কবরী সারোয়ার
কবরী সারোয়ার (অন্য নাম: সারাহ বেগম কবরী)[2] হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ। তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন।
কবরী সারোয়ার | |
---|---|
জন্ম | মিনা পাল ১৯ জুলাই ১৯৫০[1] |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | সারাহ বেগম কবরী, কবরী |
পেশা | অভিনেত্রী, রাজনীতিবিদ |
কার্যকাল | ১৯৬৪ – বর্তমান |
সন্তান | ৫ |
পিতা-মাতা | শ্রীকৃষ্ণ দাস পাল শ্রীমতি লাবণ্য প্রভা পাল |
প্রাথমিক জীবন
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কবরী সারোয়ার৷ জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে।। তার আসল নাম মিনা পাল৷ পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল৷ ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর৷[3]
অভিনয় জীবন

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং' [4] ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু৷ এরপর অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক -সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা' এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম' উল্লেখযোগ্য ৷[5]
চলচ্চিত্র তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | সহ-শিল্পী | টীকা |
---|---|---|---|---|---|
১৯৬৪ | সুতরাং | জরিনা | সুভাষ দত্ত | সুভাষ দত্ত, বেবি জামান | প্রথম চলচ্চিত্র |
১৯৬৫ | জলছবি | ফারুক | ফারুকের প্রথম চলচ্চিত্র | ||
বাহানা | |||||
১৯৬৮ | সাত ভাই চম্পা | চম্পা | |||
আবির্ভাব | রাজ্জাক | ||||
বাঁশরি | রাজ্জাক | ||||
যে আগুনে পুড়ি | রাজ্জাক | ||||
১৯৭০ | দ্বীপ নেভে নাই | রাজ্জাক | |||
দর্প চূর্ণ | রাজ্জাক | ||||
ক খ গ ঘ ঙ | |||||
বিনিময় | মাসুমা | উজ্জ্বল | উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র | ||
১৯৭৩ | লালন ফকির | ||||
তিতাস একটি নদীর নাম | ঋত্বিক ঘটক | ||||
রংবাজ | চিনি | রাজ্জাক | |||
১৯৭৪ | মাসুদ রানা | সবিতা | সোহেল রানা | সোহেল রানার প্রথম চলচ্চিত্র | |
১৯৭৫ | সুজন সখী | সখী | ফারুক, খান আতা | ||
সাধারন মেয়ে | নীলা | জাফর ইকবাল | |||
১৯৭৬ | গুন্ডা | বিনা | রাজ্জাক, খলিল | ||
নীল আকাশের নীচে | রাজ্জাক | ||||
ময়নামতি | রাজ্জাক | ||||
আগন্তুক | রাজ্জাক | ||||
আঁকাবাঁকা | রাজ্জাক | ||||
কত যে মিনতি | রাজ্জাক | ||||
অধিকার | রাজ্জাক | ||||
স্মৃতিটুকু থাক | রাজ্জাক | ||||
১৯৭৮ | সারেং বৌ | নবিতুন | ফারুক | ||
বধু বিদায় | মায়া | বুলবুল আহমেদ | |||
১৯৭৯ | আরাধনা | রুপা | বুলবুল আহমেদ | ||
বেইমান | রাজ্জাক | ||||
অবাক পৃথিবী | রাজ্জাক | ||||
কাচ কাঁটা হীরা | রাজ্জাক | ||||
উপহার | রাজ্জাক | ||||
আমাদের সন্তান | রাজ্জাক | ||||
মতিমহল | |||||
পারুলের সংসার | |||||
অরুন বরুন কিরণমালা | |||||
হীরামন | |||||
দেবদাস | বুলবুল আহমেদ | ||||
আমার জন্মভুমি | আলমগীর | আলমগীরের প্রথম চলচ্চিত্র | |||
১৯৮৭ | দুই জীবন | তাহমিনা | বুলবুল আহমেদ |
রাজনৈতিক জীবন
২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি৷[3]
তথ্যসূত্র
- নির্বাচনী হলফনামা
- http://opinion.bdnews24.com/bangla/%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0
- http://www.dw.de/dw/article/0,,15549853,00.html
- "অভিনেত্রী কবরীর ৫০ বছর"। Prothom Alo। জুন ৪, ২০১৪।
- http://www.bbc.co.uk/bengali/news/2011/10/111019_mhkobori.shtml
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে কবরী সারোয়ার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কবরী সারোয়ার
(ইংরেজি) - বাংলা মুভি ডেটাবেজে কবরী সারোয়ার