জাকিয়া বারী মম

জাকিয়া বারী মম (জন্ম ১৪ আগস্ট ১৯৮৫) একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। তিনি ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভ করেন। ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে। এই চলচ্চিত্রের তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন ছবিতে অভিনয় করে মেরিল-প্রথম আলো পুরস্কারের দর্শক জরিপসমালোচক শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও কাজ করেছেন।[1]

জাকিয়া বারী মম
জন্ম (1985-08-14) ১৪ আগস্ট ১৯৮৫
ব্রহ্মপুর, ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামমম
নাগরিকত্ববাংলাদেশি
শিক্ষানাট্য এবং নাট্যতত্ত্ব
যেখানের শিক্ষার্থীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী এবং মডেল
কার্যকাল২০০৬ – বর্তমান
পরিচিতির কারণলাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা
উল্লেখযোগ্য কর্ম
আদি নিবাসব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
দাম্পত্য সঙ্গী
সন্তান
পিতা-মাতামজিবুল বারী (বাবা)
আয়েশা আক্তার (মা)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার

প্রাথমিক জীবন

মম ১৯৮৫ সালের ১৪ আগস্ট বাংলাদেশের ঢাকার বাহরামপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মজিবুল বারী ও মা আয়েশা আক্তার। তার শৈশব কাটে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে নাচ শিখেন কবিরুল ইসলাম রতনের কাছে। প্রথম টেলিভিশনে আবির্ভূত হন ১৯৯৫ সালে। তিনি বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এরপর ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভ করেন।[2] তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাট্য এবং নাট্যতত্ত্ব বিভাগে ২০১০ সালে স্নাতক আর ২০১২ সালে স্নাতকোত্তর পাশ করেন।[3]

কর্মজীবন

মম ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভের ফলে হুমায়ূন আহমেদ রচিত ও তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান।[2] এই চলচ্চিত্রে জরি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[4] এরপর তিনি নাটকে অভিনয় করা শুরু করেন। তার অভিনীত স্বর্ণমায়া, বিবর, নীড় নাটকগুলো তাকে জনপ্রিয়তা পায়।

২০১৩ সালে সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে নীলপরী নীলাঞ্জনাএক্লিপস নাটকে অভিনয় করেন। পাশাপাশি ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিক নাটকে কাজ করেন। ২০১৪ সালে যায়েদ খানের বিপরীতে প্রেম করব তোমার সাথে চলচ্চিত্রে অভিনয় করেন।[5] ২০১৫ সালে দীর্ঘদিন পর দ্বিতীয় কুসুম ধারাবিহিক নাটকে অভিনয় করেন। পাশাপাশি ব্যস্ত ছিলেন শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন চলচ্চিত্র নিয়ে।[6] রোমান্টিক ঘরানার এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার-এ শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দর্শক জরিপ ও সমালোচক পুরস্কার অর্জন করেন।

২০১৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বেসরকারী চ্যানেল আরটিভির জন্য নির্মিত অপরিচিতা নাটকে তাকে দেখা যায়। নাট্যকার সুমন আনোয়ারের নির্দেশনায় তার বিপরীতে অভিনয় করেন রওনক হাসান[7] এই বছর ঈদুল ফিতর উপলক্ষে নাট্যকার সুমন আনোয়ার নির্মিত পাঁচটি নাটকে অভিনয় করেন। নাটকগুলো হল ফুলমতি, আশার আলো, হলুদ বসন্ত, নীল দুপুর, আবর্ত[8] এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে তাহসানের বিপরীতে তিন বছর পর নাগরিক মানুষের জীবন নিয়ে চিত্রিত এখন আর রূপকথা হয় না নাটকে অভিনয় করেন।[9]

মম ২০১৮ সালে নাট্য নির্মাতা অরুণ চৌধুরীর প্রথম চলচ্চিত্র আলতা বানু-এ আলতা চরিত্রে অভিনয় করেন।[10][11] একই বছর রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত দহন ছবিতে তাকে সাংবাদিক মায়া চরিত্রে দেখা যায়।[12] বছরের শেষে মুক্তি পায় তার অভিনীত ভৌতিক-থ্রিলার চলচ্চিত্র স্বপ্নের ঘর[13]

ব্যক্তিগত জীবন

মম ২০১০ সালের ৩১ মার্চ চিত্রনাট্যকার এজাজ মুন্নাকে বিয়ে করেন। ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০১১ সালের ২ মার্চ এই দম্পতির একমাত্র ছেলে উদ্ভাস জন্মগ্রহণ করে।[14][15] ২০১৫ সালের ২০ নভেম্বর তিনি চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[16]

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
২০০৭দারুচিনি দ্বীপজরিতৌকির আহমেদবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
২০১৪প্রেম করব তোমার সাথেরকিবুল আলম
২০১৫ছুঁয়ে দিলে মননীলাশিহাব শাহীনবিজয়ী: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (নারী) (তারকা জরিপ ও সমালোচক)
২০১৮আলতা বানুআলতাঅরুণ চৌধুরী
দহনমায়ারায়হান রাফী
স্বপ্নের ঘরমারিয়াতানিম রহমান অংশু
২০২০ আগামীকাল[17]

নাটক

একক নাটক

  • স্বর্ণমায়া
  • বিবর
  • নীড়
  • একটি স্যুটকেস এবং (২০১২)
  • নীল প্রজাপতি (২০১৩)
  • লুকোচুরি (২০১৩)
  • নীলপরী নীলাঞ্জনা (২০১৩)
  • এক্লিপস (২০১৩)
  • মায়ের জন্য (২০১৩)
  • মেয়েটি কথা বলবে প্রেম করিবে না (২০১৩)
  • রঙতুলি (২০১৩)
  • ছাপাখানায় একটা ভুত থাকে (২০১৩)
  • শুধু একটা মিনিট (২০১৩)
  • ফুচকা (২০১৩)
  • পদ্মবিবির পালা (২০১৪)[18]
  • ছায়াসঙ্গী (২০১৫)[19]
  • ফাল্গুনে ভালবাসা বৈশাখে প্রেম[20]
  • ফুলমতি (২০১৬)
  • আশার আলো (২০১৬)
  • হলুদ বসন্ত (২০১৬)
  • নীল দুপুর (২০১৬)
  • আবর্ত (২০১৬)
  • এখন আর রূপকথা হয় না (২০১৬)

ধারাবাহিক নাটক

  • ভালবাসার চতুষ্কোণ (২০১৩)[5]
  • দ্বিতীয় কুসুম (২০১৫)[21]

পুরস্কার ও স্বীকৃতি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বছর মনোনীত কর্ম বিভাগ ফলাফল সূত্র
২০০৮ শ্রেষ্ঠ অভিনেত্রী দারুচিনি দ্বীপ বিজয়ী [22]
মেরিল-প্রথম আলো পুরস্কার
বছর মনোনীত কর্ম বিভাগ ফলাফল সূত্র
২০১৫ শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী (সমালোচক) শেষ পর্যন্ত মনোনীত
২০১৬ শ্রেষ্ঠ অভিনেত্রী (দর্শক জরিপ) ছুঁয়ে দিলে মন বিজয়ী [23]
শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক)
২০১৯ শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী (দর্শক জরিপ) শেষ পর্যন্ত মনোনীত
আরটিভি স্টার অ্যাওয়ার্ড
বছর মনোনীত কর্ম বিভাগ ফলাফল সূত্র
২০১৯ ১ ঘন্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী - কেন্দ্রীয় চরিত্র মেঘ বালিকার রঙ মনোনীত [24]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "মম উপাখ্যান"দৈনিক ইত্তেফাক। ৩১ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬
  2. Afroz, Mahmuda (সেপ্টেম্বর ২৪, ২০০৬)। "New Lux Channel i Superstar lands a dream role in Daurchini Dwip"। The Daily Star। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩
  3. Hossain, Imam (১৬ নভেম্বর ২০১১)। "Mamo's journey to stardom"। Daily Sun, Dhaka। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩
  4. Ahsan, Aureen (সেপ্টেম্বর ২৯, ২০০৮)। "Zakia Bari Momo: Portraying the contemporary Bengali belle"। The Daily Star। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩
  5. "অর্ধ যুগ পর চলচ্চিত্রে জাকিয়া বারী মম"দৈনিক মানবকণ্ঠ। ২৫ নভেম্বর ২০১৩। ২৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬
  6. "'ছুয়ে দিলে মন' ছবি পরিচালনা করবেন শিহাব শাহীন"। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬
  7. "কল্যাণী চরিত্রে মম"ভোরের কাগজ। ১১ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬
  8. মারুফ কিবরিয়া (১৪ মে ২০১৬)। "বিরামহীন মম"দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬
  9. "তিন বছর পর তাহসান ও মম"দৈনিক জনকণ্ঠ। ১৩ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬
  10. "'আলতা বানু'র আলতা 'মম'"সারাবাংলা। ১৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
  11. সিদ্দিক, হাবিবুল্লাহ (১৯ এপ্রিল ২০১৮)। "মমর 'আলতা বানু'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
  12. "মম'র 'দহন' শুরু"বাংলাদেশ প্রতিদিন। ২১ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
  13. "স্বপ্নের ঘর নিয়ে বড় পর্দায় মম"দৈনিক ভোরের কাগজ। ২০ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
  14. "মা হলেন মম"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
  15. "মুন্না ও মমর ছেলে উদ্ভাস"দৈনিক প্রথম আলো। ৩ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
  16. "চার বছর পেরিয়ে বিয়ের কথা স্বীকার করলেন মম"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯
  17. "মার্চে আসছে ইমন-মমর 'আগামীকাল'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩
  18. "ট্রেন ফেল করেছে মম"সিসিনিউজ। ৫ ফেব্রুয়ারী ২০১৪। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬
  19. "মায়ের চরিত্রে জাকিয়া বারী মম"দ্য টাইমস ইনফো। ২৯ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬
  20. মারুফ কিবরিয়া (১০ ফেব্রুয়ারি ২০১৫)। "ভিন্ন রূপে মম"দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬
  21. "নতুন ধারাবাহিকে মম"দৈনিক প্রথম আলো। নভেম্বর ১২, ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬
  22. "National Film Awards for the last fours years announced"দ্য ডেইলি স্টার। ১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯
  23. "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯
  24. "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.