আরিফিন শুভ

আরিফিন শুভ (জন্ম ২ ফেব্রুয়ারি, ১৯৮২) বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা এবং টিভি অভিনয়শিল্পী। বিনোদন জগতে পা রাখেন মডেলিং দিয়ে। পরবর্তীতে কাজ করেন নাটকে। তিনি জাগো (২০১০) চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন।[1] তিনি একজন খলনায়ক হিসেবে প্রথমবারের মত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে শাকিব খানজয়া আহসানের সাথে অভিনয় করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকমহল থেকে ব্যাপক প্রশংসা পান।[2][3] তিনি ছুঁয়ে দিলে মন, অস্তিত্ব, ঢাকা অ্যাটাক , সাপলুডু এর মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

আরিফিন শুভ
২০১৭ সালে আরিফিন শুভ
জন্ম
মাহবুবুল আরিফিন শুভ

(1982-02-02) ২ ফেব্রুয়ারি ১৯৮২
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেতা, মডেল
কার্যকাল২০০৩বর্তমান
উচ্চতা ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)
দাম্পত্য সঙ্গীঅর্পিতা সমাদ্দার (বি. ২০১৫)
পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কার

প্রাথমিক জীবন

শুভ ১৯৮২সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

অভিনয় জীবন

আরিফিন শুভ ২০০৫ সালে মডেলিং শুরু করেন। ২০০৭ সালে প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর হ্যাঁ-না নাটকে অভিনয় করেন। ২০০৮ সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন। ২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কয়েক বছর বিরতির পর ২০১৩ সালে চলচ্চিত্র পরিচালক শফি উদ্দিন শফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তার সহশিল্পী ছিল শাকিব খানজয়া আহসান। চলচ্চিত্র পরিচালক ও সমালোচক মতিন রহমান ছবিতে তার "কানে লাগে" সংলাপ এবং "একক নাট্য অভিব্যক্তি প্রকাশের" প্রশংসা করেন।[4] ছবিটি ব্যবসায়িক দিক থেকেও সফল হয়।[5] এরপর তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। সে বছর ভালোবাসা জিন্দাবাদ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে কাজ করেন আইরিন সুলতানা[6]

২০১৪ সালে ইফতেখার চৌধুরীর অগ্নি ছবিতে তিনি একজন বক্সিং খেলোয়াড় ও পেশাদার খুনী ড্রাগন চরিত্রে অভিনয় করেন।[7] একই বছর শাহাদাত হোসেন লিটনের মন বোঝেনা, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাঁটা, ও আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন, ও ওয়ার্নিং চলচ্চিত্রে কাজ করেন। ছুঁয়ে দিলে মন চলচ্চিত্র দর্শকদের ব্যাপক সাড়া পায় ও এই চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) বিভাগে তারকা জরিপ পুরস্কার অর্জন করেন ও সমালোচক পুরস্কারের জন্য মনোনীত হন। পাশাপাশি তিনটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন। মিস্টার কুকিজের বিজ্ঞাপনে তার সাথে কাজ করেন নুসরাত ফারিয়া মাজহার, যমুনা গ্রুপের বিজ্ঞাপনে নাদিয়া নদী ও প্রাণ আপের বিজ্ঞাপনে পরীমনি[8]

২০১৬ সালে তিনি আশিকুর রহমান পরিচালিত মারপিটধর্মী মুসাফিরঅনন্য মামুন পরিচালিত নাট্যধর্মী অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করেন। এই বছরের শেষ দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার নিয়তি। এতে তার বিপরীতে অভিনয় করেন জলি। ২০১৭ সালের শুরুর দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত পথ-রোমাঞ্চকর রোম্যান্টিক প্রেমী ও প্রেমী[9] এবং শামিম আহমেদ রনি পরিচালিত কমেডিধর্মী ধ্যাততেরিকি[10] অক্টোবরে মুক্তি পায় দীপংকর দীপন পরিচালিত পুলিশ অ্যাকশন থ্রিলার ঢাকা অ্যাটাক। এতে তাকে ঢাকা মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দলের প্রধান আবিদ রহমান চরিত্রে দেখা যায়।[11] এছাড়া নির্মাণাধীন রয়েছে জায়েদ রিজওয়ানের মৃত্যুপুরী, আলমগীরের একটি সিনেমার গল্প এবং কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র ডিটেকটিভ-এ মহীন চরিত্রে।

পারিবারিক জীবন

আরিফিন শুভ ২০১৫ সালে অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন। অর্পিতা সমাদ্দার পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।

চলচ্চিত্রের তালিকা

চাবি চলচ্চিত্রগুলো এখনও মুক্তি পায়নি
বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক টীকা সূত্র
২০১০ জাগো রাফি খিজির হায়াত খান অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র [12]
২০১৩ পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী শাকিব শফি উদ্দীন শফি [13]
ভালোবাসা জিন্দাবাদ সৌরভ দেবাশীষ বিশ্বাস [14]
২০১৪ অগ্নি ড্রাগন/শিশির ইফতেখার চৌধুরী [15]
ছায়াছবি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রথম অভিনীত চলচ্চিত্র। মুক্তি পায় নি [13]
মন বোঝেনা শাহাদাৎ হোসেন লিটন
তারকাঁটা ইবরাহিম মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
কিস্তিমাত দুর্জয় আশিকুর রহমান
২০১৫ ছুঁয়ে দিলে মন আবির শিহাব শাহীন
ওয়ার্নিং জিসান শফি উদ্দীন শফি
২০১৬ মুসাফির সানি আশিকুর রহমান [16]
অস্তিত্ব ইমতু অনন্য মামুন
আয়নাবাজি সাজ্জাদ অমিতাভ রেজা চৌধুরী অতিথি চরিত্রে
নিয়তি শুভ্র জাকির হোসেন রাজু
২০১৭ প্রেমী ও প্রেমী সীমান্ত জাকির হোসেন রাজু [17]
ধ্যাততেরিকি রাজ শামিম আহমেদ রনি [18]
ঢাকা অ্যাটাক আবিদ রহমান দীপংকর দীপন [19]
২০১৮ ভালো থেকো জয় জাকির হোসেন রাজু
একটি সিনেমার গল্প আলমগীর
২০১৯ সাপলুডু আরমান গোলাম সোহরাব দোদুল
মৃত্যুপুরী রাজা জায়েদ রিজওয়ান
ডিটেকটিভ মহীন তৌহিদ হোসেন চৌধুরী কণ্ঠ
মিশন এক্সট্রিম সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ ঢাকা অ্যাটাক-এর অনুবর্তী পর্ব

পুরস্কার এবং মনোনয়ন

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (তারকা জরিপ) পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী মনোনীত [20]
২০১৪ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) তারকাঁটা বিজয়ী [21]
২০১৫ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (তারকা জরিপ) ছুঁয়ে দিলে মন বিজয়ী [22]
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) মনোনীত
২০১৬ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (তারকা জরিপ) মুসাফির মনোনীত [23]
২০১৭ ঢাকা অ্যাটাক বিজয়ী [24]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ শ্রেষ্ঠ অভিনেতা ঢাকা অ্যাটাক বিজয়ী [25]

তথ্যসূত্র

  1. "চলচ্চিত্রে আরেফিন শুভ"। বিডিনিউজ। সংগ্রহের তারিখ ২০১২-১০-০৫
  2. "পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দেখতে দর্শকদের উপচে পড়া ভীড়"
  3. "সঙ্কটে শুভ"। আমাদের বরিশাল। ১২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪
  4. রহমান, মতিন (২১ নভেম্বর ২০১৩)। "ছবি আলোচনা - পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  5. "'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী'র সেঞ্চুরি"দৈনিক ইত্তেফাক। ২৪ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  6. "শুভ ও আইরিনের 'ভালোবাসা জিন্দাবাদ'"দৈনিক প্রথম আলো। ২০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  7. "ভালোবাসা দিবসে শুভ-মাহির 'অগ্নি'"দৈনিক প্রথম আলো। ১৪ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  8. অভি মঈনুদ্দীন (১৫ মে ২০১৬)। "বিজ্ঞাপনে আরেফিন শুভ"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬
  9. "শুভ-ফারিয়ার ভালবাসার গল্প 'প্রেমী ও প্রেমী'"দৈনিক জনকণ্ঠ। ৮ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  10. "নববর্ষের ছবি - ধ্যাততেরিকি"যায়যায়দিন। এপ্রিল ১৮, ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  11. "সারাদেশে শুভ-মাহির 'ঢাকা অ্যাটাক'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  12. "ফুটবলের ছবি 'জাগো'"দৈনিক প্রথম আলো। ১৮ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  13. "তবুও ভালো চলছে ভালোবাসা জিন্দাবাদ"www.jugantor.com। ২০১৩-১১-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫
  14. জয়ন্ত সাহা (৭ নভেম্বর ২০১৩)। "ভালোবাসা জিন্দাবাদ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  15. "শুভ-মাহি জুটির অগ্নি মুক্তি পাচ্ছে ৭ ফেব্রুয়ারি"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  16. "এ বছরই আসছে শুভ-মারজানের 'মুসাফির'"দ্য বাংলাদেশ টুডে। ২৫ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫
  17. "প্রেক্ষাগৃহে 'প্রেমী ও প্রেমী'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  18. "'ধ্যাততেরিকি' বৈশাখে একটাই ছবি!"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এপ্রিল ১৪, ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  19. "১৩০ প্রেক্ষাগৃহে শুভ-মাহির 'ঢাকা অ্যাটাক'"বাংলাদেশ প্রতিদিন। ৬ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  20. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩, মনোনয়ন পেলেন যারা (page 24)"দৈনিক প্রথম আলো
  21. "Meril Prothom Alo Awards Gala Night"দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  22. "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭
  23. "ছেলে আব্রামকে পুরস্কার উৎসর্গ করলেন শাকিব"দৈনিক প্রথম আলো। ২২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭
  24. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮
  25. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতা তারা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৯-১১-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.