কবরী সারোয়ার

কবরী সারোয়ার (অন্য নাম: সারাহ বেগম কবরী)[2] হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ। তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন।

কবরী সারোয়ার
জন্ম
মিনা পাল

(1950-07-19) ১৯ জুলাই ১৯৫০[1]
বোয়ালখালী, চট্টগ্রাম, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামসারাহ বেগম কবরী, কবরী
পেশাঅভিনেত্রী, রাজনীতিবিদ
কার্যকাল১৯৬৪ – বর্তমান
সন্তান
পিতা-মাতাশ্রীকৃষ্ণ দাস পাল
শ্রীমতি লাবণ্য প্রভা পাল

প্রাথমিক জীবন

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কবরী সারোয়ার৷ জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে।। তার আসল নাম মিনা পাল৷ পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল৷ ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর৷[3]

অভিনয় জীবন

সুতরাং চলচ্চিত্রে সুভাষ দত্তের সাথে কবরী (১৯৬৪)

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং' [4] ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু৷ এরপর অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক -সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা' এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম' উল্লেখযোগ্য ৷[5]

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রচরিত্রপরিচালকসহ-শিল্পীটীকা
১৯৬৪সুতরাংজরিনাসুভাষ দত্তসুভাষ দত্ত, বেবি জামানপ্রথম চলচ্চিত্র
১৯৬৫জলছবিফারুকফারুকের প্রথম চলচ্চিত্র
বাহানা
১৯৬৮সাত ভাই চম্পাচম্পা
আবির্ভাবরাজ্জাক
বাঁশরিরাজ্জাক
যে আগুনে পুড়িরাজ্জাক
১৯৭০দ্বীপ নেভে নাইরাজ্জাক
দর্প চূর্ণরাজ্জাক
ক খ গ ঘ ঙ
বিনিময়মাসুমাউজ্জ্বলউজ্জ্বলের প্রথম চলচ্চিত্র
১৯৭৩লালন ফকির
তিতাস একটি নদীর নামঋত্বিক ঘটক
রংবাজচিনিরাজ্জাক
১৯৭৪মাসুদ রানাসবিতাসোহেল রানাসোহেল রানার প্রথম চলচ্চিত্র
১৯৭৫সুজন সখীসখীফারুক, খান আতা
সাধারন মেয়েনীলাজাফর ইকবাল
১৯৭৬গুন্ডাবিনারাজ্জাক, খলিল
নীল আকাশের নীচেরাজ্জাক
ময়নামতিরাজ্জাক
আগন্তুকরাজ্জাক
আঁকাবাঁকারাজ্জাক
কত যে মিনতিরাজ্জাক
অধিকাররাজ্জাক
স্মৃতিটুকু থাকরাজ্জাক
১৯৭৮সারেং বৌনবিতুনফারুক
বধু বিদায়মায়াবুলবুল আহমেদ
১৯৭৯আরাধনারুপাবুলবুল আহমেদ
বেইমানরাজ্জাক
অবাক পৃথিবীরাজ্জাক
কাচ কাঁটা হীরারাজ্জাক
উপহাররাজ্জাক
আমাদের সন্তানরাজ্জাক
মতিমহল
পারুলের সংসার
অরুন বরুন কিরণমালা
হীরামন
দেবদাসবুলবুল আহমেদ
আমার জন্মভুমিআলমগীরআলমগীরের প্রথম চলচ্চিত্র
১৯৮৭দুই জীবনতাহমিনাবুলবুল আহমেদ

রাজনৈতিক জীবন

২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি৷[3]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.