দৈনিক নয়া দিগন্ত
দৈনিক নয়া দিগন্ত ২০০৪ সাল থেকে দিগন্ত মিডিয়া কর্পোরেশন কর্তৃক বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশের একটি প্রথম শ্রেণীভূক্ত জাতীয় দৈনিক সংবাদপত্র। এর বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট সালাহ উদ্দিন বাবর।[1]
![]() | |
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
প্রতিষ্ঠাতা | দিগন্ত মিডিয়া করপোরেশন-ডিএমসিএল |
প্রকাশক | দিগন্ত মিডিয়ার পক্ষে শামসুল হুদা |
প্রতিষ্ঠাকাল | ২০০৪ |
রাজনৈতিক মতাদর্শ | ইসলামী ও জাতীয়তাবাদী মনোভাবাপন্ন মধ্যপন্থী [1] |
ভাষা | বাংলা |
সদরদপ্তর | ১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), মতিঝিল, ঢাকা-১২০৩ |
প্রচলন | ২০০,০০০ কপি দৈনিক |
সহোদর সংবাদপত্র | দি এশিয়া পোষ্ট (ইংরেজী) |
ওসিএলসি নম্বর | 868012647 |
দাপ্তরিক ওয়েবসাইট | www |
অন্যান্য প্রকাশনা
- সাপ্তাহিক প্রকাশনা
- অবকাশ: এটি দৈনিক নয়া দিগন্তের একটি সাপ্তাহিক ম্যগাজিন, যা প্রতি রোববার মূল পত্রিকার সাথে প্রকাশিত হয়। । প্রতি সংখ্যায় প্রচ্ছদরচনাসহ নিয়মিত অনিয়মিত বিভাগ থাকে। এর মধ্যে রয়েছে, ‘জীবনের বাঁকে বাঁকে’, ‘ভিন্নপাতা’ ও ‘অব্যাখ্যাত রহস্য’। এটির বিভাগীয় সম্পাদক মাকসুদা সুলতানা।
- থেরাপি (রম্য): দৈনিক নয়া দিগন্তের একটি সাপ্তাহিক রঙ্গ ম্যগাজিন, যা প্রতি বুধবার মূল পত্রিকার প্রকাশিত হয়। । প্রতিটি সংখ্যায় প্রচ্ছদরচনাসহ নিয়মিত অনিয়মিত অনেকগুলো বিভাগ ও রঙ্গ কার্টুন থাকে। এটির বিভাগীয় সম্পাদক নাট্যকার আহমেদ শাহাবুদ্দিন।
- সাতরং (লাইফ স্টাইল), এটির বিভাগীয় সম্পাদক সাবিরা সুলতানা।
- মাসিক প্রকাশনা
- অন্য এক দিগন্ত। এটির বিভাগীয় সম্পাদক আলফাজ আনাম।
হামলা অগ্নি সংযোগ
১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া শাহবাগ আন্দোলন থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান ও প্রচার মাধ্যমকে বন্ধ করার দাবি জানানো হয়, তার মধ্যে দৈনিক নয়া দিগন্ত অন্যতম।[2][3] শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে এই পত্রিকা বর্জন করার ঘোষণা দেয়া হয়।[4] আন্দোলন চলাকালে ১২ ফেব্রুয়ারি ২০১৩ তারিখ দুপুরে ঢাকার মতিঝিলের ইনার সার্কুলার রোডে অবস্থিত দৈনিক নয়া দিগন্তের কার্যালয়ে হামলা করে নয়া দিগন্তের গাড়ি ও কাগজের রোল পুড়িয়ে দেয় এই পত্রিকার বিরোধীরা।[5] ২২ ফেব্রুয়ারি এই পত্রিকার চট্টগ্রাম আফিসেও হামলা চালানো হয়।[6] ২৪ ফেব্রুয়ারি ২০১৩, চট্টগ্রামে ১২টি ইসলামী সমমনা দলের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে শাহবাগ আন্দোলন থেকে শুরু হওয়া মিছিলে প্রতিবাদস্বরূপ অগ্নিসংযোগ করা হয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকায়।[7] পত্রিকাটি সার্কুলেশনের দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় স্থানে অবস্থান করছে। তবে সরকারি বিজ্ঞাপন না পাওয়ার কারণে বর্তমানে পত্রিকাটি অার্থিক সংকটের মধ্যে রয়েছে।
আরও দেখুন
তথ্যসূত্র
- "দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশ সংবাদপত্র"। epapermathrubhumi.com। সংগ্রহের তারিখ এপ্রিল ১৭, ২০১৫।
- দৈনিক প্রথম আলো। ঢাকা। ফেব্রুয়ারি ১৬, ২০১৩ http://archive.prothom-alo.com/detail/date/2013-02-16/news/329701। সংগ্রহের তারিখ এপ্রিল ১৭, ২০১৫।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - 2013 Shahbag protests - Wikipedia, the free encyclopedia
- http://www.daily-sun.com/details_yes_19-02-2013_Artistes-boycott-Diganta-TV_414_1_9_1_3.html, The Daily Sun, 19 Ferbruary 2013
- "নয়া দিগন্ত অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ"। দৈনিক আমাদের সময়। ঢাকা। ফেব্রুয়ারি ১৩, ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ১৭, ২০১৫।
- "চট্টগ্রামে জামায়াত অফিসে হামলা, দিগন্ত টিভি আমার দেশ নয়া দিগন্ত সংগ্রাম অফিসে ভাঙচুর"। দৈনিক আজাদী। চট্টগ্রাম। ফেব্রুয়ারি ২২, ২০১৩। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০১৫।
- http://www.dailynayadiganta.com/new/?p=125051 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে, The Daily Naya Diganta, 24 February 2013