাদ হোসেনগোলাপী এখন ট্রেনে
শ্রেষ্ঠ গায়কসৈয়দ আব্দুল হাদীগোলাপী এখন ট্রেনে (আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার)
শ্রেষ্ঠ গায়িকাসাবিনা ইয়াসমিনগোলাপী এখন ট্রেনে (হায়রে কপাল মন্দ)[4]
অলংকার (আমি তো শিল্পী নই)

কারিগরী পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারআমজাদ হোসেনগোলাপী এখন ট্রেনে
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদাকালো)অরুণ রায়বধূ বিদায়
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙ্গিন)রফিকুল বারী চৌধুরীগোলাপী এখন ট্রেনে
শ্রেষ্ঠ চিত্র সম্পাদকনুরুন্নবীডুমুরের ফুল
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকমহিউদ্দিন ফারুকডুমুরের ফুল

তথ্যসূত্র

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮
  2. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২
  3. "এক নজরে বুলবুল আহমেদ"দৈনিক যায় যায় দিন। জুলাই ২৫, ২০১৫। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৫
  4. "সংগীতের অহংকার সাবিনা ইয়াসমিন"দৈনিক আজাদী। ২৪ জানুয়ারি ২০১৪। ২০১৫-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.