সায়মন সাদিক

সায়মন সাদিক (জন্ম: ৩০ আগস্ট, ১৯৮৫) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত জ্বী হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্রে তার আগমন ঘটে।[1]

সায়মন সাদিক
জন্ম
সায়মন সাদিক

৩০ আগস্ট ১৯৮৫
কলাপাড়া, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ জেলা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনয়শিল্পী
কার্যকাল২০১২বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পোড়ামন
ধরনরোমান্টিক, অ্যাকশন
পুরস্কার"জান্নাত" চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন।

প্রাথমিক জীবন

সায়মন ১৯৮৫ সালের ৩০ আগস্ট বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর অবস্থিত কলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব কাটে কিশোরগঞ্জ সদরে। কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি স্যাটেলাইট চ্যানেল এনটিভি আয়োজিত "সুপার হিরো সুপার হিরোইন" অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

চলচ্চিত্র জীবন

সায়মন ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজুর জ্বী হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০১৩ সালে পোড়ামন ছবিতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান।[2] এ বছর তিনি এর বেশি ভালবাসা যায় না এবং ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার আমি শুধু চেয়েছি তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৪ সালে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত তুই শুধু আমার, এবং শফিক হাসানের স্বপ্নছোঁয়া। পরের বছর অভিনয় করেন মোস্তাফিজুর রহমান মানিকের "ইটিশ পিটিশ প্রেম" চলচ্চিত্রে, কিন্তু সেন্সরবোর্ডের আপত্তি থাকায় নামটি পরিবর্তন করে চুপি চুপি প্রেম নামে মুক্তি দেওয়া হয়।[3] ২০১৬ সালে মুক্তি পায় মাটির পরী, পুড়ে যায় মন এবং অজান্তে ভালোবাসা। অপূর্ব-রানা পরিচালিত পুড়ে যায় মন সায়মন-পরীমনি জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।[4] তারা প্রথম একসঙ্গে অভিনয় করেন রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে নির্মিত রানা প্লাজা চলচ্চিত্রে, কিন্তু অনেক দৃশ্য বাদ দিয়ে সেন্সরবোর্ডের অনুমতি পেলেও হাইকোর্টের নিষেদাজ্ঞার কারণে ছায়াছবিটি এখনো মুক্তি পায় নি।[5] এছাড়া অভিনয় করছেন ও মুক্তির অপেক্ষায় আছে এ জে রানার তোমার জন্য পরাণ কান্দে, মিজানুর রহমান শামীমের ধ্বংস মানব, এফ আই মানিকের সারপ্রাইজ, শাহীন সুমনের প্রবাসী ডনমিয়া বিবি রাজি,[6] পি এ কাজলের মায়াময়চোখের দেখা,[7][8] মোস্তাফিজুর রহমান মানিকের প্রেম বলে কিছু নেই,[9] এবং দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে,[10] চলচ্চিত্রে। এছাড়া আকাশ আচার্য পরিচালিত ভৌতিক চলচ্চিত্র মায়াবী-এ অভিনয় করছেন।[11] ২০১৮ সালের ঈদুল আযহায় জান্নাত চলচ্চিত্রে তাকে মাহিয়া মাহীর বিপরীতে দেখা যায়।[12] "জান্নাত" চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ট অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
২০১২জ্বী হুজুরজাকির হোসেন রাজু
২০১৩পোড়ামনসুজনজাকির হোসেন রাজুসুপারহিট[13]
মনোনীত: বায়োস্কোপ বর্ষসেরা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা
এর বেশি ভালবাসা যায় নারবিজাকির হোসেন রাজু
২০১৪তোমার কাছে ঋণীশাহাদাৎ হোসেন লিটন
স্বপ্নছোঁয়াশক্তিশফিক হাসান
তুই শুধু আমাররাজু চৌধুরী
ভুলতে পারি না তারেজাকির হোসেন রাজুমুক্তি পায়নি
২০১৫অ্যাকশন জেসমিনইফতেখার চৌধুরী
ব্ল্যাক মানিসাফি উদ্দিন সাফিসুপারহিট
চুপি চুপি প্রেমত্রিপল আরমোস্তাফিজুর রহমান মানিক
২০১৬মাটির পরীসায়মন তারিক
পুড়ে যায় মনঅপূর্ব-রানাসুপারহিট
অজান্তে ভালোবাসাএ জে রানা
২০১৮ জান্নাত আসলাম / ইফতেখার মোস্তাফিজুর রহমান মানিক সুপারহিট

অর্জনঃঃ

শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

পুরস্কার ও মনোনয়ন

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১৩বায়োস্কোপ বর্ষসেরাশ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতাপোড়ামনমনোনীত
বায়োস্কোপ বর্ষসেরাশ্রেষ্ঠ জুটি (মাহিয়া মাহী-এর সাথে)পোড়ামনমনোনীত

আরও দেখুন

তথ্যসূত্র

  1. আনন্দনগর প্রতিবেদক (২৭ আগস্ট ২০১৩)। "মুখোমুখি আরজু-সায়মন"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  2. "গল্প গানে পোড়ামন..."দৈনিক ইত্তেফাক। ২৩ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  3. "সায়মন-প্রিয়ন্তীর চুপি চুপি প্রেম"মিডিয়া খবর। ২৯ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  4. "এই প্রথম দর্শক দেখবে সায়মন-পরী রসায়ন"মিডিয়া কথা। ২১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  5. "'রানা প্লাজা' প্রদর্শনিতে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থিতাবস্থা"দৈনিক নয়া দিগন্ত। ১০ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  6. তানজিল আহমেদ জনি (২১ নভেম্বর ২০১৪)। "ইন্ডাস্ট্রি বড় বেশি কমার্শিয়াল: সায়মন"বিডিনিউজ। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  7. "সায়মন-অহনার 'চোখের দেখা'"দৈনিক জনকণ্ঠ। ১৭ ফেব্রুয়ারী ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  8. "ভাল ছবির অপেক্ষায় সায়মন সাদিক"প্রিয় নিউজ। ১২ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  9. "সায়মনের 'প্রেম বলে কিছু নেই'"বাংলানিউজ। ১৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  10. "দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় সাইমন-পরীর নতুন রসায়ন"মিডিয়া কথা। ২৪ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  11. মাজহার বাবু (২৫ জানুয়ারি ২০১৬)। "ভূতের ছবি করছেন সায়মন"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  12. "'জান্নাত' ছবিতে সাইমন-মাহি"এনটিভি অনলাইন (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮
  13. আর হোসেন (১৪ জুন ২০১৩)। "মুক্তি পেয়েছে 'পোড়ামন'"দৈনিক আমার দেশ। ২৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.